বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শুধু রোনালদোকে নিয়ে ভাবছে না উরুগুয়ে

অন্যদের যেভাবে ডিফেন্ড করি, তাকেও সেভাবেই করব। সে বিশ্বব্যাপী স্বীকৃত তারকা। কিন্তু একজন খেলোয়াড়কে ভাবনায় রেখে ম্যাচের প্রস্তুতি নিতে পারেন না আপনি। আপনাকে পুরো দল নিয়েই ভাবতে হবে। - সেবাস্তিয়ান কোয়েতেস
ক্রীড়া ডেস্ক
  ২৯ জুন ২০১৮, ০০:০০
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উরুগুয়ের মুখোমুখি হতে বৃহস্পতিবার সোচির উদ্দেশে উড়াল দেয় পতুর্গাল ফুটবল দল। যাত্রা পথে সতীথের্দর সঙ্গে এমন খোশমেজাজেই দেখা গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে Ñওয়েবসাইট

গ্রæপপবের্ তিন ম্যাচেই চার গোল করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে আটকানোর আলাদা পরিকল্পনা থাকার কথা উরুগুয়ের। কিন্তু কেবল রোনালদোকে নিয়ে পড়ে থাকতে চায় না দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলটির ডিফেন্ডার সেবাস্তিয়ান কোয়েতেস জানিয়েছেন, শনিবার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে তাদের ভাবনায় থাকবে পতুর্গালের পুরো দলটাই।

বছর দুয়েক আগে ফ্রান্সে পতুর্গালকে ইউরো জেতাতে অনবদ্য ভূমিকা রাখেন রোনালদো। রিয়াল তারকা এবার তাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন বিশ্বকাপে। বলতে গেলে তার একক নৈপুণ্যে গ্রæপ পবের্র কঠিন বাধা টপকে দ্বিতীয় রাউন্ডে নাম লিখিয়েছে পতুর্গাল। যদিও ইরানের বিপক্ষে পেনাল্টি মিস করেছেন তিনি, তাই বলে সিআরসেভেনের ফমর্ পড়ে যায়নি! শেষ ষোলোতেই চেনা চেহারায় দেখা যেতে পারে তাকে। দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিশ্বকাপ স্বপ্ন ভেস্তে দিতে পারেন তিনি একাই।

পতুর্গালের তুরুপের তাস রোনালদোকে যদি আটকে রাখা যায়, তাহলে তো গেম-প্ল্যান বাস্তবায়ন করা অনেকটাই সহজ হয়ে যাবে। উরুগুয়ের রক্ষণভাগ তাই সবসময় চোখে চোখে রাখবে রোনালদোকে। কিন্তু সেটা করতে গিয়ে আবার অন্যদের হেলা করলে চলবে না। বিপদ ঘটে যেতে পারে তাতে। বিষয়টি মাথায় রাখতে সতীথের্দর আগেভাগে সতকর্ করলেন কোয়েতেস। জানালেন, শুধু রোনালদো নয়, পতুর্গাল দলের বাকি খেলোয়াড়দের ওপরও সমান নজর থাকবে তাদের, ‘অন্যদের যেভাবে ডিফেন্ড করি, তাকেও সেভাবেই করব। সে বিশ্বব্যাপী স্বীকৃত তারকা। কিন্তু একজন খেলোয়াড়কে ভাবনায় রেখে ম্যাচের প্রস্তুতি নিতে পারেন না আপনি। আপনাকে পুরো দল নিয়েই ভাবতে হবে।’

কিছু কিছু ক্ষেত্রে অবশ্য রোনালদোর প্রতি বেশি গুরুত্ব দেবে উরুগুয়ে। তন্মধ্যে অন্যতম ফ্রি-কিক। স্পেনের বিপক্ষে গ্রæপপবের্র প্রথম ম্যাচে ফ্রি-কিক থেকে দারুণ একটি গোল করেছিলেন রোনালদো। ওই গোলে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেয়েছিলেন তিনি। উরুগুইয়ান মিডফিল্ডার মাতিয়াস ভেসিনো তাই জানিয়েছেন, রোনালদোকে সেট-পিস নেয়ার সুযোগ করে দিতে চান না তারা, ‘প্রতিপক্ষ দলে ফ্রি-কিক বিশেষজ্ঞ থাকলে বক্সের বাইরের ফাউলগুলো যতটা পারা যায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। মাঝে মাঝে বিষয়টা স্বাভাবিক। কারণ, যখন কোনো মিডফিল্ডার অথবা স্ট্রাইকার পোস্টে শট নেয়ার জন্য ছুটে যায় তখন তাকে থামিয়ে দেয়াই মঙ্গলজনক।’

পতুির্গজ ডিফেন্ডাররাও চাইবেন উরুগুয়ের প্রধান তারকা লুইস সুয়ারেজকে জায়গা না দিতে। শুরুটা হতাশা দিয়ে হলেও গ্রæপ পবের্র বাকি দুটি ম্যাচেই গোল পেয়েছেন এই বাসেের্লানা তারকা। একদিকে রোনালদো অন্যদিকে সুয়ারেজ- দারুণ একটা দ্বৈরথই শনিবার অপেক্ষা করছে সোচিতে। অনেকে আবার ম্যাচটিকে বিশ্বকাপের ‘এল ক্লাসিকো’ বলছেন। তবে পতুির্গজ ডিফেন্ডার ব্রæনো আলভেস এটিকে ব্যক্তিগত লড়াইয়ে ব্র্যাকেবন্দি করে রাখতে চা না, ‘আমি মনে করি না, ম্যাচটা রোনালদো-সুয়ারেজ দ্বৈরথ হবে। ম্যাচটা হবে পতুর্গাল আর উরুগুরে মধ্যে আর আমরা জেতার জন্য সবকিছু করব।’

গত বছর কনফেডারেশন কাপে চিলির বিপক্ষে টাইব্রেকারে হারটা বাদ দিলে, ২০১৪ সালের পর রোনালদোকে নিয়ে আর কোনো ম্যাচে পরাজিত হয়নি পতুর্গাল। এই ধারা কি উরুগুয়ের বিপক্ষে বজায় রাখতে পারবে ইউরোজয়ীরা? আলভেসের উত্তর, ‘সবাই দেখছে এবারের বিশ্বকাপে সহজ ম্যাচ বলতে কিছু নেই। জামাির্নর পরিণতিই বলে দেয়, বড় দলের ক্ষেত্রে কী ঘটতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে