শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

আরেকটি হারে সিরিজ হাতছাড়া টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক
  ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
আউট হয়ে একরাশ হতাশা নিয়ে ফিরছেন মাহমুদউল্লাহ রিয়াদ, পেছনে নিউজিল্যান্ড খেলোয়াড়দের উচ্ছ¡াস। শনিবার ক্রাইস্টচাচের্র হ্যাগলি ওভালে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডের প্রতীকী যেন এই ছবি। যে ম্যাচে নিউজিল্যান্ড জিতেছে, হেরেছে বাংলাদেশ। সিরিজটাও করেছে হাতছাড়া Ñওয়েবসাইট

একই দৃশ্যের পুনমঞ্চায়ন, নেপিয়ারের ভ‚তটাই যেন শনিবার ফিরে এল ক্রাইস্টচাচের্! ব্যাটে-বলে আরও একবার চরমভাবে ব্যথর্ টিম বাংলাদেশ। ৮ উইকেটের বড় পরাজয়ে নিউজিল্যান্ডে লেখা হলো টাইগারদের অসহায় আত্মসমপের্ণর আরেকটি গল্পকথা। এক ম্যাচ বাকি থাকতেই হাতছাড়া হলো তিন ওয়ানডের সিরিজটাও।

কাকতালীয় ব্যাপারই বটে। নেপিয়ারের মতো ক্রাইস্টচাচের্ও ব্যথর্তার ঘেরাটোপে বন্দি থাকল টপঅডার্র। মুশফিক-মাহমুদউল্লাহ এদিনও মিডলঅডাের্র হাল ধরতে পারলেন না। আগের ম্যাচের সঙ্গে মিল রেখে হাফসেঞ্চুরি হঁাকালেন মোহাম্মদ মিঠুন। দলের বিপযের্য় নেপিয়ারে তাকে সঙ্গ দিয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন, এদিন সেই জায়গাটা নিলেন সাব্বির রহমান। এরপরও আরও একবার অলআউট হওয়া বাংলাদেশ তুলতে পারল ২২৬ রান, হারটা আগের ম্যাচের মতোইÑ ৮ উইকেটে।

মিল আছে আরও। এদিনও বলার মতো কিছু করে দেখাতে পারেননি বোলাররা। এক মুস্তাফিজুর রহমান (২/৪২) ছাড়া বাকিরা রইলেন উইকেটশূন্য। কাটার মাস্টারের জোড়া শিকার ধরাটাও আশা দেখাতে পারেনি। আগের ম্যাচের মতোই বাংলাদেশের আশার সমাধি মাটির্ন গাপটিলের ব্যাটে। এদিনও সেঞ্চুরি হঁাকিয়েছেন কিউই ওপেনার। স্বাগতিক দলপতি কেন উইলিয়ামসন রানে ফিরে এদিন নিলেন ব্যথর্ হওয়া হেনরি নিকোলসের জায়গাটা। এদিনও তুলির শেষ আচড়টা দিলেন অভিজ্ঞ রস টেলর।

৩৬.১ ওভারেই জয়ের ঠিকানায় নিউজিল্যান্ড। নিবির্ষ বোলিংয়ে একরাশ হতাশা সঙ্গী করেই মাঠ ছাড়ল টাইগাররা। ম্যাচ শেষে দলপতি মাশরাফি এদিনও ঢাল ধরলেন বোলারদের পক্ষে, কাঠগড়ায় তুললেন ব্যাটসম্যানদের। তার যুক্তিÑ ব্যাটসম্যানরা স্কোরবোডের্ পযার্প্ত রান জমা করতে না পারলে বোলাররা লড়াই করবে কিভাবে? হ্যাগলি ওভালে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ এদিনও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। ৯৩ রানে ৫ উইকেট পতন ঘটার পর মিঠুন আর সাব্বির হাল না ধরলে দলীয় সংগ্রহ ১৫০ পাড় হতো কিনা সন্দেহ।

বিপিএলের ফাইনালে বিধ্বংসী এক সেঞ্চুরি হঁাকিয়ে নিউজিল্যান্ড যাওয়া তারকা ওপেনার তামিম ইকবাল যেন কয়েকটা দিনের ব্যবধান ব্যাটিং করাই ভুলে গেছেন! এদিন ২৮ বল খেলে করেছেন ৫ রান। আরেক ওপেনার লিটন দাশ ১ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন আরেকটি ব্যথর্ দিনের পূবার্ভাস দিয়ে। শুরুটা ভালো করে এদিনও থিতু হতে পারেননি সৌম্য সরকার (২২)। মুশফিকুর রহিমের গল্পটাও একই। ভালো কিছুর আশা জাগিয়ে থেমেছেন ২৪ রানে। মাহমুদউল্লাহ (৭) তো সেই আশাটাও দেখাতে পারেননি।

