মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেরা দল সবসময় জেতে না!

ক্রীড়া ডেস্ক
  ১৭ জুলাই ২০১৮, ০০:০০
মিশন সম্পন্ন, বিশ্বকাপ জয় করে ফেলেছেন ফ্রান্সের খেলোয়াড়রা। এখন গন্তব্যে ফেরার পালা। সোমবার তলপিতলপা গুছিয়ে দিদিয়ের দেশম বাহিনী তাই রওনা দিল দেশের উদ্দেশে Ñওয়েবসাইট

রাশিয়া বিশ্বকাপে দুদার্ন্ত পারফমর্ করে ফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া। ভালো খেললেও শেষ পযর্ন্ত শিরোপা জেতা হলো না ক্রোয়াটদের। ফ্রান্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হলো লুকা মদ্রিচদের। এবারের বিশ্বকাপজুড়ে ক্রোয়েশিয়া যেভাবে খেলেছে, রানাসর্আপ হয়ে সান্ত¡না নিয়ে দেশে ফেরার দল তারা নয়, সেটা বলাই যায়। শিরোপা জিততে না পেরে তাই ভীষণ হতাশ ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। শিরোপা লড়াই শেষে রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বল জেতা সেরা খেলোয়াড় জানিয়েছেন, ফাইনালে ফ্রান্সের চেয়ে তার দল ভালো ছিল। তার মতে, সেরা দল সবসময় জেতে না।

লুঝনিকি স্টেডিয়ামে রোববার ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভাঙে ক্রোয়েশিয়ার। শিরোপা লড়াইয়ে তেমন জ্বলে উঠতে না পারলেও দলকে প্রথমবারের মতো ফাইনালে তুলতে সামনে থেকে নেতৃত্ব দেন মদ্রিচ। দুই গোল করার পাশাপাশি তিনবার ম্যাচসেরা হন রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড়। রাশিয়া বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্সে ক্রোয়েশিয়া গবির্ত হতে পারে বলে মানছেন মদ্রিচ, ‘আমরা এজন্য গবির্ত। আমার সব সতীথের্দর আমি ধন্যবাদ দিতে চাই। কারণ তাদের সাহায্য ছাড়া আমি নিশ্চিত করেই এই পুরস্কার পেতাম না। আমরা বিশ্বকাপটাই জয়ের খুব কাছে ছিলাম। আর নিশ্চিত করেই বহু দিন আমরা এটা নিয়ে চিন্তা করব। তারপরও আমরা গবির্ত হতে পারি।’

শিরোপা নিধার্রণী ম্যাচ ১-১ গোলে সমতা থাকার পর পেনাল্টি পেয়ে ফ্রান্স এগিয়ে যায়। এরপর ৪-২-এর সহজ এক জয় নিয়েই মাঠ ছাড়ে ফরাসিরা। ফাইনাল নিয়ে ভাগ্যকে দোষ দিচ্ছেন কিনা- এমন প্রশ্নের উত্তরে মধ্যমাঠের এই জাদুকর বলেন, ‘হ্যঁা, আমার তাই- মনে হয়। সবার একই অনুভূতি কাজ করেছে যে আমরা ভালো খেলেছি। আমি মনে করি, দল হিসেবে আমরা ভালো ছিলাম, কিন্তু ভালো দল সব সময় জেতে না।’

অলিভার কান, জিনেদিন জিদান, লিওনেল মেসির পর লুকা মদ্রিচ বিশ্বকাপ হারিয়ে পেয়েছেন টুনাের্মন্টের সেরা খেলোয়াড়ের খেতাব গোল্ডেন বল। বিশ্বকাপ জিততে না পারার দুঃখ আছে তার, তবে গোল্ডেন বল জিতেও গবর্ হচ্ছে মদ্রিচের, ‘এটা জিততে পেরে গবির্ত। তবে আমি ক্রোয়েশিয়ার হয়ে শিরোপা জিততে চেয়েছিলাম। ফাইনাল ম্যাচের পর ভক্তদের এই সমথর্ন দেখলে অবশ্যই আপনি আরও খুশি হবেন। আমরা জানি আমরা এখানে বড় কিছুই করলাম। কিন্তু আপনি যখন এতটা কাছে আসেন, এটা (ফাইনালে হার) মেনে নেয়া খুব একটা সহজ নয়।’

বিশ্বকাপে নিজের পারফরম্যান্স ও দলের সাফল্য নিয়ে গবের্র পাশাপাশি ফাইনালে হারের যন্ত্রণা ভুলছেন না মদ্রিচ, ‘আমরা বীরের মতো লড়লাম, জয়ের জন্য সবকিছু করলাম, কিন্তু আমরা ছিলাম দুভার্গা। ম্যাচের বেশিরভাগ সময় আমরাই তুলনামূলক ভালো দল ছিলাম। কিন্তু দুভার্গ্যজনকভাবে কিছু দুভার্গা ও উদ্ভট গোলের জন্য আমাদের চরম মূল্য দিতে হলো।’

১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে স্বাগতিকদের কাছে সেবার আর ক্রোয়েশিয়ার খেলা হয়নি ফাইনাল। আর তাই রাশিয়া বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য দেখিয়েছে ক্রোয়াটরা। ক্রোয়েশিয়ার অধিনায়ক মদ্রিচ বিশ্বাস করেন মাথা উঁচু করেই রাশিয়া ছাড়বে তার দল, ‘আমরা এই টুনাের্মন্টের জন্য গবির্ত হতে পারি। আমরা দারুণ খেললাম। সত্যি বলতে, এটা ক্রোয়েশিয়ার জন্য দুদার্ন্ত একটা টুনাের্মন্ট ছিল। রাশিয়ার আসরটা আমাদের মনের মধ্যে থাকবে অনেক দিন।’

ডিয়েগো ম্যারাডোনা, জিনেদিন জিদান, লিওনেল মেসিদের উত্তরসূরি হিসেবে গোল্ডেন বল জেতায় মদ্রিচের সাফল্যে উচ্ছ¡াস প্রকাশ করেছেন ক্রোয়েশিয়ার কোচ জলাতকো দালিচ, ‘আমরা খুব আনন্দিত যে লুকা গোল্ডেন বল জিতেছে। ওর দারুণ একটা টুনাের্মন্ট কাটল।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<3871 and publish = 1 order by id desc limit 3' at line 1