শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অপ্রয়োজনীয় চাপ নিতে চান না তামিম

বিশ্বকাপে যদি আমি এটাই টার্গেট করে যাই যে একটা সেঞ্চুরি করতে হবে বা খুব রান করতে হবে, তাহলে আমি আসলে অপ্রয়োজনীয় চাপ নেব আমার ওপরে। আমি এটা চাই না।'
ক্রীড়া প্রতিবেদক
  ২৫ এপ্রিল ২০১৯, ০০:০০
বিশ্বকাপ ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে চলমান জাতীয় দলের অনুশীলনের তৃতীয় দিনে বুধবার ব্যস্ত সময় কাটিয়েছেন তামিম ইকবালসহ অন্য ক্রিকেটাররা। ডিপিএল শেষ হওয়ায় জাতীয় দলের অনুশীলনে উপস্থিতি বেড়েছে -বিসিবি

রানের হিসাবে বাংলাদেশে তিনিই নাম্বার ওয়ান। তিন ফরম্যাট মিলিয়ে সংখ্যাটি ১২ হাজার ৪০০। ওয়ানডেতে ৬ হাজার ৪৬০ রান। ২০০৭ সালে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষিক্ত এই ওপেনারের নামের পাশে ১১টি সেঞ্চুরি। তিন-তিনটি বিশ্বকাপ ইতোমধ্যেই খেলেছেন। কদিন পরে চতুর্থটিও খেলবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য ওয়ানডে বিশ্বকাপে আজও একটি সেঞ্চুরির দেখা পাননি তিনি। বুঝতে পারছেন নিশ্চয়ই তামিম ইকবালের কথাই বলছি।

হঁ্যা, লাল সবুজের সেই রানের রাজা যদি মনে করেন-কোনো ওয়ানডে বিশ্বকাপেই তো সেঞ্চুরি করতে পারিনি অতএব এবার আমাকে করতেই হবে। আমিই হবো দেশের হয়ে বিশ্বকাপের সেরা রান সংগ্রাহক। সংবাদমাধ্যমে তার এমন লক্ষ্যের কথা শুনে অনেকেই হয়তো বাহবা দেবেন। কিন্তু এমন অগ্রিম বাহবা নিতে মোটেই প্রস্তুত নন চট্টলার এই সন্তান। কেননা টুর্নামেন্টের আগে তার এই প্রতিজ্ঞা বা লক্ষ্য বিশ্বকাপে নিজের ওপর বাড়তি চাপ তৈরি করবে, যা আখেরে ভালো কোনো ফল বয়ে আনবে না বলে মত তার। এটা নিয়ে একটি মজার তথ্যও তামিম দিয়ে রাখলেন। যতবারই কোনো কিছু নিয়ে দৃঢ় সংকল্প হয়েছেন ততবারই নাকি তা হাতছাড়া হয়েছে।

তামিম সংবাদমাধ্যমে জানালেন, 'কোনো টার্গেট না, কোনো কিছু না। কারণ আমার কাছে মনে হয় যে আমি যখনই কোনো কিছু নিয়ে বেশি ভাবি, আমি তা অর্জন করতে পারি না। তাই আমি এটা নিয়ে খুব বেশি ভাবছি না। ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি নাই, এই নাই, সেই নাই, আমি সবই জানি। এখন এটা তো আমি বদলাতে পারব না। এই বিশ্বকাপে যদি আমি এটাই টার্গেট করে যাই যে একটা সেঞ্চুরি করতে হবে বা খুব রান করতে হবে, তাহলে আমি আসলে অপ্রয়োজনীয় চাপ নেবো আমার উপরে। আমি এটা চাই না।'

তাহলে তিনি কী করবেন? যেহেতু আলাউদ্দিনের যাদুর চেরাগ তার হাতে নেই তাই অলৌকিক কিছু করে দেখাতে পারবেন না। তবে যা করবেন সেটি দলের প্রয়োজনে এবং একজন সত্যিকারের ওপেনারের কাজ। কী সেটা? দলের পরিকল্পনানুযায়ী উড়ন্ত শুরু এনে দিয়ে ইনিংসকে শক্ত একটি গাঁথুনি দেওয়ার চেষ্টা করবেন তামিম। তাতে করে তার নিজের ইনিংসটি যেমন লম্বা হবে তেমনি দলও পাবে একটি সমৃদ্ধ সংগ্রহ। তখন রথ দেখার সাথে কলা বেচার কাজটিও অনায়াসেই হয়ে যাবে।