ষষ্ঠ উইকেটে ৭৩ রানের জুটিতে ঘুরে দঁাড়ানোর বাতার্ দিয়েছিলেন মিঠুন আর সাব্বির। দারুণ ব্যাটিংয়ে ক্যারিয়ারের চতুথর্ হাফসেঞ্চুরি তুলে নেন মিঠুন। কিন্তু হাফসেঞ্চুরির পর ধৈযর্্য হারানোর পুরনো রোগে এদিনও আক্রান্ত এই ডানহাতি। ৭টি চার আর ১টি ছক্কায় ৬৯ বলে ৫৭ রান করে বোল্ট হয়েছেন টড অ্যাস্টলের লেগস্পিনে। ৭টি চারে ৬৫ বলে ৪৩ রান কবা সাব্বির চেষ্টা চালিয়েছেন দলকে যতটা সম্ভব এগিয়ে নেয়ার। চেষ্টা করেছেন মেহেদী হাসান মিরাজ (১৬), মোহাম্মদ সাইফউদ্দিন (১০), মাশরাফিরাও (১৩)। কিন্তু সেই চেষ্টায় সেভাবে সফল হননি কেউ। লড়াইয়ের পুঁজিটাও তাই যুতসই হয়নি।

সাদামাটা লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ঢঙে ব্যাট চালাতে থাকলেন ম্যাচসেরা গাপটিল। তাতে আর ভাটা পড়ল না। ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি তুলে নেয়া ডানহাতি এই ওপেনার তার ১১৮ রানের ইনিংসেই বাংলাদেশের ললাটে একে দিলেন বড় পরাজয়ের কলঙ্ক তিলক। ৮৮ বলে ১৪টি চার আর ৪টি ছক্কায় ভয়াল-সুন্দর ইনিংসটি সাজিয়েছিলেন মুস্তাফিজের শিকার হওয়া এই ব্যাটসম্যান।

মুস্তাফিজের বলেই দলীয় ৪৫ রানে আরেক ওপেনার নিকোলস (১৪) বিদায় নেয়ার পর গাপটিলকে দারুণ সঙ্গ দিয়েছেন উইলিয়ামসন। গড়েছেন ১৪৩ রানের জুটি। এরপর টেলরকে (২১*) অবিচ্ছিন্ন ৪১ রানের জুটিতে ম্যাচের ইতি টেনেছেন কিউই দলপতি। ৮৬ বল খেলে অপরাজিত ছিলেন ৬৫ রানে। সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা সেরেই বিশ্রামে যাচ্ছেন তিনি। আগামী বুধবার তাকে ছাড়াই সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে মাঠে নামবে নিউজিল্যান্ড, যে ম্যাচে বাংলাদেশের জন্য থাকছে ধবলধোলাইয়ের চোখরাঙানি।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ২২৬ (তামিম ৫, লিটন ১, সৌম্য ২২, মুশফিক ২৪, মিঠুন ৫৭, মাহমুদউল্লাহ ৭, সাব্বির ৪৩, মিরাজ ১৬, সাইফ ১০, মাশরাফি ১৩, মুস্তাফিজ ৫*; হেনরি ১/৩০, বোল্ট ১/৪৯, গ্র্যান্ডহোম ১/২৫, ফাগুর্সন ৩/৪৩, অ্যাস্টল ২/৫২, নিশাম ২/২১)।

নিউজিল্যান্ড: ৩৬.১ ওভারে ২২৯/২ (গাপটিল ১১৮, নিকোলস ১৪, উইলিয়ামসন ৬৫*, টেলর ২১*; মাশরাফি ০/৩৭, সাইফউদ্দিন ০/৪৪, মিরাজ ০/৪২, মুস্তাফিজ ২/৪২, সাব্বির ০/২৮,

সৌম্য ০/১০, মাহমুদউল্লাহ ০/২৫)।

ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী হ ম্যাচসেরা: মাটির্ন গাপটিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<37014 and publish = 1 order by id desc limit 3' at line 1