বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু বিপিএল নির্ধারিত তারিখেই

আমি আগেও বলেছি ৬ ডিসেম্বর যে শিডিউল দেওয়া আছে, এখন পর্যন্ত সেটাই আছে। এরজন্য ক্রিকেট বোর্ডে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। যেসব পেপারওয়ার্ক করার কথা তা চলছে। তা হয় গেলেই আমরা খুব শীগগিরই দলগুলোর স্পন্সর নিয়ে আমরা বসব জালাল ইউনুস
ক্রীড়া প্রতিবেদক
  ০৮ অক্টোবর ২০১৯, ০০:০০

তারিখ পেছানোর কোনো উপায় নেই। কারণ এরপরই সামনে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট সূচি। তাই বিপিএল- সাতের স্পেশাল এডিশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সময়মতো শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা দূর করলেন টুর্নামেন্টটির টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বিপিএল ৬ ডিসেম্বর থেকেই শুরু হবে। এখনও সেই তারিখটাই স্থির আছে। কিছুদিন থেকে বিপিএল নিয়ে ঘটা করে কিছু না জানালেও ভেতরে ভেতরে কাজ অনেকটাই গুছিয়ে ফেলার কথা জানিয়েছেন তিনি।

যেহেতু বঙ্গবন্ধুর সম্মানার্থে এই বিপিএল, তাই অন্য সববারের চাইতে এবারের আসর বেশি জাঁকজমকপূর্ণ করার লক্ষ্য বিসিবির।

গত ১ অক্টোবর বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ঢাকা পল্টনের এক অনুষ্ঠানে গিয়ে গণমাধ্যমকে বলেছিলেন, বিপিএল সপ্তম আসর নির্দিষ্ট সময় থেকে পিছিয়ে যেতে পারে। এবারের বিপিএল যেহেতু নতুন ফরম্যাটে হচ্ছে তাই নতুন করে স্পন্সর পার্টনার নেয়া হয়েছে। তাদের সঙ্গে চুক্তির ধরনটা ঠিক করতে হবে। নতুন করে বাইলজ করতে হবে। এই কাজগুলো শেষ করে পেস্নয়ার ড্রাফটে যেতে হবে।

তার সপ্তাহ না যেতেই বোল পাল্টালেন জালাল ইউনুস। সোমবার গণমাধ্যমকে জানান, সঠিক সময়েই বিপিএল হবে। এর জন্য ক্রিকেট বোর্ড কাজও শুরু করে দিয়েছে। বিপিএলের পেছনের কয়েক আসরের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বিসিবির চুক্তি শেষ হয়ে গেছে। নতুন মৌসুমের জন্য নতুন চুক্তির প্রয়োজন ছিল। কিন্তু নতুন মৌসুমের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো নানা ধরনের দাবিদাওয়া উত্থাপন করে। বিসিবি একসঙ্গে এতগুলো দাবি দেখে এক অর্থে বিরক্ত হয়। জানিয়ে দেয়- সপ্তম আসরের বিপিএলে তারা কোনো ফ্র্যাঞ্চাইজি রাখবে না। নিজেরাই উদ্যোগী হয়ে বিপিএল করবে। স্পেশাল এই এডিশনের নামও দেয়া হয়েছে- বঙ্গবন্ধু বিপিএল।

তবে ডিসেম্বরে যে টুর্নামেন্ট শুরু হবে তার কোনো কাজই এখন পর্যন্ত হয়নি। এই বিবেচনায় স্পেশাল এই এডিশনের আয়োজন করা সত্যিকার অর্থেই বিসিবির পক্ষে সম্ভবপর হবে কি না- তা নিয়ে আশঙ্কাও ওঠে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সে প্রসঙ্গে বলছিলেন- 'সভাপতি নিজেই এবার দায়িত্ব নিয়েছেন। উনি বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বসবেন।'

বোর্ড পরিচালক ও বিসিবির মিডিয়া কমিটির দায়িত্বে থাকা জালাল ইউনুস সোমবার জানান, ঘরোয়া টি২০'র আসর কোনো ফ্র্যাঞ্চাইজিকে ছাড়া আয়োজন করতে অনেকটাই এগিয়ে গেছেন তারা, 'আমি আগেও বলেছি ৬ ডিসেম্বর যে শিডিউল দেওয়া আছে, এখন পর্যন্ত সেটাই আছে। এরজন্য ক্রিকেট বোর্ডে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। যেসব পেপারওয়ার্ক করার কথা তা চলছে। তা হয়ে গেলেই খুব শিগগিরই দলগুলোর স্পন্সর নিয়ে আমরা বসব।'

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএল বিশেষভাবে আয়োজনের কথা বলেছিলেন বোর্ড সভাপতি। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বনিবনা না হওয়ায় বঙ্গবন্ধুর নামে বিশেষ এই বিপিএলের ঘোষণার পর টুর্নামেন্টের বিস্তারিত গণমাধ্যমে জানানো হয়নি। বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল ও সদস্য সচিব ইসমাইল হায়দার মলিস্নক দুজনেই আছেন দেশের বাইরে।

স্পেশাল এডিশন মানেই যে টুর্নামেন্টের খোল নলচে সবকিছু বদলে যাবে এমনকিছু নয়। ছয়টি দল নিয়েই বঙ্গবন্ধু বিপিএল শুরুর পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছে বিসিবি। এবারের বিপিএল কোন ফরম্যাটে খেলা হবে, দলগুলোর নাম কী হবে, দেশি-বিদেশি খেলোয়াড়দের পেস্নয়ার ড্রাফটের বিস্তারিত থেকে গেছে অন্ধকারে। বাতিল হয়ে যাওয়া ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে এরই মধ্যে যেসব বিদেশি ক্রিকেটার চুক্তি করেছিলেন তাদেরই বা কী হবে। তাও পরিষ্কার হয়নি এই কদিনে। তবে জালাল ইউনুস জানালেন এসব কাজ তারা অনেকটাই এগিয়ে এনেছেন। কেবল বিশেষ প্রয়োজনে এবার যেসব বদল আনা হবে তা প্রযোজ্য হবে কেবল এই আসরের জন্যই, 'ফরম্যাট আগে যেমন ছিল অলমোস্ট একই থাকবে। চারজন বিদেশি খেলোয়াড় যেটা আগে ছিল, ৪ জনই থাকছে। ফ্র্যাঞ্চাইজি আগে কোনো পেস্নয়ারের সঙ্গে যদি চুক্তি করে থাকে। আর তারা যদি ফ্রি থাকে তাহলে আমরা তাদেরকে অফার করতে পারি যে তারা অংশ নেবে কি না।'

'আমরা আগেই বলেছি এটা বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এটা স্পেশাল এক এডিশন। আর এটা একটা আসরেই হবে। আমরা যখন ইওআই দিয়েছিলাম সেখানেও উলেস্নখ করেছিলাম যে এটা কেবল একবারের জন্য।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<70080 and publish = 1 order by id desc limit 3' at line 1