শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেই মাহমুদউল্লাহতেই আস্থা বিসিবির

যদি এমন হয় আমরা অন্য কাউকে অধিনায়ক করিÑ তাহলে সাকিব ফিট হয়ে দলে ফিরলে তাকে বাদ দিতে হবে। বারবার অধিনায়ক পরিবতের্নর বিষয়টি খারাপ। তাই আমি মনে করি সাকিব ফিট হয়ে না আসা পযর্ন্ত রিয়াদেরই (মাহমুদউল্লাহ) অধিনায়কত্ব চালিয়ে যাওয়া উচিত Ñনাজমুল হাসান পাপন
ক্রীড়া প্রতিবেদক
  ১৩ অক্টোবর ২০১৮, ০০:০০
আসন্ন জিম্বাবুয়ে সিরিজ আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশের টেস্ট এবং ওয়ানডে দলের নেতৃত্বে দেখা যেতে পারে মিডলঅডাের্রর নিভর্রযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদকে Ñফাইল ছবি

সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরাগভাজন হয়ে নিজেকে ঘোর বিপাকে ফেলে দিয়েছিলেন, সেরা একাদশে জায়গাটাই হারাতে বসেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের শততম টেস্টটাও খেলা হয়নি ডানহাতি ব্যাটসম্যানের। বছর ঘুরতে না ঘুরতেই সেই মাহমুদউল্লাহ এখন দলের অপরিহাযর্ সদস্য, দলের ব্যাটিং স্তম্ভ, টেস্ট এবং টি২০ দলের সহ-অধিনায়ক। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দেশকে নেতৃত্বও দিয়েছেন। আবারও সেই সুযোগ মাহমুদউল্লাহর সামনে। ঘরের মাঠে আসন্ন জিম্বাবুয়ে সিরিজ আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্ট এবং ওয়ানডে দলের নেতৃত্বভার বতাের্চ্ছ তার কঁাধে, এমন আভাসই দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোডের্র (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আঙুলের চোটে ভুগছেন সাকিব। ঘরের মাঠে আসন্ন জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ। আসলে চোট সারিয়ে কবে নাগাদ দলে ফিরতে পারবেন বিশ্বসেরা অলরাউন্ডার, বিষয়টি সেভাবে জানা নেই কারও। তাই সাকিব যতদিন দলের বাইরে থাকবেন ততদিন টেস্ট আর টি২০তে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার জন্য অন্য কাউকে বেছে নেয়া হবে কিনা, সেটা নিয়ে চলছে জল্পনাকল্পনা। এরই মধ্যে গুঞ্জন রটেছে, আপৎকালীন সময়ের জন্য মুশফিকুর রহিমকে আবার অধিনায়ক করা হবে! তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি। তার সোজাসাপ্টা কথাÑ নতুন করে কাউকে আর অধিনায়ক করা হচ্ছে না। বৃহস্পতিবার রাতে ঢাকা ক্লাবে সংবাদমাধ্যমকে নাজমুল হাসান পাপন এমনটাই বলেছেন।

দীঘির্দন ধরেই ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মতুর্জা। বৃহস্পতিবার তার নেতৃত্বেই জিম্বাবুয়ে সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। মিরপুরে ২১ অক্টোবর শুরু হবে ওয়ানডে সিরিজ। শেষ দুটি ওয়ানডে গড়াবে ২৪ ও ২৬ অক্টোবর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর ৩ নভেম্বর সিলেটে শুরু হবে দুই টেস্টের সিরিজের প্রথমটি। তাই টেস্ট দল ঘোষণা হতে এখনো প্রায় সপ্তাহ তিনেক বাকি। তবে এরই মধ্যে আলোচনায় উঠে এসেছেÑ অধিনায়ক হচ্ছেন কে? নাজমুল হাসান জানিয়ে দিলেন, শুধু জিম্বাবুয়ে সিরিজেই নয়, যতদিন সাকিব খেলার জন্য পুরোপুরি ফিট না হন ততদিন অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহ।

নতুন করে কাউকে অধিনায়ক না করে মাহমুদউল্লাহর ওপর আস্থা রাখার বিষয়টি ব্যাখ্যা করে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘যদি এমন হয় আমরা অন্য কাউকে অধিনায়ক করিÑ তাহলে সাকিব ফিট হয়ে দলে ফিরলে তাকে বাদ দিতে হবে। বার বার অধিনায়ক পরিবতের্নর বিষয়টি খারাপ। তাই আমি মনে করি সাকিব ফিট হয়ে না আসা পযর্ন্ত রিয়াদেরই (মাহমুদউল্লাহ) অধিনায়কত্ব চালিয়ে যাওয়া উচিত।’

চোটাঘাতে রীতিমতো জজির্রত বাংলাদেশ শিবির। সাকিব-তামিম ছিটকে গেছেন চোট নিয়ে। মুশফিক-মাশরাফি দলে আছেন, তবে চোট সমস্যা আছে তাদেরও। পিঠে ব্যথা আছে মাহমুদউল্লাহরও। তবে এখন তিনি অনেকটাই ফিট। খেলবেন জিম্বাবুয়ে সিরিজের শুরু থেকেই। এরপর টেস্টে দলকে নেতৃত্ব দেয়ার চ্যালেঞ্জ। মাহমুদউল্লাহ আগেই জানিয়ে রেখেছেন, চ্যালেঞ্জ নেয়ার জন্য পুরোপুরি তৈরি তিনি। ‘চ্যালেঞ্জ নিয়ে খেলা উপভোগ করি’Ñ জানাতে ভোলেননি এই কথাও।

এদিকে, বিতকর্ তৈরি হয়েছে ওয়ানডে দল থেকে সৌম্য সরকারের বাদ পড়া নিয়ে। আসলে বিতকের্র জন্ম দিয়েছে নাজমুল হোসেন শান্তর টিকে যাওয়া। এশিয়া কাপে চরম ব্যথর্তার পরও জিম্বাবুয়ে সিরিজের দলে আছেন এই টপঅডার্র ব্যাটসম্যান। অন্যদিকে ফাইনালে ব্যাটিং বিপযের্য়র মাঝেও ৩৩ রানের দারুণ এক ইনিংস খেলার পরও ছিটকে গেছেন সৌম্য। নিবার্চক প্যানেলের সদস্য হাবিবুল বাশার সুমন অবশ্য এতে বিতকের্র কিছু দেখছেন না। তার দাবি, ভবিষ্যতের কথা মাথায় রেখেই দলে নেয়া হয়েছে শান্তকে।

এখন প্রশ্ন হচ্ছে, সৌম্যর মাঝেও তো ভবিষ্যৎ দেখছেন অনেকে। তাহলে তাকে এভাবে বাদ দেয়া কেন? হাবিবুল বিষয়টা ব্যাখ্যা করেছেন এভাবে, ‘সৌম্য অনেক দিন ধরে খেলেছে। খেলোয়াড় হিসেবে সে তৈরি, কিন্তু ছন্দে নেই। সেখানে শান্তকে আমাদের তৈরি করতে হবে।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমাদের ভবিষ্যতের খেলোয়াড় তৈরি করতে হবে। তিনটা ম্যাচ দেখে যদি একজন খেলোয়াড়কে বাদ দিই তাহলে (খেলোয়াড় তৈরির) প্রক্রিয়াটা শেষ হবে না। ওকে আরেকটা সুযোগ দেয়া উচিত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<17168 and publish = 1 order by id desc limit 3' at line 1