শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদের পর হকি দলের ক্যাম্প

ক্রীড়া প্রতিবেদক
  ০৯ আগস্ট ২০১৯, ০০:০০

জুনিয়র এশিয়া কাপের আগামী আসর বসতে যাচ্ছে বাংলাদেশে। স্বাগতিক দল হিসেবে সেখানে ভালো করার লক্ষ্য লাল -সবুজদের। সেই লক্ষ্যেই অনূর্ধ্ব ২১ হকি দলের উন্মুক্ত ট্রায়ালে শতাধিক খেলোয়াড় থেকে বাছাই করা হয় সেরা ৩৫ জনকে। তাদের সঙ্গে যোগ দেবে জাতীয় ও প্রিমিয়ার লিগে খেলা ২৫ জন। এই ৬০ জনকে নিয়ে ঈদের পর হবে দীর্ঘমেয়াদি ক্যাম্প। কোচ মামুন-উর-রশিদ মনে করছেন এদের নিয়ে দীর্ঘমেয়াদি ক্যাম্প হলে আর জাতীয় দল নিয়ে চিন্তায় থাকতে হবে না হকি ফেডারেশনকে।

৬ দিনের অনুশীলন শেষে ট্রায়ালে অংশগ্রহণকারী শতাধিক খেলোয়াড় থেকে ইতোমধ্যে বাছাই করা হয়েছে সেরা ৩৫ জনকে। এর মধ্যে বিকেএসপির ১৫ জন, বিমান বাহিনীর ৮ জন, ঢাকার ৪ জন এবং একজন করে রয়েছে সেনাবাহিনী, চাঁদপুর, রাঙামাটি, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে। ঈদের পর ১৮ আগস্ট থেকে তাদের নিয়ে হবে দীর্ঘমেয়াদে ক্যাম্প। নির্বাচিতদের সঙ্গে সরাসরি যোগ দেবেন জাতীয় ও প্রিমিয়ার লিগে খেলা ২৫ জন। সব মিলিয়ে অনূর্ধ্ব ১৮ ও ২১ দুটি দলই বিদ্যমান। এরাই হবে ভবিষ্যৎ জাতীয় দল। সেজন্য প্রয়োজন কমপক্ষে একবছর তাদের ধরে রাখা। কোচ মামুন-উর-রশিদ এ প্রসঙ্গে বলেছেন, 'এখানে যে কজনই সুযোগ পেয়েছে তারা অত্যন্ত মেধাবী। ফেডারেশন যদি তাদের ধরে রাখতে পারে তাহলে বাংলাদেশের হকিতে ভিন্নমাত্রা যোগ হবে। বাহফেকেও পরবর্তীতে জাতীয় দল নিয়ে চিন্তায় থাকতে হবে না।'

কোচ মামুন-উর-রশিদ ও নির্বাচকদের মতামতের ভিত্তিতে নির্বাচিতরা হলেন- গোলরক্ষক সাইজুদ্দিন, সাকিব মাহমুদ, আলামিন মিয়া, নুরুজ্জামান ও সজিবুর রহমান। ফরোয়ার্ড খলিলুর রহমান, সিহাব হোসেন, দেবাশীষ, তাসিন, ওবায়দুল, প্রমোদ, হৃদয় ও জিসাস উলস্নাহ। মিডফিল্ডে আবেদ উদ্দিন, নাহিয়ান, মেহেদী, জাহিদ, সবাদুর, রকিবুল, রকিবুল হাসান, আজিজুল ইসলাম, হৃদয় শেখ, রায়হান কালা ও আশরাফুল আলম। রক্ষণভাগে মেহরাব, মেহেদী, শোয়েব, সাদমান, আমিরুল, আকিব, নাজমুল, সজিব, মিরাজুল, পারভেজ হোসেন ও রাজীব দাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<61872 and publish = 1 order by id desc limit 3' at line 1