বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড-বেলজিয়ামের শ্রেষ্ঠত্বের লড়াই

ক্রীড়া ডেস্ক
  ২৮ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৮ জুন ২০১৮, ১০:৩০
টানা দুই ম্যাচ জয়ের পর এমন ফুরফুরে মেজাজেই আছেন ইংলিশ ফুটবলাররা। ফুরফুরে মেজাজে আছেন দলের অধিনায়ক হ্যারি কেনও (ডানে)। দুই ম্যাচেই পঁাচ গোল করে ফেলা এই ফরোয়াডর্ আজ বেলজিয়ামের বিপক্ষেও সেরাটা খেলার লক্ষ্য নিয়ে নামবেন Ñওয়েবসাইট

কেভিন ডি ব্রæয়েন আগেভাগেই জানিয়েছেন, গ্রæপসেরা হওয়ার খুব একটা ইচ্ছা নাকি নেই বেলজিয়ামের! তাই বলে কি আজ ইংল্যান্ডের বিপক্ষে জেতার জন্য খেলবে না রেড ডেভিলরা? ডি ব্রæয়েন হয়ত নিভার্র থাকার জন্যই ও কথা বলেছেন। আজ ‘জি’ গ্রæপে নিজেদের শেষ ম্যাচে থ্রি লায়ন্সদের বিপক্ষে ভালো পারফরম্যান্স উপহার দেয়ার লক্ষ্য নিয়েই নামবে রবাতোর্ মাটিের্নজের দল। তাদের ছেড়ে কথা কইবে না ইংল্যান্ডও। জয়ের ধারা অব্যাহত রেখে নিজেদের গ্রæপে সেরা হয়েই দ্বিতীয় রাউন্ডে যেতে চাইবে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।

বেলজিয়াম দলের ২৩ সদস্যের মধ্যে ১৭ জনই খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে। দুই দলের খেলোয়াড়দের প্রায় সবাই তাই একে অপরকে চেনেন, পরস্পরের দুবর্লতা এবং শক্তিমত্তা সম্পকের্ও ভালো ধারণা আছে সবার। কালিনিনগ্রাদে নিশ্চয়ই তাহলে একটা দারুণ লড়াই অপেক্ষা করছে! যদিও চোট আর বিশ্রামের কারণে এই ম্যাচে সেরা একাদশ না নামানোর সম্ভাবনাই বেশি বেলজিয়ামের। দুই ম্যাচে চার গোল করা স্ট্রাইকার রোমেলু লুকাকু পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছিলেন তিউনিসিয়ার বিপক্ষে। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি তাকে। তার খেলার সম্ভবনা নেই বললেই চলে। যাদের নামের পাশে হলুদ কাডর্ আছে, তাদেরও বিশ্রামে রাখার কথা বলে রেখেছেন মাটিের্নজ।

পরিবতের্নর জোয়ারে নতুন মুখ দেখা যেতে পারে ইংলিশ দলেও। দলের রক্ষণভাগের খেলোয়াড় গ্যারি কাহিলের কথায় মিলেছে এই ইঙ্গিত। তাহলে কি গত ম্যাচের হ্যাটট্রিক ম্যান হ্যারি কেনকে বিশ্রাম দেবে ইংল্যান্ড? দুই ম্যাচেই ৫ গোল করে ফেলা কেন ‘গোল্ডেন বুট’ জেতার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন। তার অন্য কোনো শারীরিক সমস্যাও নেই। ফলে টটেনহাম তারকা মাঠে নামার জন্য উন্মুখ হয়ে থাকবেন বলেই মনে করছেন কাহিল, ‘আমিও তাই করতাম। আমি নিশ্চিত, এই বিষয়ে ম্যানেজারের (গ্যারেথ সাউথগেট) সঙ্গে কথা বলবে সে। হ্যারির এমন কিছু করার সুযোগ আছে যা খুব অল্প লোকই করতে পেরেছে। অথার্ৎ গোল্ডেন বুট জয়। কাজেই আমি নিশ্চিত, সে খেলতে চাইবে।’

দুই দলের সেরা খেলোয়াড়রা না থাকলেও ম্যাচের উত্তাপে ভাটা পড়বে বলে মনে হচ্ছে না। কারণ, নতুন করে যারা সুযোগ পাবে তাদের লক্ষ্য থাকবে এই ম্যাচে ভালো খেলে কোচের দৃষ্টি আকষর্ণ করা। যাতে নকআউট পবের্ সুযোগ মেলে। আর বেলজিয়াম আর ইংল্যান্ড উভয় দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জিতেছে। তাদের গোলসংখ্যাও সমান। কাজেই গ্রæপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো থাকবেই!

এখন আবার দ্বিতীয় রাউন্ডে পা রাখতে না রাখতেই ইংলিশ মিডিয়ায় শুরু হয়ে গেছে কোয়াটার্র ফাইনালের হিসাব। সেখানে ইংল্যান্ডের প্রতিপক্ষ হতে পারে জামাির্ন অথবা ব্রাজিল। তবে ওসব পরের কথা। আগে শেষ ষোলোর বাধা টপকাতে হবে ইংল্যান্ডকে। এরপর ব্রাজিল-জামাির্নকেও নিশ্চিত করতে হবে কোয়াটার্র ফাইনাল। তারা শেষ আটে উঠুক কিংবা না উঠুক তাতে কিছু আসে যায় না কাহিলের। নিজেদের পা মাটিতে রাখাটাই মঙ্গলজনক মনে করছেন তিনি। ফ্রান্সে আয়োজিত ২০১৬ ইউরোর উদাহরণ টেনে কাহিল বলেছেন, ‘বেশি সামনে তাকানো ঠিক হবে না। আমরা ২০১৬ সালের ইউরোতে খেলা সময় মনে করেছিলাম, দারুণ একটা টুনাের্মন্ট হতে যাচ্ছে। এরপর কিছুই হয়নি।’

একই সময়ে অনুষ্ঠেয় পানামা-তিউনিসিয়ার মধ্যকার গ্রæপের অপর ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। গ্রæপে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে ইতোমধ্যেই বিদায় নিয়েছে দল দুটি।

পয়েন্ট টেবিল (‘জি’ গ্রæপ)

দল ম্যাচ জয় হার ড্র পয়েন্ট

ইংল্যান্ড ২ ২ ০ ০ ৬

বেলজিয়াম ২ ২ ০ ০ ৬

তিউনিসিয়া ২ ০ ২ ০ ০

পানামা ২ ০ ২ ০ ০

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে