logo
মঙ্গলবার ২১ মে, ২০১৯, ৭ জ্যৈষ্ঠ ১৪২৬

  ক্রীড়া প্রতিবেদক   ০৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০  

অভিজ্ঞতা অজের্নই থাইল্যান্ড-যাত্রা

অভিজ্ঞতা অজের্নই থাইল্যান্ড-যাত্রা
সংবাদ সম্মেলনে অনূধ্ব-১৫ দলের অধিনায়ক মেহেদী হাসান
সম্প্রতি নেপালে সাফ অনূধ্বর্-১৫ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দল এবার খেলতে যাচ্ছে থাইল্যান্ডে। যেখানে তাদের প্রতিপক্ষ সাইপ্রাস, মালদ্বীপ ও স্বাগতিক থাইল্যান্ড। আগামী ১০ থেকে ১৪ ডিসেম্বর উয়েফার মিনি টুনাের্মন্ট প্রজেক্টের অধীনে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় বাংলাদেশ যাচ্ছে অভিজ্ঞতা অজের্নর লক্ষ্যে। আগামী শুক্রবার দিবাগত রাতে ঢাকা ছাড়বে মোস্তফা আনোয়ার পারভেজের দল। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ সাইপ্রাস। ১২ ডিসেম্বর থাইল্যান্ড ও ১৪ ডিসেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে কিশোর ফুটবলাররা।

যদিও অভিজ্ঞতা অজের্নর লক্ষ্যেই সেখানে দল পাঠাচ্ছে বাফুফে। তবে বাংলাদেশ দলের পরিকল্পনা প্রতিপক্ষ বুঝে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া। দলের কোচ মোস্তফা আনোয়ার পারভেজ জানলেন, ‘এই দলটির মধ্যে ভালো কিছু করার ইচ্ছা আছে। তাদের ঘিরে নিবিড় অনুশীলন চলছে। ওরা প্রতিজ্ঞাবদ্ধ ভালো ফল করার জন্য। এই আসরে মালদ্বীপ বাদে বাকি দুটি দল শক্তিশালী মনে করছি। তবে আমরা সবার সঙ্গে লড়াই করব। দলের কিশোর ফুটবলারদের জন্য ভালো অভিজ্ঞতা হবে।’

চার জাতির এই আসরে সবোর্চ্চ পয়েন্ট প্রাপ্ত দলই চ্যাম্পিয়ন হবে। তবে চ্যাম্পিয়ন হওয়া নয়, দলের অধিনায়ক মিডফিল্ডার মেহেদী হাসান জানালেন ভালো খেলা উপহার দেয়াই লক্ষ্য তাদের, ‘চার মাস ধরে আমরা এক সঙ্গে অনুশীলনে আছি। সবারই ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে। এখন নতুন একটি আসরে ভালো করতে চাই। আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। আশা করছি আমরা থাইল্যান্ডের আসরে ভালো করতে পারব।’
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে