শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ান ওপেনে জয়ে শুরু সেরেনার

ক্রীড়া ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

সবর্কালের সবথেকে সফল টেনিস তারকা মাগাের্রট কোটের্র রেকডের্ (২৪টি গ্র্যান্ড¯øাম শিরোপা) ভাগ বসাতে আর একটি গ্র্যান্ড¯øাম শিরোপা চাই সেরেনা উইলিয়ামসের। ওই চাওয়াটা পূণর্ করার লক্ষ্য নিয়েই অস্ট্রেলিয়ান ওপেনে নেমেছেন মাকির্ন কৃষ্ণকলি। শুরুটাও করেছেন দারুণ এক জয়ে। মঙ্গলবার জামাির্নর তাতজানা মারিয়াকে ৬-০, ৬-২ গেমে হারিয়ে উঠে গেছেন দ্বিতীয় রাউন্ডে। সেখানে কানাডার ইউজেনি বুচাডর্ অথবা পেং শুয়াইয়ের মুখোমুখি হবেন তিনি।

ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ড ¯øামটা ৩৭ বছর বয়সী সেরেনা জিতেছেন এই অস্ট্রেলিয়ান ওপেনেই, ২০১৭ সালে। তখন তিনি গভার্বস্থায় ছিলেন। এরপর কন্যসন্তানের জন্ম দিয়েছেন, দীঘর্ বিরতি দিয়ে কোটের্ ফিরলেও চেনা ছন্দে ফিরতে পারেননি সেরেনা। গত বছরটা শেষ করেন শিরোপাহীন অবস্থায়। ২০১১ সালের পর এমন হতাশায় ঘেরা বছর আর কাটাননি মাকির্ন কৃষ্ণকলি।

হতাশা ভুলে সেরেনা এবার নতুন মিশনে। যার শুরুটা হলো শেষ সাফল্য পাওয়া অস্ট্রেলিয়ান ওপেনেই। প্রথম রাউন্ডে অনায়াস জয়ের পর সেই সুখস্মৃতি স্মরণ করলেন আসরের সাতবারের চ্যাম্পিয়ন, ‘সবশেষ যখন এখানে এসেছিলাম তার ভালো কিছু স্মৃতি রয়ে গেছে। সেটা ক্যারিয়ারের সেরা একটি জয় ছিল। পুরনো জায়গায় ফিরতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার এখন যা প্রয়োজন ছিল তা করতে পেরে আমি তৃপ্ত।’

সেরেনার মতো অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ভেনাস উইলিয়ামস। সাতটি গ্র্যান্ড ¯øামজয়ী ভেনাস ৬-৭ (৩/৭), ৭-৬ (৭/৩), ৬-২ গেমে রোমানিয়ার মিখায়েলা বুজানের্সকুকে হারান। এছাড়া দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ব্রিটিশ তারকা জোহানা কন্তা, বতর্মান চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকি আর রুশ গø্যামারগালর্ মারিয়া শারাপোভা।

এদিকে, ছেলেদের এককে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন শীষর্ তারকা নোভাক জোকোভিচ, চতুথর্ বাছাই আলেক্সান্ডার জেভরেভ, স্ট্যান ওয়ারিঙ্কা, মিলোস রওনিক, ডেভিড গোফিনরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<32349 and publish = 1 order by id desc limit 3' at line 1