logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০, ২৭ শ্রাবণ ১৪২৬

  ক্রীড়া ডেস্ক   ০২ জুলাই ২০২০, ০০:০০  

চুক্তির মেয়াদ বাড়ালেন বুফন

জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন জর্জো কিয়েলিনি ও জিয়ানলুইজি বুফন। ২০২১ সালের জুন পর্যন্ত ইতালিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে থাকবেন এই দুই ফুটবলার। দুজনেরই আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল মঙ্গলবার। তবে তার আগের দিন এক বিবৃতিতে তাদের সঙ্গে নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করে ক্লাবটি।

আগামী আগস্টে ৩৬-এ পা দিতে যাওয়া অধিনায়ক কিয়েলিনি সম্প্রতি কমপক্ষে আরও এক বছর খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানান। ২০০৫ সাল থেকে তুরিনের দলটির সঙ্গে আছেন কিয়েলিনি। ইতালিয়ান এই ডিফেন্ডার দলটির হয়ে খেলেছেন ৫০৯ ম্যাচ, করেছেন ৩৬ গোল। আর ২০০১ সালে পার্মা থেকে জুভেন্টাসে নাম লেখানোর পর দলটির হয়ে ৬৬৯ ম্যাচ খেলেছেন ৪২ বছর বয়সি গোলরক্ষক বুফন। মাঝে কেবল ২০১৮-১৯ মৌসুমে খেলেন পিএসজির হয়ে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে