বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সাকিবের দলবদল নিয়মবহির্ভূত: বিসিবি

ঢাকা ছেড়ে সাকিব রংপুরে যোগ দেয়ায় দুটো সমস্যার তৈরি হয়েছে। রংপুরে এখন দুজন আইকন (সাকিব ও মাশরাফি) এবং ঢাকায় কোনো আইকনই নেই! আমরা বিষয়টি নিয়ে ঢাকা ও রংপুরের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলব এবং ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের সিদ্ধান্ত জানাব
নতুনধারা
  ০৫ আগস্ট ২০১৯, ০০:০০
সাকিবের দলবদল নিয়মবহির্ভূত: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

গেল মৌসুমে ঢাকায় খেলা সাকিব এবার রংপুরে। কুমিলস্না ছেড়ে তামিম ইকবাল চলে গেছেন খুলনায়। সিলেট ছেড়ে মুশফিকুর রহিম চলে এসেছেন কুমিলস্নায়। নতুন মৌসুমের বিপিএলের আইকনদের এই দলবদল নিয়ে প্রশ্ন উঠেছে- লিগ শুরুর এত আগেভাগে বিভিন্ন দলের আইকনদের এই দলবদলের প্রক্রিয়া স্বতঃসিদ্ধ হয়েছে কি না? এখানে বিপিএল নিয়মনীতির কোনো ব্যত্যয় ঘটেছে কি না? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বিপিএল গভর্নিং বডি বৈঠকে বসেছিলেন। প্রশ্নের উত্তর তারা খুঁজে পেয়েছেন।

আইকনদের এই দলবদলের বিষয়ে বিপিএল গভর্নিং বডির সম্ভাব্য সিদ্ধান্ত কি হতে যাচ্ছে সেটা এখন ক্রিকেট অঙ্গনে সবচেয়ে কৌতূহলের বিষয়। এ বিষয়ে বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন সবাই। অবশেষে বিসিবিও জানিয়ে দিল সাকিবকে নিয়মবহির্ভূতভাবে দলে নিয়েছে রংপুর রাইডার্স। রোববার বিসিবিতে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন বিসিবি পরিচালক মাহবুব আনাম। তিনি আরও জানান, বিপিএলের সপ্তম আসরের জন্য নতুন করে পেস্নয়ার ড্রাফট হবে।

সাকিবের দলবদল নিয়মবহির্ভূত। নতুন সার্কেলে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফ্র্যাঞ্চাইজি এ টি২০ টুর্নামেন্টের দল গঠন, ক্রিকেটার নির্বাচন সবকিছুই নতুন চুক্তি অনুযায়ী হবে। পুরানো নিয়ম প্রযোজ্য নয়। বিপিএল গভর্নিং কাউন্সিল রোববার এমন সিদ্ধান্ত নিয়েছে।

বিসিবির পরিচালক মাহবুব আনাম জানান, 'ঢাকা ছেড়ে সাকিব রংপুরে যোগ দেয়ায় দুটো সমস্যার তৈরি হয়েছে। রংপুরে এখন দুজন আইকন (সাকিব ও মাশরাফি) এবং ঢাকায় কোনো আইকনই নেই! আমরা বিষয়টি নিয়ে ঢাকা ও রংপুরের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলব এবং ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের সিদ্ধান্ত জানাব।'

জটিলতার সম্ভাব্য সমাধান হতে পারে এমন- মাশরাফিকে ছেড়ে দেবে রংপুর। আইকন হিসেবে ঢাকায় ফিরবেন মাশরাফি।

বিপিএলের গত আসরটিও হয়েছিল ৭ দল নিয়ে। এবার আরেকটি দল বাড়ানোর চিন্তা করছিল বিসিবি। এ নিয়ে অনেকদিন থেকে আলোচনা হচ্ছিল। অবশেষে পাকাপাকি সিদ্ধান্ত এলো। সংবাদ সম্মেলনে মাহবুব আনাম জানান, আগামী আসরটি ৮ দল নিয়েই আয়োজন করা হবে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিসিবির সঙ্গে এখন বিপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির চুক্তি নেই। চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে ফ্র্যাঞ্চাইজিগুলোকে চুক্তি করতে হবে। সেই চুক্তি হওয়ার পরে বিসিবি তথা বিপিএল কমিটি নিয়মনীতি সম্পর্কে দলগুলোকে জানাবে। কোড অব কন্ডাক্ট দেবে। আগের মৌসুমের চারজন খেলোয়াড় রেখে দেয়ার যে বিধিবিধান আছে, তাকে কোনো বদল আনা হবে কি না- সেটাও ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিপিএল কমিটি জানাবে। সেইসব বিধিবিধানের আগে অমুক আইকন আমার দলে, অমুক আইকন ওই দলে- এমন কিছু তো সরাসরি নিয়মের ব্যত্যয়। কোনো এককের খেয়ালখুশি বিপিএলে চলতে পারে না। এখানে অবশ্যই একটা ঐক্যবদ্ধ নিয়ম আছে। যা সবাইকে অবশ্যই পালন করতে হবে।

মুশফিক-তামিম বিপিএলের এই দুই আইকনের দল বদলের প্রতিক্রিয়া তেমন হয়নি। কারণ তাদের দলবদলটা হয়েছে মূলত সমঝোতার মধ্যেই। মুশফিক ও তামিম গেল মৌসুমে যে দলের হয়ে খেলেছিলেন সেই দলগুলো থেকে কোনো প্রতিবাদ আসেনি। কিন্তু ঢাকা ডায়নামাইটস ছেড়ে সাকিব রংপুর রাইডার্সে আসার ঝড়ো প্রতিক্রিয়া হয়েছে। সাকিবের এই দল বদল নিয়ম মেনে করা হয়নি বলে দাবি করে আসছিল ঢাকা ডায়নামাইটস কর্তৃপক্ষ। ঢাকার পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, সাকিবের সঙ্গে রংপুরের চুক্তি নিয়ম মেনে না হওয়ায় এখনো সাকিবকে তাদের দলে রেখে দেয়ার সুযোগ আছে।

ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম সাংবাদিকদের জানিয়েছেন, 'সাকিব পেছনের তিন মৌসুম ধরে আমাদের অধিনায়ক। সাকিব আমার খুব প্রিয় খেলোয়াড়। তাকে ছেড়ে দেয়ার প্রশ্নই আসে না। আমরা সবসময় তাকে দলে রেখে দিতে চাই। কিন্তু আগের মৌসুমের কোন খেলোয়াড় আমরা রেখে দিতে চাই, সেটা তো বিসিবি আমাদের কাছে আগে জিজ্ঞেস করবে। এই বিষয়ে আমরা বিসিবির কাছ থেকে কিছু শুনিনি এখন পর্যন্ত। আর এরই মধ্যে দেখলাম সাকিব না কি রংপুরে যোগ দিয়েছে!'

আইকন খেলোয়াড়দের দলবদলের এই জটিলতা প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন বলছেন, 'যদি সমঝোতার মধ্যে সবকিছু হয় তাহলে কোনো সমস্যা নয়। আর যদি তা না হয় তবে বিসিবি গভর্নিং কাউন্সিল সেটা নিয়ম অনুযায়ী সমাধান করবে।'

সাকিবের দলবদলের সেই জটিলতা নিয়ে সমাধানের জন্য বিপিএল গভর্নিং কাউন্সিল শনিবার বৈঠকে বসেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<61273 and publish = 1 order by id desc limit 3' at line 1