logo
রোববার ১৯ মে, ২০১৯, ৫ জ্যৈষ্ঠ ১৪২৬

  ক্রীড়া ডেস্ক   ১২ অক্টোবর ২০১৮, ০০:০০  

মরিনহোর পাশে ইব্রাহিমোভিচ

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে অধারাবাহিক ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলরা এক ম্যাচে জয় পাচ্ছে তো দুই ম্যাচে হোঁচট খাচ্ছে। আর গণমাধ্যম রসিয়ে রসিয়ে পুরো দোষ চাপাচ্ছে কোচ হোসে মরিনেহার ঘাড়ে। জালাতন ইব্রাহিমোভিচের দৃষ্টিতে যা অবিচার। ম্যানইউর সাবেক এই তারকা মনে করছেন, দলের খেলোয়াড়দের মাঝে জয়ের মানসিকতা গড়ে ওঠা বেশি প্রয়োজন।

২০১৫-১৬ মৌসুমে মরিনহোর অধীনে ম্যানইউতে খেলেছেন ইব্রাহিমোভিচ। এর আগে ইন্টার মিলানেও এই পতুির্গজ কোচের শিষ্য ছিলেন তিনি। মরিনহোর নারি-নক্ষত্র তাই জানা তার। ম্যানইউর বতর্মান সংকটের পেছনে সাবেক গুরুর কোনো দায় দেখছেন না ইব্রা। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি মনে করি, ম্যানইউর জন্য তিনি (মরিনহো) সঠিক পছন্দ। কিন্তু একজন কোচ তখনই ভালো হন, যখন তার দল ভালো থাকে। কাজেই দল যথেষ্ট ভালো না হলে মরিনহোর পক্ষে অলৌকিক কিছু করে দেখানো অসম্ভব।’
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে