শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লর্ডস মাতাতে যাচ্ছে স্বপ্না-রুবেলরা

ক্রীড়া প্রতিবেদক
  ২৫ এপ্রিল ২০১৯, ০০:০০
স্ট্রিট চাইল্ড বিশ্বকাপে অংশগ্রহণকারী পথশিশুরা বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল। এ সময় জাতীয় দলের ওপেনার তামিম ইকবালসহ অন্য ক্রিকেটারদের সান্নিধ্য লাভ করেন তারা -বিসিবি

আগামী ৩০ মে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপের আসর। সে উপলক্ষে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মাশরাফি-সাকিব-তামিমরা। তবে তার আগে লর্ডসে আরেকটি বিশ্বকাপ মাতাতে যাবে বাংলাদেশ দল। যেখানে লর্ডসে খেলার স্বপ্ন পূরণে লাল-সবুজের প্রতিনিধি হয়ে যাবে স্বপ্না-রুবেলরা।

আগামী ৩০ এপ্রিল থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া সুবিধাবঞ্চিত পথশিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের নাম দেয়া হয়েছে 'স্ট্রিট চাইল্ড' বিশ্বকাপ। টুর্নামেন্টটির আয়োজনের দায়িত্বে আছে স্ট্রিট চাইল্ড ইউনাইটেড। যেখানে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলংকাসহ আরও ৯টি দল। যারা সকলেই পথশিশু। বিশ্বকাপটি চলবে আগামী ৭ মে পর্যন্ত।

বাবা-মায়ের পরিচয়হীন শিশুদের পাসপোর্ট পাওয়া নিয়ে শুরুতে বিপত্তি দেখা দিলেও পরবর্তীতে সকল সমস্যা দূর করা হয়েছে বলে জানিয়েছেন দলটির তত্ত্বাবধানে থাকা সোহেল আহমেদ।

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে অংশগ্রহণকারী ৮ শিশুই বাংলাদেশের লোকাল অ্যাডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (লিডো) অধীনে ছিল। ক্রিকেটের স্বপ্নে বিভোর শিশুরা বোর্ডের তদারকিতে আসার আগে ছিল কেরানীগঞ্জের বছিলার লিডো পিস হোমে। পথশিশুদের সেবাদাতা অলাভজনক সংস্থাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক ফরহাদ হোসেন অভিভাবক হয়ে আগলে রাখেন এ শিশুদের।

বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে নিজের অনুভূতি জানিয়ে ক্রিকেটার স্বপ্না আক্তার বেশ উলস্নসিতভাবে বলেন, প্রথমবারের মতো এমন টুর্নামেন্ট খেলতে পেরে খুব ভালো লাগছে। আর সবচেয়ে ভালো লাগছে খেলাধুলা জীবনের শুরুটা হচ্ছে লর্ডসের মতো জায়গা দিয়ে।

স্বপ্না আরও বলেন, আসলে ক্রিকেটটা সেভাবে আমার খেলা হতো না। আমি আর্ট করি, নাচ করি, অন্যান্য খেলাধুলা করি কিন্তু ক্রিকেটটা খেলতাম না। গত এক বছর হয়েছে ক্রিকেটে নিয়মিত, যখন শুনলাম এমন একটি ক্রিকেট টুর্নামেন্ট হবে। পরে মন দিয়ে ভালোভাবে অনুশীলন করি। এখন ক্রিকেট বেশ ভালো লাগে।

বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে খুদে এই ক্রিকেটার বুধবার এসেছিলেন শেরেবাংলা স্টেডিয়ামে। প্রথমবারের মতো মিরপুরের মাঠে পা দিয়ে তারা দেখা করেছেন স্বপ্নের ক্রিকেটার তামিম, মাহমুদউলস্নাহ, মুশফিক, রুবেল ও মুস্তাফিজদের সাথে।

৮ সদস্যের স্কোয়াড হলেও দলগুলা মাঠে নামবে ছয়জন করে পেস্নয়ার নিয়ে, যেখানে ছেলে-মেয়ের কোনও বৈষম্য থাকছে না।

পথশিশু বিশ্বকাপের জন্য বাংলাদেশের ৮ ক্রিকেটাররা হলেন- স্বপ্না আক্তার, সানিয়া মির্জা, জেসমিন আক্তার, আরজু রহমান, রাসেল ইসলাম রুমেল, আবুল কাশেম, মোহাম্মদ রুবেল, নিজাম হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46688 and publish = 1 order by id desc limit 3' at line 1