শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৬ আগস্ট ২০১৯, ০০:০০

অবসরে বাংলাদেশের বোলিং কোচের জার্সি

ক্রীড়া ডেস্ক

সদ্যই বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। ড্যানিয়েল ভেট্টোরি এবার পেলেন দেশের হয়ে অনন্য এক সম্মাননা। সাবেক এই অলরাউন্ডারের জার্সি নম্বরকে চিরতরে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

মূলত দেশের কিংবদন্তি খেলোয়াড়দের সম্মান জানাতেই জার্সিকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়। যাতে করে এই জার্সি নম্বর নতুন করে কারও গায়ে না ওঠে।

খেলোয়াড়ি জীবনে ড্যানিয়েল ভেট্টোরির জার্সি নম্বর ছিল ১১। সোমবার নিউজিল্যান্ড বস্ন্যাক ক্যাপস সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইট করে এই জার্সিকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে।

নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, দেশের হয়ে যেসব খেলোয়াড় ২০০টি ওয়ানডেতে প্রতিনিধিত্ব করবেন, তাদের জার্সি নম্বর অবসরে পাঠানো হবে। ভেট্টোরি দেশের হয়ে সবচেয়ে বেশি ২৯১টি ওয়ানডে খেলেছেন।

এমন ঘোষণাটা এসেছে যখন নিউজিল্যান্ড তাদের টেস্ট জার্সি নম্বর প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলংকার বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজেই নিজেদের টেস্ট জার্সি নম্বর চালু করবে কিউইরা।

কমিউনিটি শিল্ড জিতল ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি টানা দ্বিতীয় কমিউনিটি শিল্ড জিতল। রোববার রাতে ওয়েম্বলিতে ইউরোপ চ্যাম্পিয়ন লিভারপুলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে তারা। নির্ধারিত সময়রে খেলা শেষ হয়েছিল ১-১ গোলের ড্রতে। আগের বছরের লিগ চ্যাম্পিয়ন ও এফএ কাপ বিজয়ীদের মধ্যে হয়ে থাকে ঐতিহ্যবাহী এই ম্যাচ। কিন্তু গত বছর দুটি শিরোপাই জেতায় ম্যানসিটি প্রতিপক্ষ হিসেবে পায় লিগ রানার্সআপ লিভারপুলকে।

১২ মিনিটে রহিম স্টারলিংয়ের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। পেপ গার্দিওলার দলকে লিভারপুল পাল্টা জবাব দেয় দ্বিতীয়ার্ধে। ৬৭ মিনিটে বদলি নামার ১০ মিনিট পর জোয়েল মাতিপের গোলে সমতা ফেরায় ইউরোপ চ্যাম্পিয়নরা। এরপর ইনজুরি সময়ে জয়সূচক গোল পেতে পারতো লিভারপুল। কিন্তু ম্যানসিটি রাইট ব্যাক কাইল ওয়াকার দারুণভাবে প্রতিহত করেন মোহাম্মদ সালাহর হেড। আর তাতে ম্যাচ যায় টাইব্রেকারে। পেনাল্টি শু্যটআউটে সিটির পাঁচজনই গোল করেছেন। লিভারপুলের জর্জিনিয়ো উইনালডামের শট ফিরিয়ে সিটির নায়ক গোলরক্ষক ক্লদিও ব্রাভো। এরপর পঞ্চম কিকে গ্যাব্রিয়েল জেসুসের লক্ষ্যভেদে টানা দ্বিতীয় ও ষষ্ঠ কমিউনিটি শিল্ড জেতে ম্যানসিটি।

টাইব্রেকারে ম্যানসিটির ইলকাই গিনদোয়ান, বের্নার্দো সিলভা, ফিল ফোডেন, ওলেকসান্দের জিনচেঙ্কো ও জেসুস লক্ষ্যভেদ করেন। লিভারপুলের দ্বিতীয় শট নিতে আসা জর্জিনিয়ো উইনালডামের দুর্বল কিক রুখে দেন ব্রাভো। দলটির বাকি চার গোল করেন জেরদান শাচিরি, অ্যাডাম লালানা, অ্যালেক্স অক্সলেইড চেম্বারলেইন ও মোহাম্মদ সালাহ।

গেইলকে পেছনে ফেললেন রোহিত

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটা এতদিন দখলে ছিল ক্রিস গেইলের। এবার ক্যারিবীয় এই ব্যাটিং দানবকে পেছনে ফেলে সর্বাধিক ছক্কার রেকর্ডে সবার শীর্ষে পৌঁছেছেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর রোহিতের মোট ছক্কা ১০৭টি! ফ্লোরিডায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫১ বলে ৬৭ রান করেন রোহিত। তাতে ছিল ৬টি চার ও ৩টি ছক্কার মার। সুনীল নারাইনকে মিড উইকেটে ছয় মেরে গেইলকে টপকে যান তিনি।

রোহিত ৯৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সবার ওপরে রয়েছেন। তার আগে শীর্ষে থাকা গেইল ৫৮টি ম্যাচ খেলে ১০৫টি ছয় নিয়ে রোহিতের পরেই রয়েছেন। এই তালিকায় ১০৩ ছয় নিয়ে তৃতীয় মার্টিন গাপটিল। সর্বাধিক ছক্কা হাঁকানো রোহিতের ইনিংসের সমাপ্তি ঘটান ওশানে থমাস। ৬৭ রানে তাকে বিদায় দেন ক্যারিবীয় পেসার। সর্বাধিক ছক্কা হাঁকানো রোহিত সংক্ষিপ্ত এই ফর?ম্যাটে আগে থেকেই আরেকটি রেকর্ডের মালিক। টি- টোয়েন্টির সর্বাধিক রান সংগ্রহটা ভারতীয় ওপেনারেরই। একই সঙ্গে এই ফরম্যাটে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডটিও তার দখলে। চারটি সেঞ্চুরি করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<61472 and publish = 1 order by id desc limit 3' at line 1