শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবকাঠামোগত উন্নয়নের পরামর্শ অস্কার-কলিন্ড্রেসের

নতুনধারা
  ১১ আগস্ট ২০১৯, ০০:০০
ড্যানিয়েল কলিন্ড্রেস

মাহবুবুর রহমান

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে এবারই প্রথম বসুন্ধরা কিংসের। ঘরোয়া ফুটবলে চমক দেখানো দলটির প্রধান আকর্ষণ ছিলো বিশ্বকাপে খেলে আসা কোস্টারিকান ফুটবলার ড্যানিয়েল কলিন্ড্রেস। ক্লাবটির টিম ওয়ার্কই তাদের পৌঁছে দিয়েছে উন্নতির শিখরে। পেছনের কারিগর কোচ অস্কার ব্রোজন। এই দু'জনই দেখছেন বাংলাদেশের ফুটবলে অপার সম্ভাবনা। তবে ভালো ফুটবল পেতে ভালো মাঠের ব্যবস্থা করার পরামর্শ তাদের।

লিগের শিরোপা দিয়ে মৌসুম শেষ করেছে নবাগত বসুন্ধরা কিংস। এক মৌসুমে দুটি শিরোপা আর এক টুর্নামেন্টের ফাইনাল খেলা। নবাগত একটি দলের জন্য নিঃসন্দেহে দারুণ সাফল্য। কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পেরে খুশি কোচ অস্কার উইলিয়াম ব্রোজন। সেই সঙ্গে খুশি দলীয় অধিনায়ক বিশ্বকাপার ড্যানিয়েল কলিন্ড্রেসও।

মৌসুমের সব থেকে সেরা দলটি নিয়ে পথচলা কোচ অস্কার উইলিয়াম ব্রোজনের। কেমন কেটেছে এবারের মৌসুম? আগামী মৌসুমে একই দলের দায়িত্ব নেবেন কিনা। এ বিষয়ে কথা বলেছেন সফল এ কোচ।

প্রিমিয়ার লিগ সম্পর্কে অস্কার বলেছেন,'এবারের লিগ খুব উপভোগ্য হয়েছে। আমি উপভোগ করেছি। যে প্রত্যাশা নিয়ে দলের দায়িত্ব নিয়েছিলাম সেটি পূরণ হয়েছে। আমি খুশি।'

আপনার চোখে বাংলাদেশের ফুটবল কেমন? অস্কারের উত্তর, 'এদেশের ফুটবলে অনেক সম্ভাবনা আছে। এখানে অনেক ভালো মানসম্পন্ন ফুটবলার আছে। আরেকটু নিয়মতান্ত্রিক হওয়া দরকার লিগটা। কিছু অবকাঠামোগত উন্নয়ন করাও প্রয়োজন।'

কোন বিষয়গুলোতে উন্নতি প্রয়োজন বলে মনে করছেন? জানতে চাইলে অস্কার বলেছেন,'প্রিমিয়ার লিগের বেশ কিছু ভেনু্যর অবস্থা খুবই খারাপ। বিশেষ করে নোয়াখালীর স্টেডিয়ামটির আরো উন্নয়ন করা প্রয়োজন। ভালো ফুটবল উপহার দিতে হলে ভালো মাঠ অবশ্যই প্রয়োজন।'

এমন বৃষ্টিতে এক মাসের মধ্যে আট ম্যাচ খেলা মোটেই ফুটবলের জন্য ভালো নয়। যেহেতু ১১ মাসের মৌসুম। তাই তাদের এ সূচি করার সময় আরেকটু ভালোভাবে ভেবে নেয়া উচিত।' যোগ করেন অস্কার।

শুধু বসুন্ধরাকে চ্যাম্পিয়ন করা নয়। লিগের সেরা কোচ হিসেবেও মনোনিত হয়েছেন তিনি।

আগামী মৌসুমে বসুন্ধরার সঙ্গেই থাকছেন কিনা? জানতে চাইলে অস্কার বলেছেন, 'এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেব।'

দলের অন্যতম ফুটবলার দলীয় অধিনায়ক কোস্টারিকার মিডফিল্ডার ড্যানিয়েল কলিন্ড্রেস। যিনি লিগের সেরা খেলোয়াড় হবার গৌরবও অর্জন করেন। তার মতেও বাংলাদেশের ফুটবলে সম্ভবনা আছে। তার কথায়, 'আমাদের দলেই অনেক ভালো বাংলাদেশী ফুটবলার আছে। অন্যান্য ক্লাবেও আছে। সব দলেই বেশ কিছু ভালো মানসম্পন্ন বিদেশী খেলোয়াড় ছিলো। সব মিলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে এবারের লিগটি।'

আগামী মৌসুমে বসুন্ধরায় খেলবেন কিনা জানতে চাইলে কলিন্ড্রেসও কোচের মতোই জানালেন আগামী বার খেলা নিয়ে এখনই কিছু বলতে পারছেন না। তবে বসুন্ধরায় খেলতে তিনি খুব সাচ্ছন্দবোধ করেছেন। সেই সঙ্গে দেশের ফুটবলের উন্নতি করতে প্রিমিয়ার লিগের কিছু ভেনু্যর উন্নতি প্রয়োজন বলে মনে করছেন এই বিশ্বকাপার। তার চোখেও নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামের অবস্থা বেশ খারাপ।

তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে আগামী মৌসুমে কলিন্ড্রেস ও কোচ অস্কার ব্রোজন দুজনকেই দেখা যাবে বসুন্ধরাতেই।

বিশ্বকাপে খেলে এসেছেন। তাই বাংলাদেশের মাঠে গোল করে প্রতিপক্ষদের উড়িয়েই দেবেন কলিন্ড্রেস। এমনটাই ধারণা ছিলো দেশের ফুটবল দর্শকদের। কিন্তু পুরো প্রিমিয়ার লিগে তার গোলের সংখ্যা কিন্তু খুব বেশি নয়। সব মিলে তিনি করেছেন ১১ টি গোল। সমান সংখ্যক গোল দেশি-বিদেশি বেশ কয়েকজন ফুটবলারও করেছেন।

তবে কলিন্ড্রেস মনে করছেন ব্যক্তিগত স্কোরিংয়ের থেকে দলের জয়টাই বড় ব্যপার। এ প্রসঙ্গে এই বিশ্বকাপার বলেছেন,' আমি সব সময়ই বলেছি ম্যাচে আমি গোল করতে পারছি কিনা সেটি গুরুত্বপূর্ণ না। প্রতি ম্যাচে জয়টাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিলো। আমাদের নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং ম্যাচ বাই ম্যাচ উন্নতি করতে হবে। বাংলাদেশে বেশ ভালো মানের ফুটবলার আছেন। তাদের আরো উন্নতির সুযোগ আছে। আমি বাংলাদেশে খেলে যা শিখেছি সেটি নিজের সঙ্গে নিয়ে যাচ্ছি। ভবিষ্যতে এই শিক্ষাগুলো আমি কাজে লাগাব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<62182 and publish = 1 order by id desc limit 3' at line 1