মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইমরান খানের সঙ্গে পাকিস্তান দলের সাক্ষাৎ

ক্রীড়া ডেস্ক
  ২০ এপ্রিল ২০১৯, ০০:০০

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছে সদ্য ঘোষিত পাকিস্তান বিশ্বকাপ দল। শুক্রবার লাহোরে প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে নির্বাচিত খেলোয়াড়রা ইমরান খানের সঙ্গে দেখা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানি, কোচ মিকি আর্থার এবং প্রধান নির্বাচক ইনজামাম উল হক। ইমরান খান দলকে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে বলেন এবং তাদের প্রতি তার পূর্ণ আস্থার কথাও জানান।

বৃহস্পতিবার পাকিস্তান তাদের দল ঘোষণা করেছে। তবে সেই দল নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে ধোঁয়াশা। মনে করা হচ্ছিল এটি পাকিস্তানের বিশ্বকাপ ক্রিকেটের চূড়ান্ত স্কোয়াড। এই দল থেকে বাদ দিয়ে দেয়া হয়েছে আমিরকে। এতে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা বিতর্ক জুড়ে দেন। কিন্তু পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম উল হক শুক্রবার জানিয়েছেন, এটি শুধু ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দল। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে একটি টি২০ ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে আমিরকে। সেই দলে সুযোগ পেয়েছেন হার্ড হিটার ব্যাটসম্যান আসিফ আলীও।

আগামী ২৩ মে পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন আনা যাবে আইসিসির অনুমতি ছাড়াই। ফলে আমিরের জন্য বিশ্বকাপের দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। ইংল্যান্ড সিরিজে ভালো করতে পারলে বিশ্বকাপ দলে সুযোগ পেতেও পারেন।

২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তার একটা স্পেল গড়ে দিয়েছিল ম্যাচের ভাগ্য। দুই বছর পর সেই ইংল্যান্ডেই হতে যাওয়া বিশ্বকাপের পাকিস্তান দলে ১৫ সদস্যের দলে জায়গা হয়নি মোহাম্মদ আমিরের। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া সেই ম্যাচে আমির নিয়েছিলেন ৩ উইকেট। কিন্তু তারপর থেকে ফর্ম হারিয়ে নিজেকে খুঁজছেন ২৭ বছর বয়সি এই ফাস্ট বোলার। এই সময়ে ১৪ ওয়ানডেতে উইকেট পেয়েছেন মাত্র ৫টি। এর মধ্যে ৯ ম্যাচে কোনো উইকেটই পাননি।

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান সবশেষ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে তিনি ৯ ওভারে ৫৯ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন। সিরিজের পরের চার ম্যাচে আর একাদশেই সুযোগ পাননি। এবার সুযোগ পেলেন না বিশ্বকাপ দলেও।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিশ্বকাপের দল ঘোষণার পর পাকিস্তান নির্বাচক কমিটির প্রধান ও প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক জানান, প্রয়োজন হলে বিশ্বকাপ দলে ডাকা হবে আমির আর আসিফকে।

ইনজামাম উল হক জানিয়েছেন, 'ইংল্যান্ডের বিপক্ষে টি২০ ও ওয়ানডে সিরিজের দলে বাড়তি খেলোয়াড় হিসেবে আসিফ ও আমিরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মুহূর্তে পাকিস্তানে আসিফ সম্ভবত সেরা আগ্রাসী ব্যাটসম্যান আর আমিরের অভিজ্ঞতা এবং ইংল্যান্ডে ভালো করার রেকর্ড আছে। যদি প্রয়োজন হয় তাহলে ২৩ মে পর্যন্ত তাদেরকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হতে পারে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46080 and publish = 1 order by id desc limit 3' at line 1