বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভয়ে ছিল সুইজারল্যান্ডও

ক্রীড়া ডেস্ক
  ২৯ জুন ২০১৮, ০০:০০

ঘণ্টা তিনেক আগে দক্ষিণ কোরিয়া বিদায় করে দিল জামাির্নকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অপ্রত্যাশিত বিদায় ভয় পাইয়ে দিয়েছিল সুইজারল্যান্ড কোচ ভøাদিমির পেতকোভিচকে। তাইতো কোস্টারিকার বিপক্ষে পূণর্ শক্তির দল নামিয়ে দিলেন তিনি। ওই ম্যাচ হেরে গেলে জামার্নদের মতো হয়তো গ্রæপ পবর্ থেকে ছিটকে যাওয়ার বেদনায় পুড়তে হতো সুইসদেরও। এমনটা কখনো চাননি পেতকোভিচ।

আগের ম্যাচেই হলুদ কাডর্ দেখেছিলেন সুইজারল্যান্ড অধিনায়ক স্টেফান লিখস্টেইনার এবং ফাবিয়ান স্কার। তারা হলুদ কাডর্ দেখলেন কোস্টারিকার বিপক্ষেও। আগামী ৩ জুন শেষ ষোলোতে সুইডেনের বিপক্ষে তাই আর খেলা হচ্ছে না রক্ষণভাগের অভিজ্ঞ এই জুটির। পেতকোভিচ চাইলে কিন্তু ম্যাচটিতে তাদের বিশ্রাম দিতে পারতেন, সেটা যৌক্তিকও ছিল। তাহলে কেন দেননি? কিংবা ভ্যালন বেহরামি আর জারদান শাকিরির নামের পাশে হলুদ কাডর্ থাকা সত্তে¡ও কেন খেলানো হলো তাদের? এসব প্রশ্নের একটাই জবাব সুইস কোচের, ‘আমাদের প্রধান লক্ষ্য ছিল শেষ ষোলো নিশ্চিত করা। ম্যাচের আগে আমি বলেছিলাম, সেরা খেলোয়াড়দের মাঠে নামাতে চাই।’

পেতকোভিচের লক্ষ্য পূরণ হয়েছে। কোস্টারিকার সঙ্গে ২-২ গোলে ড্র করে ‘ই’ গ্রæপ থেকে রানারআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে সুইজারল্যান্ড। অপর ম্যাচে সাবির্য়াকে ২-০ ব্যবধানে উড়িয়ে এই গ্রæপের চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। কিন্তু ব্রাজিল না জিতে যদি হেরে যেত? তাহলে সাবির্য়া চলে যেত শেষ ষোলোতে। একই সঙ্গে কোস্টারিকার কাছে পরাজিত হলে গোল ব্যবধানে বাদ পড়ার সম্ভাবনা ছিল সুইসদের। শেষতক অবশ্য তেমন কিছু হয়নি।

শকিরিদের সামনে এখন ১৯৫৪ সালের পর কোয়াটার্র ফাইনাল খেলার হাতছানি। সেজন্য শেষ ষোলোতে ‘এফ’ গ্রæপের চ্যাম্পিয়ন সুইডেনকে হারাতে হবে তাদের। মেক্সিকোর বিপক্ষে যেভাবে জিতেছে সুইডিশরা, তাতে সুইসদের এই চ্যালেঞ্জে উতরানো মোটেও সহজ হবে না। বিশেষত, রক্ষণভাগে লিখস্টেইনার আর বেহরামির অনুপস্থিতি ভোগাবে তাদের। তবে পেতকোভিচ ভরসা রাখছেন বিকল্প ফুটবলারদের ওপর, ‘আমাদের দুজন হলুদ কাডর্ দেখেছে। কিন্তু দলে মোট ফুটবলার ২৩ জন। তাদের ওপর আস্থা আছে আমার।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে