শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাজে সময়ে গেইলের পাশে রংপুর

ক্রীড়া প্রতিবেদক
  ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পযর্ন্ত ছয়টি ম্যাচে খেলে ফেলেছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। তাতে সবোর্চ্চ রানের স্কোরটা ২৩।১ বাকি পঁাচ ম্যাচে দুই অঙ্কের ঘরই স্পশর্ করতে পারেননি। যা গেইলের নামের পাশে বড্ড বেমানান। তবে তার ফমর্ নিয়ে চিন্তিত নয় রংপুর রাইডাসর্। কারণ যে কোন সময় সেরা ছন্দে ফিরে আসার ক্ষমতা রাখেন এ ক্যারিবীয় এ ব্যাটিং দানব। আর সেটা হতে পারে আগামী ম্যাচেই বলে মনে করছেন দলটির ইংলিশ ক্রিকেটার বেনি হাওয়েল।

বিশ্ব ক্রিকেটে পরীক্ষিত গেইল নিজের দিনে কি করতে পারেন, তা কম বেশি সবাই জানেন। এ বিপিএলেই সবোর্চ্চ ৫টি সেঞ্চুরি গেইলের। এ ক্যারিবিয়ানই একমাত্র বিদেশি যিনি কিনা এক হাজারের বেশি রান করেছেন বিপিএলে। তাই তার উপর আস্থা রেখেই দলের আরেক বিদেশি তারকা বেনি হাওয়েল বললেন, ‘আমরা কারো ব্যক্তিগত পারফরম্যান্সের কথা ভাবছি না। আমরা দলগত পারফরম্যান্সের কথা ভাবছি। আমরা জানি ক্রিস (গেইল) বড় রান করা থেকে মাত্র এক ম্যাচ পেছনে রয়েছে। আশা করছি হতে পারে সেটা সামনের ম্যাচেই।’

টি২০ সংস্করণে সবোর্চ্চ ১২ হাজার রানের মালিক তিনি। নিজেকে সেরা হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। সেই ক্রিস গেইল খুবই বাজে সময় পার করছেন। ব্যাট যেন কিছুতেই কথা শুনছে না! ক্যারিবীয় ব্যাটিংদানব গত দুই মাস ধরে খেলা সবশেষ ১০ ম্যাচে ত্রিশোধ্বর্ রানের কোনো ইনিংস দিতে পারেননি। বিপিএলের ষষ্ঠ আসরে পঁাচ ম্যাচ খেলা গেইলের ব্যাট থেকে এসেছে ৩৯ রান। সবোর্চ্চ ২৩। রংপুরে ডেরায় গেইলের বাজে ফমর্ ছিল গত আসরের শুরুতেও। শেষদিকে আপন আলোয় উদ্ভাসিত হলে মাশরাফীদের শিরোপা দিয়েই ফিরে যান এ বিস্ফোরক ব্যাটসম্যান। গেইলের নিজেকে মেলে ধরতে না পারা আফসোসের হলেও তাকে একাদশের বাইরে ঠেলে দেয়ার চিন্তা নেই রংপুরের।

অবশ্য গেইল রান পাওয়ায় ভুগতে হচ্ছে রংপুরকে। গত আসরের চ্যাম্পিয়ন দলটি আশানুরূপ খেলতে পারছে না। সাত ম্যাচে জয় পেয়েছে তিনটি। শেষ চার নিয়ে অনেকটা শঙ্কাতেই রয়েছে দল। তবে শেষ পযর্ন্ত এলিমিনেটর আশা করছেন হাওয়েল, ‘আমার বিশ্বাস আমরা প্রতি ম্যাচেই জয়ের জন্য চেষ্টা করব। আশা করি, আমরা তৃতীয় কিংবা চতুথর্ হতে পারব।’

বিপিএল খেলতে আসার আগে ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার টি২০ লিগে জজি স্টাসের্র জাসিের্তও নিষ্প্রভ ছিলেন গেইল। প্রোটিয়া টি২০- লিগের তিন ম্যাচে করেন ২০ রান। সবোর্চ্চ ইনিংসটি ছিল ৯ রানের। আর নভেম্বরে টি-টেন লিগে শেষ দুই ম্যাচে কেরেলা নাইটসের হয়ে করেছেন ৩৩ রান। দুই ম্যাচের একটিতে ১৯, অন্যটিতে ১৪ রান। গত ১০ ম্যাচ ধরে রানখরায় থাকা গেইল ব্যাট হাতে একরকম ঘুমাচ্ছেন! আজ মঙ্গলবার মিরপুরে রংপুর খেলবে খুলনা টাইটানসের বিপক্ষে। গেইলের নিজেকে মেলে ধরার পাচ্ছেন আরেকটি সুযোগ।

অথচ গত আসরে গেইলের চওড়া ব্যাটের ওপর ভার করে চ্যাম্পিয়নই হয়েছিল রংপুর। গেইল খেলেছিলেন দারুণ। ক্যারিবীয় ওপেসারের এ আসরে বাজে খেলার কোন কারণ অবশ্য দেখছেন না হাওয়েল,‘ কান সমস্যাই নেই। আমার মনে হয় কিছু গুরুত্বপূণর্ ম্যাচ যা আমরা সঠিক লাইনে যেতে পারিনি। ভুল আসলে তেমন কিছু নেই। সবই ঠিক আছে এবং আগামী ম্যাচের জন্য তৈরি হচ্ছি। আশা করছি, খুলনার বিপক্ষে ম্যাচে বড় স্কোর হবে। এবি ডি ভিলিয়াসর্ এসেছেন এবং আমরা চার ব্যাটসম্যান নিয়ে খেলছি। যথা সম্ভাব্য সেরা একাদশ নিয়ে জয় পাওয়াটা আমাদের জন্য দারুণ হবে। আর আমি আমার সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব। বলতে পারেন চ্যালেঞ্জ নেয়ার জন্য আমি সম্পূণর্ প্রস্তুত রয়েছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<33316 and publish = 1 order by id desc limit 3' at line 1