শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক বাহরাইন

এএফসি অনূর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশিপ বাছাই ২০২০
ক্রীড়া প্রতিবেদক
  ২২ মার্চ ২০১৯, ০০:০০

বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দলের এএফসি চ্যাম্পিয়নশিপ বাছাই মিশন শুরু হচ্ছে আজ থেকে। উদ্বোধনী দিনেই বাংলাদেশ খেলবে স্বাগতিক বাহরাইনের বিপক্ষে। বাহরাইনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় স্বাগতিক বাহরাইনের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। এরপর ২৪ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে। ২৬ মার্চ শ্রীলংকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে লাল-সবুজের যুবারা।

এএফসি অনূর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশিপে এবার বাংলাদেশ খেলছে গ্রম্নপ 'বি'তে। যেখানে তাদের সঙ্গী হয়েছে ফিলিস্তিন, বাহরাইন এবং শ্রীলংকা। এএফসি অনূর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২০২০ সালের ৮ থেকে ২৬ জানুয়ারি। যেখানে স্বাগতিক দল হিসেবে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে থাইল্যান্ড। বাছাইপর্ব থেকে উঠে আসবে ১৫টি দল। এই পর্ব ২০২০ সালের টোকিও অলিম্পিকেরও বাছাই। এই বাছাই পর্বকে সামনে রেখেই কম্বোডিয়ার বিপক্ষে দল সাজিয়েছিলেন কোচ জেমি ডে। যে ম্যাচে ১-০ গোলে জয়ের পেছনে ভূমিকা ছিল তরুণ তুর্কিদেরই। কোচ জেমি ডে'র বিশ্বাস বাহরাইনে এই ম্যাচ জোগাবে বাড়তি অনুপ্রেরণা। এছাড়া কাতারে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্পও ভালোভাবেই শেষ করেছেন বাংলাদেশের যুবারা। যেখানে তারা দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। এর একটি কাতারের আল কাহনিয়া ক্লাবের বিপক্ষে। যেখানে ১-০ গোলের জয় পায় লাল-সবুজরা। ম্যাচের ৮৬ মিনিটে ওই ম্যাচে বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেছিলেন আশরাফুল। এরপর আল আরাবিয়ার বয়সভিত্তিক দলের সঙ্গে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ১-১ গোলের ড্র করে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল। ওই ম্যাচে গোল করেন রকি। ওই গোলটিও হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৬৩ মিনিটে। ম্যাচটিতে দেখা যায় বাংলাদেশ ৩৭ মিনিটে পেনাল্টি গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে এসে ম্যাচে ফিরেছে। যেখানে গত কয় বছরে বাংলাদেশ দল ম্যাচের শেষ দিকে এসে গোল হজম করত। সেখানে তারা গোল দিতে শুরু করেছে। হেরে যাবার আগে হার না মানার মানসিকতাও এগিয়ে যাবার পাথেয় হয়েছে বাংলাদেশের যুব দলটির। মোট কথা, সব মিলে অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে এএফসি অনূর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে পা রাখছে বাংলাদেশ দল। জাতীয় দলের কোচ জেমি ডেও খুশি শিষ্যদের এই ধারাবাহিক সাফল্যে। এএফসি কাপের বাছাইয়ে বাহরাইনের বিপক্ষে ভালো শুরুর প্রত্যয় লাল-সবুজদের।

বাহরাইন অনূর্ধ্ব ২৩ দলটি বাংলাদেশের চেনা জানা নয়। সিনিয়র পর্যায়ে মাত্র একবারই বাহরাইনকে মোকাবেলা করেছে বাংলাদেশ। সেটি ১৯৮৯ সালে। প্রেসিডেন্ট কাপের ওই ম্যাচে বাংলাদেশ জিতে ২-০ গোলের ব্যবধানে। সময়ের বিবর্তনে অনেক এগিয়েছে বাহরাইন। আর বয়সভিত্তিক পর্যায়েও একবারই বাহরাইনের বিপক্ষে খেলার সুযোগ হয়েছে বাংলাদেশের। সেটি ২০১৬ সালে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপে। ওই আসরে বাংলাদেশের দুটি জাতীয় দল অংশগ্রহণ করেছিল। এর একটি সিনিয়র জাতীয় দল। অন্যটি অনূর্ধ্ব ২৩ জাতীয় দল। সেবার গ্রম্নপ 'বি'তে বাহরাইন অনূর্ধ্ব ২৩ দলকে পেয়েছিল বাংলাদেশের যুবারা। একমাত্র গ্রম্নপ ম্যাচে বাহরাইনের বিপক্ষে ১-১ গোলের ড্র করেছিল বাংলাদেশ।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল: টুটুল হোসেন বাদশা, ফয়সাল আহমেদ, পাপ্পু হোসেন (গোলরক্ষক), রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান, মো. আল আমিন, জাফর ইকবাল, বিশ্বনাথ ঘোষ, বিপলু আহমেদ, মাহফুজ হাসান প্রিতম (গোলরক্ষক), মোহাম্মদ রকি, মোহাম্মদ সুজন, রবিউল হাসান, আরিফুল রহমান, আনিসুর রহমান, সুশান্ত ত্রিপুরা, আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), মাসুক মিয়া জনি, মতিন মিয়া, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন, খন্দকার আশরাফুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<42133 and publish = 1 order by id desc limit 3' at line 1