মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
আজ মুখোমুখি ব্রাজিল-আজেির্ন্টনা

প্রীতি ম্যাচেও মহারণের ঝঁাজ

সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোটর্স সিটি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু দুই দলের মধ্যকার প্রীতি ম্যাচেও থাকছে মহারণের ঝঁাজ। ব্রাজিলের কোচ তিতে তো পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ব্রাজিল-আজেির্ন্টনার দ্বৈরথকে কখনোই প্রীতি ম্যাচের আবহে আটকে রাখা সম্ভব নয়
ক্রীড়া ডেস্ক
  ১৬ অক্টোবর ২০১৮, ০০:০০

ব্রাজিল-আজেির্ন্টনা, ফুটবলে দুই চিরপ্রতিদ্ব›দ্বী দল। মযার্দার লড়াইয়ে দল দুটো যখন ময়দানে মুখোমুখি হয়, তখন সেটা হয়ে যায় মহারণ। সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোটর্স সিটি স্টেডিয়ামে আজ রাত ১২টায় অনুষ্ঠেয় দুই দলের মধ্যকার প্রীতি ম্যাচেও থাকছে মহারণের ঝঁাজ। ব্রাজিলের কোচ তিতে তো পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ব্রাজিল-আজেির্ন্টনার দ্বৈরথকে কখনোই প্রীতি ম্যাচের আবহে আটকে রাখা সম্ভব নয়। এই ম্যাচে উত্তেজনা থাকবে, লাতিন ফুটবলের মোহনীয়তা থাকবে; ফুটবল রোমান্টিকদের জন্য থাকবে রোমাঞ্চের পসরা।

ফুটবলে ব্রাজিল-আজেির্ন্টনা দ্বৈরথ বেশ পুরনো। ফুটবলপাগল বাঙালিরাও বিভক্ত দুই ভাগে। বিশ্বকাপ চলাকালে বিষয়টা আরও পরিষ্কার হয়ে ওঠে। মাস কয়েক আগেই রাশিয়া বিশ্বকাপ চলাকালে সেটা দেখা গেছে। ওই বিশ্বকাপে ব্রাজিল এবং আজেির্ন্টনা, কোনো দলই ভক্তদের প্রত্যাশা মেটাতে পারেনি। শেষ ষোলো থেকে বিদায় নেয় লিওনেল মেসির আজেির্ন্টনা, কোয়াটার্র ফাইনাল থেকে নেইমারের ব্রাজিল। এখন দল দুটো ২০১৯ কোপা আমেরিকার জন্য নিজেদের প্রস্তুত করছে। বিভিন্ন জায়গায় খেলছে প্রীতি ম্যাচ। এরই প্রেক্ষিতে আজ সৌদি আরবের মাটিতে দেখা হচ্ছে দুই দলের।

এটা কেবলই প্রীতি ম্যাচ নয়, এটা মহারণ। লাতিন ফুটবলে দুই দলের ঐতিহ্যের লড়াই। ফুটবল সম্রাট পেলের উত্তরসূরিদের দখলে রয়েছে পঁাচটি বিশ্বকাপ। ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার উত্তরসূরিরা ১৪ বার কোপা আমেরিকা জিতে আঞ্চলিক আধিপত্যে এগিয়ে। ব্রাজিল কোপা আমেরিকা জিতেছে আটবার। আজেির্ন্টনা বিশ্বকাপ জিতেছে দুবার। এসব হিসেব সামনে টেনে দুই দলই ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করে। শুধু মুখের কথায় নয়, মাঠের লড়াইয়েও নিজেদের এবং দেশের শ্রেষ্ঠত্ব প্রমাণে মরিয়া হয়ে খেলেন দুই দলের ফুটবলাররা।

বিশ্বসেরা ফুটবলারদের অনেকেই দল দুটোতে খেলে। ব্রাজিল যেমন আজ মাঠে নামবে নেইমার-কুতিনহো-জেসুসদের মতো মহাতারকাদের নিয়ে। এক্ষেত্রে অবশ্য এবার কিছুটা পিছিয়ে আজেির্ন্টনা। বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের জাসিের্ত আর মাঠে নামেননি মেসি। এই ম্যাচেও তিনি নেই। ভারপ্রাপ্ত কোচ দলে রাখেননি গঞ্জালো হিগুয়েন, সাজির্ও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়াদের মতো তারকা ফুটবলারদের। তবে পাওলো দিবালা, মাউরো ইকাদিের্দর মতো ইউরোপ মাতানো তারকারা ঠিকই আছেন। ব্রাজিলের বিপক্ষে আজ স্কালোনির মূল ভরসা এই দুজনই।

মেসির অনুপস্থিতিতে একঝঁাক প্রতিভাবান তরুণদের নিয়ে গড়া আজেির্ন্টনার এই দল ইতোমধ্যেই নিজেদের সামথের্্যর প্রমাণ রেখেছে। সবশেষ প্রীতি ম্যাচে ইরাককে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। তবে তাদের সামথের্্যর আসল পরীক্ষাটা হবে আজ, চিরপ্রতিদ্ব›দ্বী ব্রাজিলের বিপক্ষে। যারা সবশেষ ম্যাচে সৌদি আরবকে হারিয়েছে ২-০ গোলে। তবে ওই ম্যাচে শিষ্যদের পারফরম্যান্স একটুও মন ভরাতে পারেনি তিতের। এই কোচ আগেই জানিয়ে রেখেছেন, আজেির্ন্টনার বিপক্ষে আজ নেইমার-কুতিনহোদের কাছ থেকে সেরা পারফরম্যান্সটা দেখতে চান।

২০১৯ কোপা আমেরিকা বসবে ব্রাজিলের মাটিতে। ২০২২ বিশ্বকাপের মহড়া হিসেবেই আসরটাকে দেখছেন অনেকে। কোপার পরপরই শুরু হবে বিশ্বকাপের বাছাইপবর্। তবে ওই বাছাইপবর্ নয়, আপাতত কোপার দিকেই নজর রাখছে ব্রাজিল। ঘরের মাঠে এবার আর শিরোপাবঞ্চিত থাকতে চায় না দলটি। তিতে সেভাবেই ব্রাজিল দলটাকে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই প্রীতি ম্যাচগুলোও তার কাছে পাচ্ছে বাড়তি গুরুত্ব। সেখানে আজকের ম্যাচটি আজেির্ন্টনার বিপক্ষে, যেখানে থাকছে মহারণের ঝঁাঝ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<17732 and publish = 1 order by id desc limit 3' at line 1