বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাইগারদের ফিটনেস নিয়ে দুশ্চিন্তা

আমাদের এই খেলোয়াড়রা দেশের বাইরে কিন্তু তিনটা টেস্ট ম্যাচ কখনো খেলেনি। সে হিসেবে খেলোয়াড়দের ফিট থাকা জরুরি। পুরোপুরি ফিটনেস না থাকলে পারফমর্ করাও কঠিন Ñমিনহাজুল আবেদীন নান্নু
নতুনধারা
  ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট, ওয়ানডে এবং টি২০তে এ বছর দারুণ সময় কাটিয়েছে বাংলাদেশ। আগামী বছর একই সাফল্যধারা অব্যাহত রাখতে চান বাংলাদেশের দুই অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা আর সাকিব আল হাসান। একের পর এক সিরিজে মাঠে নামবে টাইগাররা। ফেব্রæয়ারিতে নিউজিল্যান্ড সফর রয়েছে। এরপর আয়ারল্যান্ড সফর, জুনে ইংল্যান্ডে বিশ্বকাপ। এই ব্যস্ততার মাঝে খেলোয়াড়রা ফিটনেস ধরে রাখতে পারে কি না, তা নিয়েই দুশ্চিন্তায় পড়ে গেছেন প্রধান নিবার্চক মিনহাজুল আবেদীন নান্নু।

দীঘির্দন হয়ে গেল বাংলাদেশ খেলছে না তিন ম্যাচের টেস্ট সিরিজ। সবশেষ খেলেছে ২০১৪ সালে, ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে। এর আগে খেলেছে মাত্র ২০০৩ সালে পাকিস্তান সফরে, ২০০৭ সালে শ্রীলংকা সফরে। আগামী ফেব্রæয়ারিতে নিউজিল্যান্ড সফরে আবার তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।

চার বছর পর তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার আগেই ফিটনেস নিয়ে ভয় প্রধান নিবার্চকের, ‘আমাদের ওখানে তিনটা টেস্ট ম্যাচ আছে। আমরা অনেকদিন পর তিনটা টেস্ট ম্যাচের একটা সিরিজ পেয়েছি। এটা কিন্তু আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। আমরা কিন্তু ব্যাক টু ব্যাক লংগার ভাসের্ন এতগুলো ম্যাচ খেলি না। আমাদের এই খেলোয়াড়রা দেশের বাইরে কিন্তু তিনটা টেস্ট ম্যাচ কখনো খেলেনি। সে হিসেবে খেলোয়াড়দের ফিট থাকার জরুরি। পুরোপুরি ফিটনেস না থাকলে পারফমর্ করাও কঠিন।’

নিউজিল্যান্ড সফরের দল সাজাতে কঠিন ‘পরীক্ষা’ দিতে হবে নিবার্চকদের। নিয়মিত খেলছে এবং শতভাগ ফিট আছে এমন খেলোয়াড়দের সুযোগ দিতে চান প্রধান নিবার্চক। কাগজে-কলমে ভালো পরিকল্পনা করলে ম্যাচেও বাংলাদেশ দল ভালো করবে বলেই বিশ্বাস নান্নুর, ‘নিউজিল্যান্ড সিরিজের দল নিয়ে এখনই বলতে পারব না। এর আগে বিপিএলের জন্য এক মাসের একটা গ্যাপ আছে। নিউজিল্যান্ডের কন্ডিশন পুরোপুরি আলাদা। আমরা হোমে যে ধরনের কন্ডিশনে খেলি, সেখান থেকে কিন্তু অনেক অনেক ভিন্ন ক্রিকেট নিউজিল্যান্ডে খেলতে হয়। সেই হিসেবে পরিকল্পনাও অন্য রকম হয়। তবে ভালো পরিকল্পনা করলে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে।’

সিলেট আন্তজাির্তক স্টেডিয়ামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ওই সিরিজ সম্পকের্ জানতে চাইলে নান্নু বলেছেন, ‘টি২০ সিরিজ শুরু হতে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং সিরিজ হবে। কারণ ছোট ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ সবসময় ভালো দল। এটা আমাদের মাথায় আছে।’

টেস্ট আর ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ। তাই টেস্ট-ওয়ানডের পর টি২০ সিরিজেও জয়ের আশা নান্নুর। নিজেদের প্রত্যাশা সম্পকের্ তিনি বলেন, ‘ঘরের মাঠে যেহেতু আমরা টেস্ট ও ওয়ানডেতে ভালো করেছি, সে হিসেবে টি২০তেও আমাদের প্রত্যাশা অনেক উঁচুতে। ছেলেরা সব বিভাগে যেহেতু ভালো করছে, আমরাও আশাবাদী যে এই সিরিজটাও ভালো কাটবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<27513 and publish = 1 order by id desc limit 3' at line 1