মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
ইউরোপিয়ান ফুটবল

জয়ের খেঁাজে রিয়াল-বাসার্

ক্রীড়া ডেস্ক
  ২০ অক্টোবর ২০১৮, ০০:০০

পারফরম্যান্স বিচারে রিয়াল মাদ্রিদ আর বাসেের্লানার মাঝে আপাতত কোনো তফাৎ নেই। চলতি মৌসুমে দুটি দলই লা লিগায় ধুঁকছে। সবের্শষ চার ম্যাচে জয়ের মুখ দেখেনি তারা। ফারাটা কি আজ কাটিয়ে ওঠতে পারবে চিরপ্রতিদ্ব›দ্বী দুই দল?

আন্তজাির্তক বিরতি শেষে আবারও বেজে উঠেছে ক্লাব ফুটবলের দামামা। ইউরোপের শীষর্ পঁাচ লিগে মাঠে নামছে বড় দলগুলো। লা লিগায় দিনের প্রথম ম্যাচেই লেভান্তের মুখোমুখি হচ্ছে রিয়াল। গত এক যুগে সবচেয়ে বাজে সময় পার করছে হুলেন লোপেতেগির শিষ্যরা। ২৩ সেপ্টেম্বর আলাভেসের বিপক্ষে ১-০ ব্যবধানের জয়ে সবের্শষ জালে বল জড়িয়েছিলেন মাকোর্ আসেনসিও। এরপর টানা ৩৬০ মিনিট ধরে গোলহীন দলটি। লেভান্তের বিপক্ষে ম্যাচটির গুরুত্ব তাই লোপেতেগির কাছে ফাইনালের চেয়েও বেশি কিছু।

বাসেের্লানা অবশ্য গোল পাচ্ছে। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ডুবাচ্ছে তাদের দুবর্ল রক্ষণ। আট ম্যাচের প্রথম দুটিতে কেবল ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছে দলটি। বাকি ছয়টিতে আনেের্স্তা ভালভাদের্ ব্রিগেড গোল হজম করেছে। ওই ছয় ম্যাচের দুটিতে জয়, তিনটিতে ড্র আর একটিতে হার দেখতে হয়েছে মেসিদের। আজ ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে রক্ষণভাগ শক্তপোক্ত না থাকলে জয় অধরাই থেকে যাবে বাসার্র। এই ম্যাচের ফল পয়েন্ট টেবিলের শীষর্ স্থান নিধার্রক হিসেবেও কাজ করবে। ৮ ম্যাচে ১৬ পয়েন্টের সুবাদে এই মুহূতের্ সবার ওপরে সেভিয়া। এক পয়েন্ট পিছিয়ে দুইয়ে বাসার্। তাদের চেয়ে কেবল গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ। অপর ম্যাচে যারা মুখোমুখি হবে ভিয়ারিয়ালের। আর ১৪ পয়েন্ট নিয়ে চতুথর্ স্থানে রয়েছে রিয়াল। কাজেই সবারই চোখ থাকবে জয়ে।

স্টামফোডর্ ব্রিজে চেলসির বিপক্ষে জয়ে চোখ থাকবে ম্যানচেস্টার ইউনাইটেডেরও। তবে ৮ ম্যাচে এখনও বøুজদের হারাতে পারেনি কেউ। হোসে মরিনহো ব্রিগেডের সামনে তাই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অপর ম্যাচে তাদের নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ বানির্ল। আর হাডাসির্ফল্ডের মাঠে নামবে লিভারপুল। সমান ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ম্যানসিটি, চেলসি আর লিভারপুল। দুই পয়েন্ট পিছিয়ে পঁাচে থাকা টটেনহাম হটস্পার মোকাবেলা করবে ওয়েস্টহামের।

এদিকে, ইতালিয়ান সিরি’আয় আজ রাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস মুখোমুখি হচ্ছে জেনোয়ার। লিগে এখন পযর্ন্ত ৮ ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে ম্যাসিমিলিয়ানো আলেগ্রির শিষ্যরা। ফরাসি লিগ ওয়ানে টানা ৯ ম্যাচে জয় পাওয়া প্যারিস সেন্ট জামের্ই (পিএসজি) আজ চোখ রাখছে টানা দশে। ঘরের মাঠ পাকর্ ডি প্রিন্সেসে তাদের প্রতিপক্ষ এমিয়ে। নেইমার-কিলিয়ান এমবাপেরা তাই মাঠে নামবেন পরিষ্কার ফেভারিট হিসেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<18382 and publish = 1 order by id desc limit 3' at line 1