বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সবার আগে সেমিতে পতুর্গাল

‘এ’ লিগে টিকে থাকলেও এই ড্রয়ে বিদায় নিয়েছে ইতালি। গত বছরের নভেম্বরে এর থেকেও বিষাদময় গল্প রচনা করেছিল তারা, প্লে-অফে সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করে বিদায় নিয়েছিল বিশ্বকাপের বাছাইপবর্ থেকে। তাতে ভ‚লুণ্ঠিত হয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের ফুটবলীয় ইতিহাস-ঐতিহ্য
ক্রীড়া ডেস্ক
  ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০
পতুর্গালের খেলোয়াড়দের এই উচ্ছ¡াস প্রথম দল হিসেবে উয়েফা নেশন্স লিগের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করার। শনিবার রাতে ইতালির সঙ্গে গোলশূন্য ড্র করে তারা Ñওয়েবসাইট

ইতালির হয়ে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন জজোর্ কিয়েলিনি। শনিবার রাতে এই ডিফেন্ডারের মাইলফলক ছেঁায়া ম্যাচে নিজেদের উজাড় করে দিয়ে খেলেছে ইতালি। ক্রিশ্চিয়ানোহীন পতুর্গালকে যথেষ্টই ভুগিয়েছে তারা, কিন্তু গোলের দেখা পায়নি। গোল পায়নি পতুর্গালও। তাতে অবশ্য সমস্যা হয়নি বতর্মান ইউরোপসেরাদের। গোলশূন্য ড্রয়েই প্রথম দল হিসেবে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে নাম লিখিয়েছে পতুর্গাল।

‘এ’ লিগে টিকে থাকলেও এই ড্রয়ে বিদায় নিয়েছে ইতালি। গত বছরের নভেম্বরে এর থেকেও বিষাদময় গল্প রচনা করেছিল তারা, প্লে-অফে সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করে বিদায় নিয়েছিল বিশ্বকাপের বাছাইপবর্ থেকে। তাতে ভ‚লুণ্ঠিত হয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের ফুটবলীয় ইতিহাস-ঐতিহ্য। রবাতোর্ মানচিনির কোচিংয়ে ঘুরে দঁাড়ানোর আভাস দিয়েছিল আজ্জুরিরা। কিন্তু শেষরক্ষা হলো না।

লিগ ‘এ’র গ্রæপ-৩ তে ৭ পয়েন্ট নিয়ে টেবিলে শীষের্ আছে ফানাের্ন্দা সান্তোসের পতুর্গাল। তাদের এখনো একটি ম্যাচ বাকি রয়েছে। এই ম্যাচটি তারা খেলবে পোল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচটি এখন আনুষ্ঠানিকতা। ইতোমধ্যেই অবনমন নিশ্চিত করা পোল্যান্ডের জন্যও ম্যাচটি আনুষ্ঠানিকতারই। চার ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। পতুর্গাল-পোল্যান্ড ম্যাচের ফল যাই হোক, তাদের অবস্থানের কোনো পরিবতর্ন হচ্ছে না।

সান সিরোর চেনা মাঠে ইতালি খেলেছে দারুণ। রোনালদোহীন পতুর্গাল যথেষ্টই ভুগেছে। বানাের্দার্ সিলভা, রুবেন নেভেস ও আন্দ্রে সিলভারা চাপে রাখতে পারেননি ইতালিকে। ম্যাচটিতে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল স্বাগতিকরা। ৬৯ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে তারা। ৩১ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে পতুর্গাল। ইতালি টাগেের্ট শট নেয় তিনটি। পতুর্গাল টাগেের্ট শট নেয় একটি।

এই ম্যাচের মাধ্যমে ইতালির সপ্তম ফুটবলার হিসেবে ১০০টি আন্তজাির্তক ম্যাচ খেলার গৌরব অজর্ন করেন ডিফেন্ডার জজোর্ কিয়েলিনি। ২০০৪ সাল থেকে আজ্জুরিদের হয়ে খেলছেন তিনি। মাইলফলক ছেঁায়া ম্যাচটি সময়ের অন্যতম সেরা এই ডিফেন্ডারের জন্য হতাশারই আরেক নাম হয়ে রইল।

এদিকে অন্য ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে সুইডেন। আলবেনিয়ার বিপক্ষে এক হালি গোলে জিতেছে স্কটল্যান্ড। সাবির্য়ার বিপক্ষে মন্টেনিগরো জিতেছে ২-১ গোলে। আর লিথুনিয়ার বিপক্ষে রোমানিয়ার জয় ৩-০ গোলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<23099 and publish = 1 order by id desc limit 3' at line 1