শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমাদের বাদ পড়াটাই পাওনা ছিল : লো

ক্রীড়া ডেস্ক
  ২৯ জুন ২০১৮, ০০:০০
বিশ্বকাপের গ্রæপ পবর্ থেকে ছিটকে যাওয়ার পর বৃহস্পতিবার এমন শুকনো চেহারাতেই দেশে ফিরেছে জামাির্ন ফুটবল দল। বুধবার বঁাচা-মরার লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা হেরে যায় পুঁচকে দক্ষিণ কোরিয়ার কাছে Ñওয়েবসাইট

গ্রæপ পবের্র তৃতীয় এবং শেষ ম্যাচে জামাির্নর হিসাবটা সহজই ছিল। নকআউট পবের্ খেলতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যে কোনো ব্যবধানে জিতলেই কাজ হয়ে যেত। কিন্তু অপেক্ষাকৃত দুবর্ল এশীয় দলটির বিপক্ষে জেতা তো দূরের কথা, উল্টো ২-০ গোলের ব্যবধানে শোচনীয়ভাবে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফেভারিট দলের এমন বাজেভাবে বাদ হওয়ায় প্রথমেই কথা ওঠে দলের কোচ জোয়াকিম লোর ভবিষ্যৎ নিয়ে। তবে এই জামার্ন জানিয়েছেন, এখনই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান না তিনি।

১৪ বছর ধরে জামাির্নর ডাগআউটে আছেন জোয়াকিম লো। ১৪ বছর! অনেক লম্বা সময়। প্রথমে এসেছিলেন ইয়ুগের্ন ক্লিন্সম্যানের সহকারী হয়ে। ক্লিন্সম্যান নিজ দেশে আয়োজিত ২০০৬ বিশ্বকাপে হতাশ করার পর উত্তরসূরি হিসেবে লো’কে বেছে নেয়া হয়। সেই লো অবশেষে এক যুগ ধরে জামাির্নর কোচের দায়িত্ব পালন করার পর সরে যাচ্ছেন। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আসতে বাকি নেই। ছঁাটাই হওয়ার আগে লো নিজেই সরে যাওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন।

বুধবার গ্রæপ পবের্র শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে অঘটনের শিকার হয়ে ২-০ গোলে হেরেছে জামাির্ন। দুটি গোলই এসেছে ইনজুরি টাইমে। আর তাতেই বিদায়ঘণ্টা বেজে গেছে তাদের। অথচ এই জোয়াকিম লোর হাত ধরে ২০১৪ বিশ্বকাপ জিতেছিল জামাির্ন। ১৯৯০ সালের পর তাদের প্রথম বিশ্বকাপ শিরোপা। কিন্তু এবার গ্রæপ পবর্ থেকে বিদায়ের পর জামাির্নর দায়িত্বে লো থেকে যাবেন কি না, সেটাই এখন বড় এক প্রশ্ন।

২০২২ সাল পযর্ন্ত চুক্তি থাকলেও লো সরে যাবেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লো যদিও পরিষ্কার করে কোনো ধারণা দেননি। বুধবারের ম্যাচে হেরে যাওয়ার পর ৫৮ বছর বয়সী এই কোচ বলেছেন, ‘এখনই এই প্রশ্নের (অবসর নেবেন কি না) উত্তর দেয়া আমার জন্য কঠিন। পুরো ব্যাপারটা ঠাÐা মাথায় ভেবে দেখতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে। এখন হতাশাচ্ছন্ন হয়ে আছি। আগামীকাল ভবিষ্যৎ নিয়ে কথা বলব। তখন দেখা যাবে কী হয়।’

বতর্মান চ্যাম্পিয়ন হিসেবে বিদায় নেয়া অবশ্য একদমই নতুন ঘটনা নয়। বিশেষ করে ইউরোপের দলের জন্য। এ নিয়ে টানা চার ইউরোপিয়ান বিশ্ব চ্যাম্পিয়ন প্রথম পবর্ থেকে বিদায় নিল। ২০০২ সালে ফ্রান্স, ২০১০ সালে ইতালি আর ২০১৪ বিশ্বকাপে স্পেন প্রথম রাউন্ডে বিদায় নিয়েছিল। এবার জামাির্ন। ১৯৩৮ বিশ্বকাপের পর এই প্রথম গ্রæপ পবর্ পেরোতে পারল না জামাির্ন। অথচ তারা ফাইনাল খেলেছে ৭ বার, সেমিফাইনাল খেলেছে ১৩ বার, কোয়াটার্র ফাইনাল খেলেছে ১৬ বার। জামাির্নর মতো এত ধারাবাহিক দল বিশ্বকাপেই আর নেই!

জামাির্ন নিজেদের ভাগ্যকেও দুষতে পারছে না। প্রথমে মেক্সিকোর কাছে ১-০ গোলে হেরেছে। সুইডেনের বিপক্ষে ড্র করতে করতে বেঁচে ফিরেছে টনি ক্রুসের অবিশ্বাস্য ফ্রিকিকে। কিন্তু তাতে লাভ হলো কী? টানা দুবার বিশ্বকাপ জয়ের ইতালিয়ান ও ব্রাজিলীয় কীতির্ জামাির্ন ছুঁয়ে ফেলবে বলে কতশত আলোচনা ছিল, সবই ভেস্তে গেছে। এজন্য ভাগ্যকেও দায় দিতে পারছেন না লো, ‘গ্রæপের দুই প্রতিপক্ষ সুইডেন আর মেক্সিকোকে অভিনন্দন জানাই (পরের রাউন্ডে যাওয়ায়)। আমাদের বাদ পড়াটাই পাওনা ছিল। আমরা অনেক গোলের সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু গোলের মুখ খুলতে পারিনি।’

এদিকে বিশ্বকাপের গ্রæপ পবের্ দুই ম্যাচ হারের ইতিহাস ছিল না জামাির্নর। সেই লজ্জাই পেতে হলো এবার। তাতে ৮০ বছরে প্রথমবার গ্রæপ থেকে ছিটকে গেল ৮ বার ফাইনাল খেলা দলটি। বিশ্ব চ্যাম্পিয়নদের এই বিদায় ফুটবল বিশ্বকে অবাক করলেও মেনে নিয়েছে জামার্ন ফুটবল অ্যাসোসিয়েশন। ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছে তারা, ‘একটি বিশ্বকাপ কেবল আসে প্রতি চার বছরে একবার, এবং অনেক বেশি প্রত্যাশা করেছিলাম আমরা। বিশ্ব চ্যাম্পিয়নদের মতো খেলতে পারিনি, তাই আমরা দুঃখিত। অনেক যন্ত্রণাদায়ক এটা, কিন্তু বিশ্বকাপ থেকে বিদায় আমাদের প্রাপ্য।’

তারা ভক্তদের উদ্দেশে আরও লিখেছে, ‘বিশ্বব্যাপী আপনাদের সমথর্ন ছিল অসাধারণ। রিওতে ২০১৪ সালে আমরা একসঙ্গে উদযাপন করেছিলাম, কিন্তু ফুটবলে মাঝে মধ্যে আপনাকে হার মেনে নিতে হবে এবং স্বীকার করতে হবে আপনার প্রতিপক্ষ অনেক ভালো খেলেছে।’ গ্রæপের অন্য প্রতিপক্ষকে শুভ কামনা জানিয়েছে জামাির্নর ফুটবল অ্যাসোসিয়েশন, ‘পরের পবের্ ওঠায় সুইডেন ও মেক্সিকোকে আমরা অভিনন্দন জানাই এবং গতকালকের জয়ের জন্য দক্ষিণ কোরিয়াকেও। আতিথেয়তার জন্য রাশিয়াকে ধন্যবাদ!’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে