শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাশরাফির কাছে সব ম্যাচই গুরুত্বপূণর্

আসলে কালকের (আজ) ম্যাচ নিয়ে আমরা এভাবে চিন্তা করছি না। প্রত্যেকটিই দেশের আন্তজাির্তক ম্যাচ। সুতরাং আফগানিস্তানের সঙ্গে ম্যাচটির অনেক গুরুত্ব রয়েছে। তবে কাউকে বিশ্রাম দেয়া যায় কিনা আমরা তা ভাবছি। কাকে বিশ্রাম দেয়া হবে এখনো সেটা ঠিক করা হয়নি
ক্রীড়া প্রতিবেদক
  ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
আসলে কালকের (আজ) ম্যাচ নিয়ে আমরা এভাবে চিন্তা করছি না। প্রত্যেকটিই দেশের আন্তজাির্তক ম্যাচ। সুতরাং আফগানিস্তানের সঙ্গে ম্যাচটির অনেক গুরুত্ব রয়েছে। তবে কাউকে বিশ্রাম দেয়া যায় কিনা আমরা তা ভাবছি। কাকে বিশ্রাম দেয়া হবে এখনো সেটা ঠিক করা হয়নি

দীঘর্ ক্যারিয়ারে বেশির ভাগ সময় খুব একটা স্বস্তিতে ছিলেন না। মাঠের খেলা নয়, মাশরাফি বিন মতুর্জার অস্বস্তির অনেকটা জুড়ে থাকত চোট আর পুনবার্সন প্রক্রিয়া। সবকিছু জয় করে ওয়ানডেতে ২৫০ উইকেটের মাইলফলক স্পশর্ করার অপেক্ষায় এখন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। আর মাত্র তিন উইকেট চাই সেজন্য। অপেক্ষাটা ঘুচে যেতে পারে আজ, আফগানিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে। মাশরাফি অবশ্য মাইলফলক ছেঁায়া নিয়ে মাথা ঘামাচ্ছেন না। বরং নিয়মরক্ষার ম্যাচটিই বেশি গুরুত্ব পাচ্ছে তার কাছে। বুধবার দুবাইয়ে নড়াইল এক্সপ্রেস জানিয়ে রাখলেন, দেশের হয়ে মাঠে নামা প্রত্যেকটি ম্যাচই তার কাছে সমান গুরুত্বপূণর্।

আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে পঁাচটায় এশিয়া কাপে গ্রæপ পবের্র শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। ইতোমধ্যে দুই দলেরই সুপার ফোর পবর্ নিশ্চিত হয়েছে। তাই বলে ম্যাচটাকে হালকাভাবে নিচ্ছে না টাইগাররা। গ্রæপসেরা হওয়া আর আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়া জয়ের খেঁাজেই মাঠে নামবে মাশরাফি ব্রিগেড। তাছাড়া আফগানিস্তানের কাছে বছরের গোড়ার দিকে তিন ম্যাচের টি২০ সিরিজে ধবলধোলাই হওয়ার প্রতিশোধ নেয়ারও তো একটা ব্যাপার আছে। মাশরাফি অবশ্য ম্যাচটাকে ঠিক সেভাবে দেখতে নারাজ।

আড়াইশ উইকেটের দারুণ এক মাইলফলকের সামনে দঁাড়িয়ে আগামী ম্যাচ নিয়ে তেমনকিছু ভাবছেন না মাশরাফি। তার কাছে এটি কেবল আরেকটি গুরুত্বপূণর্ ম্যাচ, ‘এতে আমার বাড়তি কোনো ব্যাপার থাকবে না। এর আগেও দেখেছেন ১০০, ২০০ উইকেটের সময় তেমন কোনোকিছু মনে হয়নি। নরমাল খেলা খেলেছি। এবারও তেমন বাড়তি কিছু থাকবে না। আমার কাছে দেশের হয়ে খেলতে নামা প্রত্যেকটি ম্যাচ সমান গুরুত্বপূণর্। তবে সবসময় প্রত্যেক ম্যাচে আলাদাভাবে অবদান রাখতে চেষ্টা করি। যেকোনো ম্যাচে অবদান রাখতে পারলেই আমার মধ্যেও ভালোলাগা ভীষণভাবে কাজ করে।’

দেরাদুনে কিছুদিন আগে টি২০ সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ৩-০ তে হেরেছিল বাংলাদেশ দল। এশিয়া কাপে আফগানরা তাই কঠিন প্রতিপক্ষ। তাদের বিপক্ষে বাংলাদেশকে অন্যরকম প্রতিপক্ষ ভাবা হয় কিনা- এমন প্রসঙ্গে আফগান প্রতিপক্ষকে নিয়ে মাশরাফির সোজাসাপ্টা ভাষ্য, ‘সবাই জয়ের ইচ্ছায় খেলতে নামে। আমরাও সেইভাবে মাঠে নামব। তবে প্রত্যেক ম্যাচেই এমনটা বলা হয়। এর আগে যখন শ্রীলংকার সঙ্গে খেলা হলো, তখনো এমন একটা কথা শোনা গেল। আসলে তেমন কিছু নয়। আসলে সব দলই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে।’

বাংলাদেশ আর আফগানিস্তানের কাছে হেরে টুনাের্মন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলংকা। তাই আফগানিস্তানের সঙ্গে আজকের ম্যাচটি এক অথের্ নিয়মরক্ষার। তাছাড়া পরের পবের্ লড়তে হবে শক্ত প্রতিপক্ষের সঙ্গে। তাই আফগানদের বিপক্ষে কাউকে কাউকে বিশ্রাম দেয়ার ভাবনা আছে টাইগার শিবিরে। এ প্রসঙ্গে মাশরাফি বললেন, ‘আসলে কালকের ম্যাচ নিয়ে আমরা এভাবে চিন্তা করছি না। প্রত্যেকটিই দেশের আন্তজাির্তক ম্যাচ। সুতরাং আফগানিস্তানের সঙ্গে ম্যাচটির অনেক গুরুত্ব রয়েছে। তবে কাউকে বিশ্রাম দেয়া যায় কিনা আমরা তা ভাবছি। কাকে বিশ্রাম দেয়া হবে এখনো সেটা ঠিক করা হয়নি।’

ইনজুরির কারণে দেশে ফিরে আসা তামিম ইকবালকে দল নিশ্চিতভাবেই মিস করবে। অধিনায়কও সেটি গোপন করার চেষ্টা করলেন না, ‘তামিমের ব্যাপারটি আমাদের জন্য খুবই দুঃখজনক। কারণ তামিম খুব ভালো ফমের্ ছিল।’ এখন প্রশ্ন, তামিমের জায়গায় খেলবে কে? মাশরাফি জানালেন, এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজমেন্ট, ‘তেমন কোনো পরিবতর্ন আসবে না। যারা নিচের দিকে খেলছে, তারা নিচের দিকেই খেলবে। তবে নতুনদের নিজেদের প্রমাণ করার সুযোগ রয়েছে, আফগানদের বিপক্ষে তাদের ভালো করার যথেষ্ট সুযোগ রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<13351 and publish = 1 order by id desc limit 3' at line 1