শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রক্ষণে আস্থা ফ্রান্সের

আমাদের খেলার স্টাইলে সবচেয়ে গুরুত্বপূণর্ বিষয় হলো রক্ষণভাগ। এটাই আসলে ভিত। আমাদের এই খেলার ধরন আমি আমার ক্লাবে পেয়েছি। তাই এটার সঙ্গে আমি অভ্যস্ত। কী করতে হয়। এমনকি খেলার গতি কখন কীভাবে বাড়াতে বা কমাতে হবে, সেটাও আমি খুব ভালোভাবে জানি Ñআতোয়ান গ্রিজম্যান
ক্রীড়া ডেস্ক
  ১৫ জুলাই ২০১৮, ০০:০০
গ্রিজম্যান-পগবাদের এই হাসিটা কি আজ ফাইনাল শেষে দেখা যাবে? লুঝনিকি স্টেডিয়ামে ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ফ্রান্স Ñওয়েবসাইট

গ্রæপপবের্র প্রথম দুটি ম্যাচে দারুণ আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছিল ফ্রান্স। কিন্তু নকআউট পবের্ তারা খেলার ধরন পাল্টেছে। এই পবের্ রক্ষণাত্মক ঢঙে খেলছে দিদিয়ের দেশমের দল। সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে নেতিবাচক ফুটবল খেলে তো কড়া সমালোচনার মুখে পড়েছিল ফরাসিরা। সেসব সমালোচনায় অবশ্য কান দিতে নারাজ আতোয়ান গ্রিজম্যান। কোচের কৌশলে আস্থা রেখে এই ফরোয়াডর্ জানিয়ে দিলেন, তাদের কাছে জয়টাই মুখ্য।

সেন্ট পিটাসর্বাগের্ গত মঙ্গলবার প্রথম সেমিফাইনালে বেলজিয়ামকে ১-০ গোলে হারায় ফ্রান্স, উঠে ফাইনালে। ম্যাচ শেষে ফ্রান্সের খেলার কৌশলের সমালোচনা করেন বেলজিয়ামের গোলরক্ষক থিবু কতোর্য়া এবং ফরোয়াডর্ ইডেন হ্যাজাডর্। হ্যাজাডর্ তো বলেছিলেন, ‘ফ্রান্সের হয়ে জয়ের চেয়ে বেলজিয়ামের হয়ে হারই পছন্দ করবেন।’ অন্যের ওমন কথাতেও গা করছেন না গ্রিজম্যান। তার মতে, বিশ্বকাপ জিততে প্রয়োজনে রক্ষণাত্মক কৌশলেই খেলবে ফ্রান্স। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আজ ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা।

দলের খেলার ধরন নিয়ে কে কি বলল তাতে কিছু যায় আসে না গ্রিজমানের। ফরাসি এই মিডফিল্ডারের ভাবনায় এখন যে কোনো মূল্যে বিশ্বকাপ জেতা, ‘আমি এসব পরোয়া করি না। এ ব্যাপারে আমার কিছু না বলটাই ঠিক। তারপরও বলতে চাই, কোতোর্য়াও তো আটলেটিকোর হয়ে খেলেছে। ক্লাবটিতে সে শিরোপা জিতেছে। সেখানে সেকি আক্রমণাত্মক ফুটবল খেলেছিল? আমাদের খেলার ধরন কি সেটা নিয়ে আমি মোটেও ভাবি না। আমার চাওয়া, ফ্রান্সের এই জাসিের্ত আরেকটা শিরোপ। আমরা এটা কিভাবে পাব সেটা নিয়েই আমি শুধু ভাবছি। আমি বিশ্বকাপের এই শিরোপাটা পেতে চাই।’

বেলজিয়ামের বিপক্ষে সেমিফাইনালে দারুণভাবে নিজেদের রক্ষণভাগ সামলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল ফ্রান্স। ওই ম্যাচের পর গ্রিজমান বলেছিলেন, রক্ষণভাগ সামলে সেট পিস থেকে গোল করা ‘কিছুটা আটলেটিকো মাদ্রিদের খেলার মতো। রক্ষণই যাদের সাফল্যের ভিত, ‘আমাদের খেলার স্টাইলে সবচেয়ে গুরুত্বপূণর্ বিষয় হলো রক্ষণভাগ। এটাই আসলে ভিত। আমাদের এই খেলার ধরন আমি আমার ক্লাবে পেয়েছি। তাই এটার সঙ্গে আমি অভ্যস্থ। কী করতে হয়। এমনকি খেলার গতি কখন কিভাবে বাড়াতে বা কমাতে হবে, সেটাও আমি খুব ভালোভাবে জানি।’

এবারের বিশ্বকাপে ফাইনালে ওঠার পথে ছয় ম্যাচে চার গোল খেয়েছে ফ্রান্স। এর মধ্যে শেষ ষোলোয় আজেির্ন্টনার বিপক্ষেই তিন গোল খেয়েছিল দলটি। রোমাঞ্চকর লড়াইটি ৪-৩ ব্যবধানে জিতেছিল ১৯৯৮ সালের চ্যাম্পিয়নরা। আর তাই জমাট রক্ষণভাগে ভর করেই ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গ্রিজমান, ‘আমাদের দলে রক্ষণভাগ সবচেয়ে গুরুত্বপূণর্ কারণ আমরা জানি আক্রমণভাগে আমরা যে কোনো সময়ে গোল করতে পারি। একই সঙ্গে গোল করার চেয়ে নিজেদের রক্ষণভাগটাও সমালানো সমান গুরুত্বপূণর্ বলে মনে করি।’

এবারের বিশ্বকাপে এখনো গোলের দেখা পাননি অলিভার জিরু। প্রথম পবর্ আর শেষ ষোলর ম্যাচে আজেির্ন্টনার বিপক্ষে গোল পেয়েছিলেন কিলিয়ান এমবাপে। গ্রিজম্যানের বিশ্বাস ফাইনালে ফ্রান্সের এই দুই আক্রমণভাগের খেলোয়াড় গোল পাবেন, ‘জিরু এখনো গোল পায়নি। তবে তার কারণে আমাদের অনান্য খেলোয়াড়রা গোল পাচ্ছেন। এমবাপে গত দুটি ম্যাচে গোল পাননি। তবে সে দারুণ প্রতিভাবান, যে কোনো সময় ম্যাচের মোড় পাল্টে দেয়ার মতো ক্ষমতা রাখেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<3544 and publish = 1 order by id desc limit 3' at line 1