শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ

নতুনধারা
  ২১ অক্টোবর ২০১৮, ০০:০০

পরিসংখ্যানে বাংলাদেশ-জিম্বাবুয়ে

সবের্মাট ম্যাচ ৬৯টি

বাংলাদেশ জয়ী জিম্বাবুয়ে জয়ী

৪১ ২৮

বাংলাদেশে মুখোমুখি ৩৮ ম্যাচ

বাংলাদেশ জয়ী জিম্বাবুয়ে জয়ী

২৭ ১১

দলীয় সবোর্চ্চ

বাংলাদেশ : ৩২০/৮ (২০০৯)

জিম্বাবুয়ে : ৩২৩/৭ (২০০৯)

দলীয় সবির্নম্ন

বাংলাদেশ : ৯২ (নাইরোবি, ১৯৯৭)

জিম্বাবুয়ে : ৪৪ (চট্টগ্রাম, ২০০৯)

বড় জয় (রানের হিসেবে)

বাংলাদেশ : ১৪৫ (ঢাকা, ২০১৫)

জিম্বাবুয়ে : ১৯২ (নাইরোবি, ১৯৯৭)

বড় জয় (উইকেটের হিসেবে)

বাংলাদেশ : ৯ উইকেট (খুলনা ২০০৬)

জিম্বাবুয়ে : ৮ উইকেট (হারারে, ২০০৭)

ছোট জয় (রানের হিসেবে)

বাংলাদেশ : ৮ রান (হারারে, ২০০৪)

জিম্বাবুয়ে : ৫ রান (হারারে, ২০১১)

ছোট জয় (উইকেটের হিসেবে)

বাংলাদেশ : ১ উইকেট (হারারে, ২০০৭)

জিম্বাবুয়ে : ২ উইকেট (হারারে, ২০০৬)

সবাির্ধক রান

বাংলাদেশ : সাকিব আল হাসান

(৪৫ ম্যাচে ৪০.১১ গড়ে ১৪০৪)

জিম্বাবুয়ে : ব্রেন্ডন টেলর

(৪৭ ম্যাচে ২৮.৪১ গড়ে ১২২২)

ব্যক্তিগত সবোর্চ্চ

বাংলাদেশ : তামিম ইকবাল ১৫৪

জিম্বাবুয়ে : চালর্স কভেন্ট্রি ১৯৪*

সবোর্চ্চ উইকেট

বাংলাদেশ : সাকিব আল হাসান

(৪৫ ম্যাচে ৩.৯৩ ইকোনোমিতে ৭৪টি)

জিম্বাবুয়ে : রেমন্ড প্রাইস

(২৫ ম্যাচে ৩.৮১ ইকোনোমিতে ৩৫টি)

সেরা বোলিং

বাংলাদেশ : আব্দুর রাজ্জাক (৫/২৯)

জিম্বাবুয়ে : ব্রায়ান স্ট্র্যাং (৬/২০)

জুটিতে সবোর্চ্চ

বাংলাদেশ : ১৭০ (প্রথম উইকেটে)

শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেন

জিম্বাবুয়ে : ১৬১ (প্রথম উইকেটে)

গ্র্যান্ড ফ্লাওয়ার ও অ্যান্ডি ফ্লাওয়ার

২০১০ সালের পহেলা ডিসেম্বরের পর ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে হারেনি বাংলাদেশ। ঘরে-বাইরে মিলিয়ে দলটির বিপক্ষে তারা সবশেষ হেরেছে ২০১৩ সালে। বুলাওয়েতে ওই হারের পর সবশেষ ১০ ম্যাচে জয়ী দল বাংলাদেশ।

বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বৈরথে সবথেকে বেশি ৫৩টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন এলটন চিগুম্বুরা। বাংলাদেশের পক্ষে সবাির্ধক ৪৬ ম্যাচ খেলেছেন মোহাম্মদ আশরাফুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<18552 and publish = 1 order by id desc limit 3' at line 1