শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কঠিন পরীক্ষার ম্যাচে কঠিন সমীকরণও

ক্রীড়া প্রতিবেদক
  ১৭ জুন ২০১৯, ০০:০০
বিশ্বকাপে ছয়দিন পর পুনরায় লড়াইয়ে নামছে মাশরাফিরা। টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ বাংলাদেশের কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে অনুশীলনে টাইগাররা -বিসিবি

টন্টনে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দু'দলের জন্যই বিশ্বকাপের অনেক হিসেব-নিকেষ করার ম্যাচ। দু'দলের পয়েন্টের হিসেব এখন একই সমীকরণে। পেছনের চারটি ম্যাচে সমান অবস্থান। চার ম্যাচে দু'দলের অর্জন তিন পয়েন্ট করে। হার-জিত এবং বৃষ্টিতে ম্যাচ বাতিলের মানষাংকও একই। সেই হিসাব বদলে যাবে আজকের ম্যাচে।

আর এই লড়াইয়ে এগিয়ে থাকতে মরিয়া বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ খুবই চেনা প্রতিপক্ষ। তাদের বিপক্ষে সাম্প্রতিক সময়টাও বেশ ভালো কেটেছে বাংলাদেশের। পেছনের ১৮ মাসের ৯ ম্যাচে ৭টিতেই জয়ী বাংলাদেশ। সর্বশেষ চার মোকাবেলায়ও বাংলাদেশেরই জয়। তবে পেছনের কাহিনি দিয়ে তৃপ্তির সুযোগ নেই। এটা নতুন ম্যাচ। বিশ্বকাপের ম্যাচ। চিরচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে সোমবারের এই ম্যাচের এখন একটাই নাম-কঠিন পরীক্ষা!

কঠিন পরীক্ষাকে সামনে রেখেই অনুশীলনে এসে ফিটনেস চর্চা শেষ করেই কর্নারের নেটে চলে গেলেন মাশরাফি। রানআপ মেপে সেই নেটে লম্বা সময়ের জন্য বোলিং অনুশীলন করে গেলেন। সব বল যে 'বলার' মতো হতো তা কিন্তু নয়। ঠিক জায়গায় বল না পড়তেই দু'পাশে মাথা নাড়লেন অধিনায়ক-আক্ষেপে! পরের বলটা পড়ল একেবারে পারফেক্ট লেন্থে। সোমবার যে বড় পরীক্ষা, সে জন্যই জোর প্রস্তুতি!

কোনার নেটে সিরিয়ালে সবার আগে ব্যাটিংয়ে নেটে নেমে পড়েন সাকিব আল হাসান। উরুর চোট সেরে গেছে পুরোদুস্তর। এই বিশ্বকাপে ব্যাট হাতে বাংলাদেশ দলের সবচেয়ে ভালো পারফর্মার তিনি। তিন ম্যাচেই বড় পেয়েছেন। দুটি হাফসেঞ্চুরি। সর্বশেষ ম্যাচে সেঞ্চুরি। কিন্তু ভালোই জানেন সাকিব পরের ম্যাচেও তার কাছ থেকে দল এমন বড় কিছুই চায়। আর তাই দু'দফায় নেটে নিজের ব্যাটিং-বোলিং ঝালিয়ে নিলেন সাকিব। বাংলাদেশের জন্য অনেক বড় ম্যাচ। তাই বাড়তি প্রস্তুতি!

তামিমের ব্যাটিং নেটে আম্পায়ারের স্থানে দাঁড়ালেন ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি। তামিমের খেলা প্রতিটি বল দেখলেন পরীক্ষকের যত্নশীল দৃষ্টিতে। কোনো ভুলচুক হলেই নেটে এসে সেই সমস্যা সমাধান করে দিচ্ছেন ব্যাটিং কোচ। রক্ষণ ও আক্রমণের মিশেলে নেটে তামিমও লম্বা সময় জুড়ে ব্যাটিং করে গেলেন। শর্টবল মোকাবেলার একটা সেশনও পার করলেন। এই বিশ্বকাপে তামিমের ব্যাটে তেমন রান নেই। সেই দুঃখ ভুলতে চান বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা এই বাঁহাতি ওপেনার। আজই হতে পারে সেজন্য আদর্শ সময়। তামিমের প্রস্তুতিও সম্পন্ন।

দীর্ঘ ৬ দিন পর সোমবার মাঠে নামবে লাল-সবুজরা। আর এই ম্যাচে দলের অন্যতম সেরা সদস্য মুশফিকুর রহিমকে পাওয়া নিয়ে ছিল শঙ্কা। কিন্তু আজ পাওয়া গেল সুখবর, চোট গুরুতর নয়। তাকে নিয়ে কোনো শঙ্কা করার কারণ নেই।

শনিবার নেটে অনুশীলন করার সময় চোট পান মুশফিক। মুস্তাফিজুর রহমান বল করছিলেন তাকে। এ সময় বল আঘাত করে মুশফিকের ডান হাতের কবজিতে। গস্নাভস খুলে মাঠ থেকে বেরিয়ে যান ড্রেসিং রুমের দিকে এই উইকেট-রক্ষক ব্যাটসম্যান।

বাংলাদেশ দলের ফিজিও থিলান চন্দ্রমোহন জানান, মুশফিকের চোট গুরুতর নয়। পর্যবেক্ষণে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে দ্রম্নত ব্যথা সেরে উঠবে ডান-হাতি এই ব্যাটসম্যানের।

রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, কোনো ধরনের চিড় পাওয়া যায়নি মুশফিকের হাতে।

মুশফিকের ইনজুরি সম্পর্কে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেছেন, 'এক্স-রে রিপোর্টে দেখা গেছে হাড়ে কোনো চিড় নেই।'

সব ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোমবার একাদশে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে মুশফিকের।

এবারের বিশ্বকাপে ভালো ছন্দে আছেন মুশফিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে খেলেছেন ৭৮ রানের ম্যাচ জেতানো ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরে গেলেও ৪৪ রানের দৃঢ়তাপূর্ণ ইনিংস এসেছে তার ব্যাট থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<53881 and publish = 1 order by id desc limit 3' at line 1