শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গলেই বিদায় নেবেন হেরাথ

ক্রীড়া ডেস্ক
  ২৩ অক্টোবর ২০১৮, ০০:০০
রঙ্গনা হেরাথ

এই ভেন্যুতেই ১৯ বছর আগে শ্রীলংকার হয়ে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন। টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর জন্য সেই গলকেই বেছে নিয়েছেন রঙ্গনা হেরাথ। সফরকারী ইংল্যান্ড আর শ্রীলংকার মধ্যেকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি আগামী ৬ নভেম্বর গল স্টেডিয়ামে শুরু হবে, ওটাই হবে হেরাথের ক্যারিয়ারের শেষ টেস্ট।

ঘরের মাঠে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট ম্যাচ থাকলেও কেবল প্রথম ম্যাচ খেলেই অবসরে যাওয়ার কথা নিবার্চকদের জানিয়েছেন হেরাথ। ক্যারিয়ারজুড়ে গলের মাঠটি আবেগের জায়গা হয়ে আছে এই স্পিনারের। এখানে শুধু অভিষেকই হয়নি তার, এখানে আর মাত্র একটি উইকেট পেলে সাবেক গ্রেট মুত্তিয়া মুরালিধরনের ১০০ উইকেটের মাইলফলক ছেঁায়ার কীতিের্ত ভাগ বসাবেন তিনি।

মুরালির ছায়ায় ¤øান হতে বসা হেরাথ এখানেই ক্যারিয়ারের উত্তুঙ্গ সময়টা কাটিয়েছেন ৩১ বছর বয়সে পুনরায় ডাক পেয়ে। এই মাঠে পাকিস্তানের বিপক্ষে ২০০৯ সালে ১০ উইকেট নিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন আবার। শ্রীলংকার জাসিের্ত ৯২টি টেস্ট ম্যাচ খেলে ৪৩০টি উইকেট সংগ্রহ করেছেন হেরাথ। ইতোমধ্যে পেরিয়েছেন জীবনের ৪০টি বসন্ত। প্রাণের খেলা ক্রিকেটকে বিদায় বলার জন্য সময়টাকে উপযুক্তই মনে করছেন তিনি।

মুরালিধরন অবসরে যাওয়ার পর শুধু স্পিনেই নয়, বোলিংয়েই লংকানদের সবচেয়ে বড় ভরসা ছিলেন হেরাথ। কিন্তু ইনজুরি কারণে ২০১৭ সালের জানুয়ারি থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজে কখনও সব ম্যাচ খেলেননি। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে শেষ সিরিজেও পুরোটা খেলতে পারেননি। ৪০ বছর বয়সে এসে এভাবে থেমে থেমে এগোতে কারই বা ভালো লাগে? ভালো লাগছে না হেরাথেরও। তাই অবসরের সিদ্ধান্ত।

২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেকের পর শেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে। সবমিলিয়ে ৭১টি ওয়ানডেতে বল হাতে ৭৪ উইকেট নিয়েছেন। ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ অভিষেক হয়েছিল। এরপর ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টি২০ ম্যাচ খেলেন হেরাথ। সবমিলিয়ে ১৭ টি২০ তে বল হাতে ১৮ উইকেট আছে তার ঝুলিতে।

শুধু দ্বীপদেশেই নয়, হেরাথের অবসরের মধ্যদিয়ে আধুনিক ক্রিকেটের এক অবিস্মরণীয় অধ্যায়ের সমাপ্তি ঘটবে। টেস্ট ইতিহাসে ১০ নম্বর উইকেট শিকারি হিসেবেই কেবল নয়, ক্যারিয়ারের প্রথম একদশক দলে সুযোগ পাওয়া নিয়ে হিমশিম খাওয়ার পর ক্যারিয়ারের মোট ৪৩০ উইকেটের ৩৬টি বাদে সবই পেয়েছেন ৩১ বছর বয়সের পর। এর মধ্যে আবার ২৩০ উইকেট পেয়েছেন বয়স ৩৫ ছাড়ানোর পর। আর কোনো বোলারই এমন কীতির্ গড়তে পারেননি।

ক্যারিয়ারের শেষ টেস্টে যদি ৫ উইকেট নিতে পারেন, তাহলে টেস্টে সপ্তম সবোর্চ্চ উইকেট শিকারি হবেন হেরাথ। সেক্ষেত্রে ছাড়িয়ে যাবেন নিউজিল্যান্ড গ্রেট রিচাডর্ হ্যাডলির ৪৩১, ইংল্যান্ডের স্টুয়াটর্ ব্রডের ৪৩৩ ও ভারতীয় কিংবদন্তি কপিল দেবের ৪৩৪ উইকেটের মাইলফলক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<18893 and publish = 1 order by id desc limit 3' at line 1