শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন সপ্তাহ মাঠের বাইরে সাইফউদ্দিন

ওর চোটের নাম লাম্বার স্পাইনের ফ্যাসেট জয়েন্ট সিনড্রোম। বোলারদের খুব কমন চোট এটা। অস্ত্রোপচারে এই চোট ভালো হবে না। খেলা চালিয়ে যাওয়ার জন্য তিনটি উপায় আছে। টেকনিক্যাল কারেকশন হলো প্রথম উপায়। সমস্যা হচ্ছে এতো দিন পরে বোলিং অ্যাকশন পরিবর্তন তো কঠিন।
ক্রীড়া প্রতিবেদক
  ২১ জুলাই ২০১৯, ০০:০০

পিঠের চোটে শ্রীলংকা সফরের দল থেকে বাদ পড়া মোহাম্মদ সাইফউদ্দিনকে প্রাথমিকভাবে তিন সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এরপর এই পেস বোলার অলরাউন্ডারকে চোট মুক্ত রাখার কাজ শুরু হবে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, এরই মধ্যে তিনটি বিকল্প প্রস্তুাব দিয়েছেন তারা।

লম্বা সময় ধরে পিঠের চোট ভোগাচ্ছে সাইফকে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে খেলেছেন ইনজেকশন নিয়ে। অনুশীলনের বোলিং করার সময় ব্যথা বেড়ে যাওয়ায় ছিটকে যান শ্রীলংকা সিরিজ থেকে। তিন সপ্তাহ পর সাইফের অবস্থা দেখে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে শনিবার জনালেন দেবাশীষ, 'ওর চোটের নাম লাম্বার স্পাইনের ফ্যাসেট জয়েন্ট সিনড্রোম। বোলারদের খুব কমন চোট এটা। অস্ত্রোপচারে এই চোট ভালো হবে না। খেলা চালিয়ে যাওয়ার জন্য তিনটি উপায় আছে। টেকনিক্যাল কারেকশন হলো প্রথম উপায়। সমস্যা হচ্ছে এতো দিন পরে বোলিং অ্যাকশন পরিবর্তন তো কঠিন। ভুল হোক, ঠিক হোক একটা টেকনিকে রপ্ত হয়ে গেছে। টেকনিক পরিবর্তন করতে গেলে কি বলা কঠিন। এটা খুব কঠিন ব্যাপারও। আমাদের দেশে সম্ভব না। বায়ো মেকানিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয়ে। এটা একটা বড় পরিকল্পনা। তবে এটা একটা পরিকল্পনা।'

ইনজেকশন নেয়ার পর গত কিছু দিন খেলা চালিয়ে গেছেন সাইফ। আবারও ইনজেকশন দেওয়া হতে পারে। তবে এটা কতটা কার্যকর হবে সে ব্যাপারে সন্দিহান দেবাশীষ, 'দ্বিতীয় চিকিৎসা হচ্ছে ইনজেকশন আবার দেয়া। তবে ইনজেকশন আমরা বারবার দিতে চাই না। ইনজেকশন বারবার দিলে ক্ষতিকর হতে পারে। সমস্যা হচ্ছে ইনজেকশন দিলে এটা কতদিন কাজ করবে তা আমরা বলতে পারবো না। এটা কি সাতদিন কাজ করবে না সাত সপ্তাহ কাজ করবে, এটা আমরা জানি না। তবে এটাও একটা পরিকল্পনা। বিশ্বকাপের সময় দরকার ছিল বলে এটা কাজে লাগানো হয়েছিল। তখন ব্যথা কমানোটা গুরুত্বপূর্ণ ছিল।'

সাইফের পুরোপুরি সেরে উঠার সম্ভাবনা খুব কম। তাই বিসিবির চিকিৎসক দল অলরাউন্ডারের ব্যথা মুক্ত সময় যতটা সম্ভব বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছেন, 'রেডিওফ্রিকোয়েন্সি অ্যাবেস্নশন করার চিন্তা করছি। আমরা ওর জন্য এমন একটা চিকিৎসার চেষ্টা করছি যেটায় ক্ষতি কম হবে কিন্তু ব্যথা মুক্ত সময়টা বাড়াবে। এটায় কোনো ক্ষতি নাই কিন্তু বেশিদিন কার্যকর। তবে আমাদের দেশে সম্ভব না। এই তিনটা চিকিৎসার কথা আমরা জানিয়েছি। ওর মূল সমস্যা ব্যথা। ব্যথা বাড়ছে মানে সমস্যা বাড়ছে, ব্যথা নাই মানে ওর কোনো সমস্যা নাই। আপাতত তিন সপ্তাহের বিশ্রামে আছে। পূর্ণ বিশ্রাম নেবে এই সময়ে। শুধু ওর পুনর্বাসনের ব্যয়াম চলবে, রানিং ও বোলিং এই সময়ে পুরোপুরি নিষেধ।'

চোটের জন্য শ্রীলংকা সফরের দল থেকে ছিটকে যাওয়া মাশরাফি বিন মর্তুজাকে তিন দিন পর দেখে পরবর্তী করণীয় ঠিক করবেন বিসিবির প্রধান চিকিৎসক, 'মাশরাফি এই সময়ে পুরোপুরি বিশ্রামে থাকবে। বরফ লাগাবে। ব্যান্ডেজ করে রাখবে। ৭২ ঘণ্টা পার হওয়ার পর ওকে আমরা দেখব।'

আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে খেলার সময় চোট পাওয়া রুবেলের এমআরআই স্ক্যানে খারাপ কিছু ধরা পড়েনি। কাঁধের চোটের জন্য লম্বা সময় ধরে বোলিং করতে পারছেন না মাহমুদউলস্নাহ। ওই চোট নিয়েই গেছেন শ্রীলংকায়। সেখান থেকে ফেরার পর তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, 'মাহমুদউলস্নাহর যে চোট, সেটা কিন্তু মিরাজেরও আছে। ও ইনজেকশন নিয়ে খেলে যাচ্ছে। আমরা আশা করেছিলাম, ধীরে ধীরে মাহমুদউলস্নাহর চোট হয়তো সেরে যাবে। ও তো শ্রীলংকায় চলে গেছে। আসার পর ওর সঙ্গে কথা বলব। যেহেতু ওর চোট সারেনি, আমাদের সামনে এখন দুইটা পথ আছে। হয় ইনজেকশন দিতে হবে অথবা অস্ত্রোপচার করাতে হবে। অস্ত্রোপচার করানো লাগলে মাঠে ফিরতে কতদিন লাগতে পারে তা এখনই বলা যাচ্ছে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<59173 and publish = 1 order by id desc limit 3' at line 1