বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিলেট ঘুরে ঢাকা ফিরল বিপিএল

ক্রীড়া প্রতিবেদক
  ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

বেশিরভাগ ম্যাচে গ্যালারিতে ছিল দশর্ক-খরা। ছোটখাটো কিছু বিতকর্ও জন্ম নিয়েছে। অবশ্য সেসব ছাপিয়ে গেছে মাঠে দেশি-বিদেশি ক্রিকেটারদের দুরন্ত পারফরম্যান্স। সবমিলে জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। দেখতে দেখতেই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি২০ আসরের অধের্কটা প্রায় শেষের পথে। ঢাকার প্রথম পবের্র পর শনিবার শেষ হয়েছে সিলেট পবের্র খেলা। আজ থেকে শুরু হচ্ছে ঢাকার দ্বিতীয় পবর্।

নতুন বছরের শুরুতেই স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ানার্ররা যোগ দিয়ে বিপিএল ষষ্ঠ আসরকে ভিন্ন মাত্রা দেন। কুমিল্লার হয়ে প্রথম দুই ম্যাচ খেলে ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথ ফিরে যান। একই কারণে সিলেট সিক্সাসের্র জাসিের্ত টানা সাত ম্যাচ খেলে বাড়ি ফিরছেন অজিদের সাবেক সহ-অধিনায়ক ওয়ানার্রও। তবে ঢাকায় এবার দেখতে পাওয়া যাবে এবি ডি ভিলিয়াসর্, লাসিথ মালিঙ্গা, জেসন রয়দের ক্রিকেট জাদু। সঙ্গে ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, সুনিল নারিনরাতো আছেনই।

সাত দলের এবারের বিপিএলে ফাইনালসহ মোট ম্যাচ হবে ৪৬টি। ইতোমধ্যে ২২টি ম্যাচ শেষ। শেষ হওয়া ওই ম্যাচগুলোয় চোখ রাখলে দেখা যায়, সবচেয়ে বেশি জয় সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের। ঢাকার প্রথম পবর্ এবং সিলেট পবর্ শেষ হওয়ার পর ৬ ম্যাচের পঁাচটিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরেই রয়েছে দলটি। রাজধানীর দলটির নেট রানরেট ১.৯২৪, যা অন্যদের তুলনায় অনেক বেশি।

পঁাচ ম্যাচে চার জয়ে নিয়ে দ্বিতীয় স্থানে চিটাগং ভাইকিংস। মুশফিকুর রহিমের দলের সংগ্রহ ৮ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পয়েন্টও ৮। তবে চিটাগংয়ের থেকে একটি ম্যাচ বেশি খেলেছে তামিম-ইমরুলদের দল। সাত ম্যাচে তিন জয় আর চার পরাজয়ে টেবিলের চতুথর্ স্থানে রয়েছে মাশরাফি বিন মতুর্জার রংপুর রাইডাসর্। বতর্মান চ্যাম্পিয়নদের মোট পয়েন্ট ছয়।

তালিকার পঁাচ নম্বরে অবস্থান করছে রাজশাহী কিংস। ছয় ম্যাচে তিন জয় আর তিন পরাজয়ে মেহেদী হাসান মিরাজদের সংগ্রহ ছয় পয়েন্ট। সাত ম্যাচ খেলে দুই জয় আর পঁাচ হারে সিলেট সিক্সাসের্র সংগ্রহ চার পয়েন্ট। লিটন দাস-সাব্বির রহমানরা অবস্থান করছে ষষ্ঠ নম্বরে। পয়েন্ট তালিকার সবার নিচে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। সাত ম্যাচ খেলে এক জয় ও ছয় পরাজয়ে দলটির মোট সংগ্রহ দুই পয়েন্ট।

ব্যক্তিগত পারফরম্যান্সে চোখ বোলালে দেখা যায়, রান তোলার দিক দিয়ে শীষের্ রয়েছেন বিদেশি তিন ক্রিকেটারÑ রাইলি রুশো (৭ ম্যাচে ৩৪৯), নিকোলাস পুরান (৭ ম্যাচে ২৪৪) আর ডেভিড ওয়ানার্র (৭ ম্যাচে ২২৩)। তাদের পরই রয়েছেন জুনায়েদ সিদ্দিকি (৭ ম্যাচে ২০৩) এবং মুশফিকুর রহিম (৫ ম্যাচে ১৯১)। বিপিএলের সময় যত গড়াচ্ছে, ততই নিজেদের মেলে ধরছেন স্থানীয়রা। এই ধারা টুনাের্মন্টের শেষতক অব্যাহত থাকলে শীষর্ পঁাচ রানসংগ্রাহকের তালিকায় স্থানীয়দের প্রাধান্য দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

বোলিংয়ে অবশ্য দেশি ক্রিকেটারদের আধিপত্য শুরু থেকেই। এ তালিকায় সবার উপরে রয়েছেন সিলেট সিক্সাসের্র পেসার তাসকিন আহমেদ। এখন পযর্ন্ত এ ডানহাতি ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। এরপরই রয়েছেন রংপুরের শফিউল ইসলাম। ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন তিনি। এদিকে ১২ উইকেট নিয়ে তিনে অবস্থান করছেন রংপুর অধিনায়ক মাশরাফি। সাকিব ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে রয়েছেন চারে। আর পঁাচে রয়েছেন রবি ফ্রাইলিঙ্ক। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন চিটাগং ভাইকিংসের এই পেসার।

পয়েন্ট টেবিল

দল ম্যাচ জয় পরাজয় পয়েন্ট

৪ঢাকা ডায়নমাইটস ৬ ৫ ১ ১০

৪চিটাগং ভাইকিংস ৫ ৪ ১ ৮

৪কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬ ৪ ২ ৮

৪রংপুর রাইডাসর্ ৭ ৩ ৪ ৬

৪রাজশাহী কিংস ৬ ৩ ৩ ৬

৪সিলেট সিক্সাসর্ ৭ ২ ৫ ৪

৪খুলনা টাইটান্স ৭ ১ ৬ ২

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<33110 and publish = 1 order by id desc limit 3' at line 1