বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তাদের হাতেও ম্যাচের ভাগ্য

নতুনধারা
  ২৭ জুন ২০১৯, ০০:০০

হিটম্যান রোহিত

\হইউনিভার্স বস গেইল

প্রতিপক্ষের বোলারদেরকে অনায়াসে নাস্তানাবুদ করার ক্ষমতা থাকার জেরে ক্রিকেট ভক্তরা রোহিত শর্মার নাম দিয়েছে 'হিটম্যান' ও 'ছক্কা রোহিত'। উদ্বোধনী জুটিতে দলের ভালো শুরু এনে দিতে রোহিতের জুড়ি নেই। আসরে এখন পর্যন্ত স্বমহিমায় উজ্জ্বল রোহিত শর্মা। তবে আফগানদের বিপক্ষে গত ম্যাচটা ভুলে যেতেই চাইবেন এই হিটম্যান। তবে তিনি ভালোই জানেন কীভাবে রানে ফিরতে হয়। বিশ্বকাপের মতো বড় মঞ্চে তার ব্যাট হাসে সবচেয়ে বেশি। ব্যাটের স্পর্শে প্রতিনিয়ত একের পর এক রেকর্ড ভাঙাগড়ার খেলায় মেতে উঠেছেন রোহিত।

উদ্বোধনী জুটিতে শাই হোপের সঙ্গে ক্যারিবীয়দের ভালো শুরু এনে দিতে গেইলের বড় ইনিংসের জুড়ি নেই। তবে বিশ্বকাপের আগে ভালো কিছুর বার্তা দিলেও এখন পর্যন্ত নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। গেইলের ব্যাট যত চওড়া হবে হোল্ডার বাহিনীর রানের চাকা তত সচল থাকবে। দেখা যাক হিটম্যান রোহিত নাকি ইউনিভার্স বস গেইল কে ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

ভয়ডরহীন পান্ডিয়া

আশার আলো হোপ

যাদের ঘিরে ভারতীয়রা বিশ্বকাপের শিরোপা জেতার স্বপ্নে বিভোর তাদের তালিকা করতে গেলে প্রথমদিকেই নাম থাকার কথা হার্দিক পান্ডিয়ার। এই নামটার মধ্যেই যেন ভয়ডরহীন এক প্রতিচ্ছবি ফুটে ওঠে। বিশ্বকাপের আগে থেকেই ব্যাটে বলে রোশনাই ছড়িয়ে নিজের নামটা একাদশে ভালোভাবেই গেঁথে দিয়েছেন পান্ডিয়া। তবে মাঝখানে এক টিভি শো ঘিরে কিছুটা সমালোচনার কবলে পড়লেও ফের প্রত্যাবর্তনে তিনি বুঝিয়ে দিয়েছেন তাকে ছাড়া দল কতোটা বিপদে। টুর্নামেন্টে এ পর্যন্ত খেলা ভারতের প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে রানের পসরা সাজিয়েছেন, বল হাতে দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের সমীহ আদায় করেছেন। আজকের ম্যাচেও পান্ডিয়া ঝড় দেখতে মুখিয়ে কোটি ভক্ত।

অন্যদিকে, ক্যারিবীয় শিবিরে ধারাবাহিকতার আরেক নাম শাই হোপ। দলের প্রয়োজনীয় মুহূর্তে একাই দলকে আশা দিয়ে গেছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। শাই হোপ আর গেইলের উদ্বোধনী জুটি কাঁপন ধরিয়ে দিতে পারে প্রতিপক্ষ শিবিরে। এ ম্যাচে ক্যারিবীয়দের ভাগ্য তার ওপরও বর্তায়।

\হউজ্জীবিত কোহলি

\হলড়াকু হোল্ডার

দুই অধিনায়কই প্রথমবারের মতো বিশ্বকাপের মতো বড় মঞ্চে দলকে নেতৃত্ব দিচ্ছেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থেকে কোহলি আজ উজ্জীবিত থাকবেন। উইন্ডিজদের বিপক্ষেও তার রেকর্ডটা বেশ সমৃদ্ধ। ক্যারিবীয়দের বিপক্ষে কোহলির গড় ৭০.৭৭। তার আত্মবিশ্বাসী নেতৃত্বে তৃতীয়বারের মতো বিশ্বকাপজয়ের স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া। ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তার নেতৃত্বে এবারের বিশ্বকাপে অপরাজিত থেকে টিম ইন্ডিয়া এখন উড়ছে।

অন্যদিকে, জেসন হোল্ডারের নেতৃত্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে দারুণ এক জয় পায় ক্যারিবীয়রা। তারপরই খেই হারিয়ে ফেলে বিশ্বকে চমকে দিতে বিশ্বকাপে আসা ক্যারিবীয়রা। তবে দল হারুক বা জিতুক হোল্ডারের লড়াকু মনোভাবের প্রশংসা করতেই হয়। দলের বিপর্যয়েও তার মতো বুক চিতিয়ে লড়াই করার ক্ষমতা আর কারো আছে বলে মনে হয় না। আজকের ম্যাচের ভাগ্য দুই অধিনায়কের রণকৌশলেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<55463 and publish = 1 order by id desc limit 3' at line 1