logo
সোমবার ২৬ আগস্ট, ২০১৯, ১১ ভাদ্র ১৪২৬

  ক্রীড়া প্রতিবেদক   ২০ মে ২০১৯, ০০:০০  

পঞ্চম রাউন্ডেও শীর্ষে ফাহাদ

পঞ্চম রাউন্ডেও শীর্ষে ফাহাদ
জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অনুষ্ঠিত ওয়ালটন জাতীয় জুনিয়র অনূর্ধ্ব-২০ দাবায় রোববার পঞ্চম রাউন্ডের খেলায় অংশগ্রহণকারী দাবাড়ুরা চালে মগ্ন -সৌজন্যে
ওয়ালটন জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা ওপেন বিভাগের পঞ্চম রাউন্ডের খেলা শেষে ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস ও স্বর্ণাভো চৌধুরী যুগ্মভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। চার পয়েন্ট নিয়ে মিলিতভাবে জন খেলোয়াড় তৃতীয় স্থানে রয়েছেন। এরা হলেন- ইয়াসীর আলী খান ইভান, ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, মোহাম্মদ শফিফুল ইসলাম ও নাফিম আল করিম। বালিকা বিভাগে মহিলা ক্যান্ডিডেট মাস্টার নোশিন আঞ্জুম পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। চার পয়েন্ট করে নিয়ে আহমেদ ওয়ালিজা ও কাজী জারিন তাসনিম যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে ৪ জন খেলোয়াড় আছেন তৃতীয় স্থানে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে