শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে সব থেকে বয়স্ক আর কনিষ্ঠ

ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর বসেছে ইংল্যান্ডে। মে মাসের ৩০ তারিখ থেকে পর্দা উঠেছে এবারের আসরের। এরই মধ্যে সবগুলো দল খেলে ফেলেছে বেশ কয়েকটি ম্যাচ। এবারের বিশ্বকাপ হতে পারে বেশ কয়েকজন ক্রিকেটারের শেষ বিশ্বকাপ। আর কিছু ক্রিকেটারের ক্যারিয়ারের সবে শুরু মাত্র। এবারের বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হলেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। বর্তমানে প্রোটিয়াদের এই লেগ স্পিনারের বয়স ৪০ বছর ৭৭ দিন। এরপরেই বয়স্ক খেলোয়াড়ের তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। বর্তমানে ক্যারিবীয় এই বাঁহাতি হার্ডহিটার ওপেনারের বয়স ৩৯ বছর ২১৫ দিন। আর সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হলেন আফগানিস্তানের মুজিব-উর-রহমান। বর্তমানে আফগান তরুন-তুর্কির বয়স ১৮ বছর ৭৬ দিন। এরপরে আছেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। বর্তমানে পাক পেসারের বয়স ১৯ বছর ৬৭ দিন।
সুলতান মাহমুদ রিপন
  ১৩ জুন ২০১৯, ০০:০০

বয়স্ক ক্রিকেটারদের তালিকা

১. ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) ৪০ বছর ৭৭ দিন

২. ক্রিস গেইল (উইন্ডিজ) ৩৯ বছর ২৬৪ দিন

৩. মোহাম্মদ হাফিজ (পাকিস্তান) ৩৮ বছর ২৩৮ দিন

৪. মাহেন্দ্র সিং ধোনি (ভারত) ৩৭ বছর ৩৪০ দিন

৫. জীবন মেন্ডিস (শ্রীলংকা) ৩৬ বছর ১৪৮ দিন

৬. মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ) ৩৫ বছর ২৫০ দিন

৭. শন মার্শ (অস্ট্রেলিয়া) ৩৫ বছর ২৩৮ দিন

৮. রস টেলর (নিউজিল্যান্ড) ৩৫ বছর ৯৬ দিন

৯. মোহাম্মদ নবি (আফগানিস্তান) ৩৪ বছর ১৬২ দিন

১০. লিয়াম পস্ন্যাঙ্কেট (ইংল্যান্ড) ৩৪ বছর ৬৭ দিন

তরুণ ক্রিকেটারদের তালিকা

১. মুজিব উর রহমান (আফগানিস্তান) ১৮ বছর ৭৬ দিন

২. শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান) ১৯ বছর ৬৭ দিন

৩. আভিস্কা ফার্নান্দো (শ্রীলংকা) ২১ বছর ৬৮ দিন

৪. মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ) ২১ বছর ২৩০ দিন

৫. ওশান থমাস (উইন্ডিজ) ২২ বছর ১১৪ দিন

৬. ঝাঁই রিচার্ডসন (অস্ট্রেলিয়া) ২২ বছর ২৬৫ দিন

৭. লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা) ২৩ বছর ৭৫ দিন

৮. জোফরা আর্চার (ইংল্যান্ড) ২৪ বছর ৭২ দিন

৯. কুলদিপ যাদব (ভারত) ২৪ বছর ১৮০ দিন

১০. ঈশ সোধি (নিউজিল্যান্ড) ২৬ বছর ২২৪ দিন

বাংলাদেশ দলের সব থেকে বয়স্ক ক্রিকেটারের তকমা মাশরাফি বিন মর্তুজার গায়ে। আর সব থেকে তরুণ মেহেদি হাসান মিরাজের। মাশরাফির বয়স ৩৫ বছর ২৫০ দিন আর মিরাজের বয়স ২১ বছর ২৩০ দিন। এবারের বিশ্বকাপে মাশরাফি ষষ্ঠ সর্বোচ্চ বয়স্ক ক্রিকেটার আর মিরাজ চতুর্থ তরুণ ক্রিকেটার হিসেবে খেলছেন বিশ্বকাপে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<53355 and publish = 1 order by id desc limit 3' at line 1