বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি আসছে আজ

ক্রীড়া প্রতিবেদক

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনার রঙ ছিটাতে বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি। ট্রফিটি আজ বাংলাদেশে এসে পেঁৗছাবে। শুধু বাংলাদেশই নয়, বিশ্বকাপে অংশ নিতে যাওয়া অন্য দেশগুলোর পাশাপাশি আইসিসির সহযোগী দেশগুলোতেও ঘুরবে এটি। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডে। ৩০ মে শুরু হয়ে শেষ হবে ১৪ জুলাই। আসর শুরুর আগেই বিশ্ব পরিভ্রমণ শেষে আয়োজক দেশে পেঁৗছাবে ট্রফি।

সকালে ঢাকায় পেঁৗছানোর পর ট্রফিটি বেলা ১১ থেকে ১২টা পযর্ন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামস্থ বিসিবি একাডেমির সামনে রাখা হবে। আসন্ন জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে বাংলাদেশ দল যেহেতু মিরপুরেই অনুশীলন করছে, কাজেই খুব সহজেই মাশরাফি-মুশফিকরা ট্রফি দশর্ন করতে পারবেন। মূলত জাতীয় দলের ক্রিকেটারদের জন্যই একাডেমি বনের সামনে প্রদশির্ত হবে ট্রফিটি।

জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি সাংবাদিক এবং দেশের আম দশর্করাও বিশ্বকাপ ট্রফি দশের্নর সুযোগ পাবেন। ভাগ্য ভালো থাকলে পেয়ে যেতে পারেন স্বপ্নের ট্রফিটি ধরে সেলফি তোলার সুবণর্ সুযোগও। আর শুধু ঢাকার দশর্করাই নন, এই সুযোগ পাবেন সিলেট এবং চট্টগ্রামবাসীও। কারণ ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট-এই তিন বিভাগীয় শহরেই সাধারণ দশর্কদের জন্য ট্রফিটি প্রদশর্ন করা হবে।

ঢাকার যেসব দশর্ক ট্রফিটি ছুঁয়ে দেখতে চান এবং আজন্ম স্মৃতি করে রাখতে একটা মূল্যবান সেলফি তুলতে চান, তাদের ১৮ অক্টোবর ছুটে যেতে হবে যমুনা ফিউচার পাকের্। ঢাকার দশর্কদের জন্য ১৮ অক্টোবর সেখানেই প্রদশির্ত হবে ট্রফিটি। এরপর ১৯ অক্টোবর ঢাকা থেকে ট্রফিটি যাবে সিলেটে। সেদিনই সিলেট স্টেডিয়ামে সবর্সাধারণের জন্য ট্রফিটি প্রদশির্ত হবে। এরপর ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রদশির্ত হবে ট্রফিটি।

কঠিন শাস্তির মুখে জয়সুরিয়া!

ক্রীড়া ডেস্ক

সনাথ জয়সুরিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে আইসিসির দুনীির্ত দমন ইউনিট আকসু। শ্রীলংকার সাবেক অধিনায়কের বিরুদ্ধে তথ্য গায়েব, তদন্তে সহযোগিতা না করা ও দেরি করার মতো অভিযোগ উঠেছে। বিধিভঙ্গের অভিযোগ তুলে আকসু জানিয়েছে, কোড অব কন্ডাকটের ২.৪.৬ এবং ২.৪.৭ ধারায় অভিযুক্ত জয়সুরিয়া। যার কারণে তার কঠিন শাস্তি হতে পারে বলে মনে করছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেন। তার মতে, হিমশৈলীর চ‚ড়া শুধু দেখা যাচ্ছে। এবার হয়তো আরও অনেক ঘটনাই প্রকাশ্যে আসবে।

শ্রীলংকার সাবেক অধিনায়ক জয়সুরিয়ার বিরুদ্ধে প্রধান অভিযোগ, বিভিন্ন সময় তদন্তে সহযোগিতা করেননি। অনেক ক্ষেত্রে তথ্য পযর্ন্ত গায়েব করে দিয়েছেন। বারবার বলার পরও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। শ্রীলংকা দলের নিবার্চক কমিটির চেয়ারম্যান থাকার সময়ই তিনি এইসব কাজ করেছেন।

ইংলিশ সাবেক অধিনায়ক নাসের হুসেন মনে করেন, এই ঘটনার জের অনেকদূর গড়াবে, ‘এটা অনেক বড় বিষয়। জয়সুরিয়া শুধু শ্রীলংকার ক্রিকেটই নয়, বিশ্ব ক্রিকেটেও অনেক বড় নাম। একজন মহান ক্রিকেটার, সাবেক অধিনায়ক, নিবার্চক কমিটির সাবেক চেয়ারম্যান। এতদিন আইসিসির বিরুদ্ধে অভিযোগ ছিল, বড় নামকে এড়িয়ে গিয়ে ছোট নামের পেছনে ছুটুছে তারা। এবার ছবিটা বদলেছে। জয়সুরিয়ার চেয়ে বড় নাম খুব কমই এসেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<17894 and publish = 1 order by id desc limit 3' at line 1