বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেভারিটদের রাতে ম্যানসিটির হার

গোলের পর গ্যারেথ বেলের উচ্ছ¡াস। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রæপ পবের্ রোমার বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ে অবদান রাখেন এই ওয়েলস তারকা Ñওয়েবসাইট
ক্রীড়া ডেস্ক
  ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

শেষ বঁাশি বাজার আগে অনেকেই আসন ছেড়ে উঠে দঁাড়ালেন। কেউ কেউ হাটা দিলেন বাড়ির পথে। তবে যাবার সময়ও পেছন ফিরে তাকাচ্ছিলেনÑ যদি একটা গোল হয় এই আশায়; তাতে অন্তত প্রিয় দলের পরাজয় দেখতে হবে না। বুধবার ইতিহাদ স্টেডিয়ামে বহুল আকাক্সিক্ষত সেই গোলটা আর পায়নি ম্যানচেস্টার সিটি। ‘এফ’ গ্রæপের ম্যাচে অলিম্পিক লিওর কাছে ২-১ ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে পেপ গাদির্ওলার দল। সিটিজেনদের হারের রাতে অবশ্য আর কোনো অঘটন ঘটেনি। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, বায়ানর্ মিউনিখ আর জুভেন্টাসের মতো ফেভারিট দলগুলো জয়ের বন্দরেই ভিড়িয়েছে তাদের তরী।

লিওর কাছে ম্যানসিটির হারটা একেবারে অপ্রত্যাশিতই ছিল। ম্যাচের শুরু থেকে শেষ অবধি আধিপত্য দেখিয়েই খেলেছে স্বাগতিকরা। ৭০ শতাংশ সময় বলের দখল ছিল তাদের। প্রতিপক্ষের গোলমুখে রাহিম স্টারলিং-গ্যাব্রিয়েল জেসুসরা শট নিয়েছেন মোট ৮ বার। লিঁও নিয়েছে চারটি। তবে এই চারটির মধ্যে দুটিতে জালে পাঠাতে সক্ষম হয়েছে ফরাসি ক্লাবটি। প্রথমাধের্ই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল লিঁও। ২৬ মিনিটে অতিথিদের প্রথম আনন্দে ভাসান ম্যাক্সওয়েল কনের্ট। মধ্যাহ্ন বিরতির মিনিট দুয়েক আগে দ্বিতীয়বারের মতো সিটির জালে বল জড়ান ফরাসি তারকা নাবিল ফেকির।

দ্বিতীয়াধের্ ঘুরে দঁাড়ানোর চেষ্টা করেছে ম্যানসিটি। ৬৭ মিনিটে বেরনাদোর্ সিলভার গোলে আশার আলো জাগে স্বাগতিক শিবিরে। কিন্তু এরপর আর কোনো গোল আদায় করে নিতে পারেনি দলটি। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে ডাগআউটে কোচ গাদির্ওলাকে পায়নি ম্যানসিটি। তার অনুপস্থিতিই কি তাহলে দলের পারফরম্যান্সে প্রভাব ফেলল? সহকারি কোচ মাইকেল আতের্তা অবশ্য এমনটি মনে করছেন না। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমি মনে করি না পেপ না থাকায় আমরা হেরে গেছি। ওনি থাকলেও তো আমরা ম্যাচটা ৫-০ ব্যবধানে জিততে কিংবা ৩-০ ব্যবধানে হেরে যেতে পারতাম।’

‘এফ’ গ্রæপের অপর ম্যাচে হফেনহেইমের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ক। ‘জি’ গ্রæপে সিএসকেএ মস্কো আর ভিক্টোরিয়া প্লজেনের মধ্যকার ম্যাচটিও ১-১ সমতায় শেষ হয়েছে। তবে এই গ্রæপের অপর ম্যাচে এএস রোমাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে টানা তিনবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। নিজেদের ডেরায় একবার করে জালে বল জড়ান ইসকো, গ্যারেথ বেল আর মারিয়ানো।

এদিকে, ‘এইচ’ গ্রæপে সুইস ক্লাব ইয়াং বয়েজকে ৩-০ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে ম্যানসিটির নগর প্রতিপক্ষ ম্যানইউ। প্রতিপক্ষের ডেরায় হোসে মরিনহোর দলকে দাপুটে জয়টা এনে দিয়েছেন দুই ফরাসি পল পগবা আর অ্যান্থনি মাসির্য়াল। জোড়া গোল করেছেন পগবা। এই গ্রæপের অপর ম্যাচে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস।

প্রতিপক্ষের মাঠে ২৯ মিনিটেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে হারিয়ে দশ জনের দলে পরিণত হয়েছিল জুভেন্টাস। প্রতিপক্ষের এক খেলোয়াড়কে শারীরিকভাবে আঘাত করায় সরাসরি লালকাডর্ দেখে মাঠ ছাড়েন রোনালদো। এরপর দ্বিতীয়াধের্ জোড়া পেনাল্টি পায় ইতালিয়ান জায়ান্টরা। স্পট কিক থেকে দুবারই জালে বল জড়াতে সক্ষম হন মিরালেম পিয়ানিচ।

রবাটর্ লেভানডোস্কি আর রোনতো সানচেজের কল্যাণে বেনফিকার মাঠে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে বায়ানর্। তবে এইকের বিপক্ষে ৩-০ গোলে জিতে আপাতত ‘ই’ গ্রæপের শীষের্ থাকছে ডাচ জায়ান্ট আয়াক্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<13521 and publish = 1 order by id desc limit 3' at line 1