শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে ফিনিশিং নিয়ে চিন্তিত মাশরাফি!

নতুনধারা
  ২৭ মার্চ ২০১৯, ০০:০০
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণকারীদের মধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল -বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ইংল্যান্ড বিশ্বকাপের বাকি প্রায় দুই মাস। আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে ক্রিকেটের সর্বোচ্চ আসর। অবশ্য আইসিসির মেগা এ টুর্নামেন্টের প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করেছে বাংলাদেশ। তবে বিশ্ব মঞ্চে ভালো কিছু করতে আগামী ২২ এপ্রিল নতুনভাবে নিজেদের তৈরিতে নামবে টিম টাইগার্স। এর চারদিন আগে ঘোষণা হবে লাল-সবুজদের ১৫ সদস্যের স্বপ্নের বিশ্বকাপ স্কোয়াড। এরই মধ্যে সেটা চূড়ান্ত করতে কাজ শুরু করেছেন নির্বাচকরা। কিন্তু মঙ্গলবার মিরপুরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপের দল নির্বাচনে থাকছেন না তিনি। ওখানে তার কোনো হাত নেই।

তবে বিশ্বকাপের আগে টাইগার দলের সমস্যার কথা জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জানিয়েছেন, দলের ফিনিশিংয়ে কিছুটা সমস্যা আছে। বিশ্বকাপের আগে দেশের মাটিতে ৮-১০ দিন একসঙ্গে অনুশীলন করবে বাংলাদেশ দল। এরপর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের জন্য আগামী ১ মে দেশ ছাড়বে মাশরাফি বিন মর্তুজার দল। এজন্য তারা সময় পাচ্ছেন আরও প্রায় এক মাস।

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাচ্ছেন কে কে? এরই মধ্যে ভক্তদের মনের মধ্যে উঁকি দিচ্ছে এ প্রশ্নটি। মঙ্গলবারও মাশরাফির কাছে তীর হয়ে গেল এমন একটি প্রশ্ন। কিন্তু এ ডানহাতি সোজাসাপ্টাই বলে দিলেন, বিশ্বকাপ দল নির্বাচনে আমার হাত নেই, 'আমি এই দল নির্বাচনের মধ্যে নেই অবশ্যই। আগেও ব্যাপারটি পরিষ্কার করেছি, এখনো করছি। দল নির্বাচন আমার হাতে নেই। কিন্তু যে ১৫ জনই আসুক না কেন তারা পারফর্ম করে আসছে কি না সেটিই মূল বিষয়। আমাদের মূল ফোকাস থাকবে আয়ারল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপে আমরা দল হিসেবে কেমন করছি সেটা।'

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে অনেকেই ভালো খেলছেন। তাদের মধ্যে কেউ কেউ হয়তো জায়গা করে নিতে পারেন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে। তবে মাশরাফি জানিয়েছেন, প্রিমিয়ার লিগে খেলোয়াড়রা যেমনই করুক না কেন, বিশ্বকাপে যাওয়ার আগে সবাইকে মানসিকভাবে শক্ত থাকতে হবে। কেননা ঢাকার ক্রিকেটে রান করে বড় মঞ্চে ব্যর্থ হওয়া কিংবা ঢাকার ক্রিকেটে ব্যর্থ হয়েও বড় মঞ্চে সফল হওয়ার উদাহরণ রয়েছে অনেক, 'আমি আগের পরের কথা টেনে এনে বলছি যে এখানে (প্রিমিয়ার লিগে) অনেক উইকেট পেয়েও আন্তর্জাতিক ক্রিকেটে আমরা স্ট্রাগল করেছি এবং আমার মতো সিনিয়র ক্রিকেটার বা অন্য যারা আছে তারাও করেছে। আবার এখানে খারাপ করেও দেখা গেছে ওখানে গিয়ে আমরা ভালো করেছি। তাই আকাশ-পাতাল ব্যবধান দুটি জায়গার মধ্যে। এই কারণে আমি বলছি যে মানসিক দিক থেকে কে তৈরি থাকবে তার ওপরে অনেক কিছু নির্ভর করবে।'

বিশ্বকাপ স্কোয়াডে কে থাকবে না থাকবে সেটা ঠিক করবেন নির্বাচকরা। তার আগে সবার উদ্দেশে মাশরাফি দিয়েছেন কিছু পরামর্শ, 'এখানে কেউ লিগ খেলছে ঠিকই, তবে সে নির্দিষ্ট কিছু নিয়ে কাজ করছে যেটি বিশ্বকাপে তার প্রয়োজন হতে পারে। আমি মনে করি তার ওইদিকেই নজর থাকা উচিত যে যেটি সে চিন্তা করছে। সুতরাং মানসিকভাবে প্রস্তুত মানে আপনিও প্রস্তুত।'

দলের সমস্যা নিয়ে টাইগারদের ওয়ানডে দলপতি বলেন, 'আমার কাছে অনেকদিন ধরে একটা ব্যাপার মনে হয় যে আমাদের ফিনিশিংয়ে একটু দুর্বলতা আছে। আসলে জুনিয়রদের দোষ দিয়ে লাভ নেই। পুরো দলেরই একটি সমস্যার জায়গা আছে যে আমরা খেলাটা শেষ করতে পারছি না এবং গত দু-তিন বছরে এমন অনেক ক্লোজ ম্যাচ আমরা হেরেছি।'

বিশ্বকাপের আগে এই বিষয়টি নিয়েই ভাবতে হচ্ছে টাইগার দলপতিকে। মাশরাফি বলেন, 'শুধু রান তাড়া করার সময় নয়, এমনকি প্রথমে ব্যাটিং করার সময়েও আমরা ভালো অবস্থান থেকে ভালো স্কোর দাঁড়া করাতে পারিনি। আমার কাছে মনে হয় বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এই জায়গাটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ এমন কিছু ম্যাচ আসবেই। আর শুরুতে নয়টা ম্যাচ আছে, কিছু ম্যাচ আসবে যেগুলো এমন ক্লোজ হবে। তাই এটি দলের জয় পরাজয়ের ক্ষেত্রে ভূমিকা রাখে।'

তবে এই সমস্যা সময়ের সঙ্গে সঙ্গেই ঠিক হবে বলে মনে করেন টাইগার অধিনায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<42722 and publish = 1 order by id desc limit 3' at line 1