বাঁহাতি ওপেনার তামিম আরও জানালেন, 'দল আমাকে যে দায়িত্ব দেবে, সেই ভূমিকাটা যদি আমি পালন করতে পারি, তাহলেই সুযোগ আসবে বড় ইনিংস খেলার। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো দলকে একটা ভালো শুরু এনে দেয়া এবং যে দায়িত্বটা দেয়া হয়েছে সেটা ভালোভাবে পালন করতে পারা।'

তামিমের যোগ্য উদ্বোধনী সঙ্গীর অভাবে অনেকদিন থেকেই ভুগছে বাংলাদেশ। তামিম এক প্রান্তে ভরসা দিচ্ছেন এক দশকেরও বেশি সময় ধরে। কিন্তু অন্য প্রান্তে তার সঙ্গী পরিবর্তন হয়েছে নিয়মিতই। বিষয়টা তামিমের ওপর মানসিকভাবে কতটা প্রভাব ফেলে?

তামিম বললেন, 'নির্দিষ্ট ম্যাচে তো এমন কোনো সমস্যা করে না। কিন্তু যখনই আপনার একজন নিয়মিত ওপেনিং সঙ্গী থাকবে, তখন যেটা হয়, আমরা দুজনই আমাদের খেলাটাকে ভালো বুঝতে পারি। অনেক সময় হয়তো বা এমন থাকে যে, আমার টাইমিং ভালো হচ্ছে না। হয়তো আমি মারছি, কিন্তু ফিল্ডারের কাছে চলে যাচ্ছে। তখন তাকে সুযোগটা নিতে হয়। একইভাবে ওর সাথে যদি এই বোঝাপড়াটা হয়, তবে আমার সুযোগ নিতে হয়। কিন্তু কেউ যদি স্থায়ী না হয়, তখন তাকে এটা বলা ঠিক হবে না যে, 'ভাই, তুমি সুযোগ নাও। কারণ ওদেরও একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।'

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে তামিমের উদ্বোধনী সঙ্গী হিসেবে যাচ্ছেন সৌম্য আর লিটন। এই দুজনকে নিয়ে যথেষ্ট আশাবাদী তামিম, 'আমি নিশ্চিত, লিটন ও সৌম্য যথেষ্ট সুযোগ পাবে। ওরা কী করতে পারে, তা বিশ্বকে দেখিয়ে দেওয়ার এটাই সঠিক সময়।'

ব্যাটিংয়ের সময় উদ্বোধনী সঙ্গীর বোঝাপড়াটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন তামিম। বিশ্বের গ্রেট সব উদ্বোধনী জুটির উদাহরণ দিয়ে তামিম বললেন, 'আপনি যখন একটা মানুষের সাথে যেকোনো কিছুতে, যেকোনো পেশায় -আপনার পেশাতেই চিন্তা করেন না কেন, আপনি যদি একজন সহকর্মীর সাথে ২০ বছর ধরে কাজ করেন, তাহলে সে আপনার পছন্দ-অপছন্দের ব্যাপারগুলো জানবে। সব পেশাতেই ব্যাপারটা একই রকম।'

বিশ্বের ১০টি দেশ নিয়ে ৩ মে থেকে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৯।' যেখানে বাংলাদেশও অংশ নিচ্ছে। বাংলাদেশ থেকে অংশ নেয়া ৮ ক্রিকেটারকে কেডস ও কিপিং গস্নাভস উপহার দিয়েছেন তামিম। বুধবার 'স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দলের সদস্যরা হোম অব ক্রিকেট মিরপুরে এলে তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান তামিম। এরপর ক্যামেরা বন্দি হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46685 and publish = 1 order by id desc limit 3' at line 1