বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
ভারত সফরে অনুশীলন ক্যাম্পের শুরুতে থাকবেন ভেট্টোরি

প্রথম টেস্টে ম্যাকেঞ্জিকে পাচ্ছে বাংলাদেশ

ম্যাকেঞ্জি প্রথম টেস্টেই থাকবে। আমরা যেটি আলাপ আলোচনা করছি যে একই কোচ যদি লাল এবং সাদা বল দুই দলের জন্য থাকে সেটা দলের জন্য ভালো। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সে আপাতত প্রথম টেস্টে থাকবে, তবে দ্বিতীয় টেস্টে বলা যাচ্ছে না। আকরাম খান
নতুনধারা
  ০৬ অক্টোবর ২০১৯, ০০:০০
নিল ম্যাকেঞ্জি

ক্রীড়া প্রতিবেদক

আপাতত মাঠে খেলা নেই, জাতীয় লিগ শুরুর আমেজ অবশ্য পাওয়া যাচ্ছে মিরপুরে। পুরোদমে শুরু হয়ে গেছে ক্রিকেটারদের অনুশীলন। তবে অলক্ষ্যে ভারত সিরিজের জন্য প্রস্তুতির একটা আভাস মিলছে জাতীয় ক্রিকেটারদের মধ্যে। খেলার মধ্যে সবাই আছে বলে এবারের ক্যাম্প শুরু হবে একটু দেরিতে। শনিবার বিসিবিতে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করলেন, ২৫ অক্টোবর ক্যাম্প শুরুর আগেই যোগ দেবেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। আর প্রথম টেস্টের আগ পর্যন্ত পাওয়া যাবে ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জিকেও।

বিশ্বকাপের পরই একরকম খোলনলচে বদলে যায় বাংলাদেশের কোচিং স্টাফের। হেড কোচ স্টিভ রোডস চলে যান, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও স্পিন কোচ সুনীল যোশির মেয়াদও শেষ হয়ে যায়। থেকে যান নিল ম্যাকেঞ্জি ও ফিল্ডিং কোচ রায়ান কুক, সঙ্গে যোগ দেন দুই স্বদেশি হেড কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেফেল্ট। তবে স্পিন বোলিং কোচ হিসেবে ভেট্টোরি নিয়োগ পেলেও যোগ দেননি দলের সঙ্গে। তার সঙ্গে বিসিবির শর্তই ছিল বছরে ১০০ দিন কাজ করবেন। ত্রিদেশীয় সিরিজে আসেননি, ভারত সফরের আগে যোগ দেওয়ার কথা ছিল। শনিবার আকরাম খান নিশ্চিত করলেন, ২৫ অক্টোবর শুরু ক্যাম্প থেকেই থাকবেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ।

নিল ম্যাকেঞ্জির জন্য পরিস্থিতিটা একটু অন্যরকম। গত বছর থেকে মূলত বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন। দক্ষিণ আফ্রিকান এই কোচের সঙ্গে বিসিবির চুক্তিও কেবল সাদা বলের খেলা নিয়েই। পারিবারিক কারণে লাল বলে ব্যাটিং গুরুর দায়িত্ব নেননি। এবার লাল বলেও ম্যাকেঞ্জির তালিম পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে।

ম্যাকেঞ্জির কাজ নিয়ে দারুণ সন্তুষ্ট ব্যাটসম্যানরা; তামিম, মাহমুদউলস্নাহসহ অন্যরা বেশ কয়েকবারই এই দক্ষিণ আফ্রিকানকে নিয়ে তাদের মুগ্ধতার কথা জানিয়েছেন। আকরামও বললেন, টেস্টের জন্যও পূর্ণকালীন একজন ব্যাটিং পরামর্শক দরকার। আর সেটা ম্যাকেঞ্জি হলেই ভালো বলে মনে হয়েছে তাদের। প্রস্তাবও দেওয়া হয়েছে।

শনিবার গেম ভেপেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, এইচপি ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে কোচদের ডেভেলপমেন্ট বিষয়ক সভায় বসেছিলেন আকরাম। সভার পর জানালেন, সব সংস্করণে একই ব্যাটিং কোচ রাখার চিন্তা করছেন তারা, সে চিন্তা থেকেই ভারত সফরে টেস্টেও পাওয়া যাবে ম্যাকেঞ্জির সেবা, 'ম্যাকেঞ্জি প্রথম টেস্টেই থাকবে। আমরা যেটি আলাপ আলোচনা করছি যে একই কোচ যদি লাল এবং সাদা বল দুই দলের জন্য থাকে সেটা দলের জন্য ভালো। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সে আপাতত প্রথম টেস্টে থাকবে, তবে দ্বিতীয় টেস্টে বলা যাচ্ছে না। আমরা এটি নিয়ে আলোচনা করব। ওর সঙ্গে চুক্তি শুধু টি২০ এবং ওয়ানডেতে, টেস্টে ওর সঙ্গে চুক্তি নেই আমাদের। তবে আমরা চেষ্টা করছি। এখনও চূড়ান্ত হয়নি।'

থিলান সামারাবিরার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর কেবল সীমিত ওভারের ব্যাটিং কোচ হিসেবে ম্যাকেঞ্জিকে নিয়োগ দেয় বিসিবি। পরিবারকে সময় দিতে ম্যাকেঞ্জি অবশ্য নিজেই সব সংস্করণে পূর্ণ মেয়াদে কাজ করতে রাজি হননি। টেস্টের জন্য তাই খোঁজা হচ্ছিল আলাদা ব্যাটিং কোচ। জুতসই তেমন কাউকে না পাওয়ায় এই জায়গা থেকে গেছে ফাঁকা। এবার সব ফরম্যাটে কাজ করার জন্য নতুন করে ম্যাকেঞ্জির সঙ্গে আলোচনায় বসেছে বিসিবি, 'টেস্টে ব্যাটিং কোচ নিয়োগে তো অবশ্যই গুরুত্ব দেয়া হচ্ছে। আমরা আসলে ভালো কোচকে নিয়েই কাজ করার চেষ্টা করছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। আমরা তো একটা সময় কোনো কোচই পাচ্ছিলাম না। এটার জন্য একটু সময় লাগবে। আর টেস্টের জন্য আমরা অনেক জায়গায় চেষ্টা করছি। সেটাও করে ফেলব। তবে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি যে, ম্যাকেঞ্জি যদি তিন ফরম্যাটে থাকে তাহলে আমাদের জন্য ভালো হবে। সে দক্ষিণ আফ্রিকায় তিন ফরম্যাটের কোচ ছিল। তবে যেহেতু তার পরিবারকে সময় দেয়া নিয়ে একটু সমস্যা হচ্ছে তাই এটি নিয়ে আমরা আলাপ করছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<69813 and publish = 1 order by id desc limit 3' at line 1