logo
বুধবার, ০৮ জুলাই ২০২০, ২৪ আষাঢ় ১৪২৬

  ক্রীড়া ডেস্ক   ৩০ মে ২০২০, ০০:০০  

বিশ্বকাপ পেছানোয় আপত্তি পিসিবির

করোনাভাইরাসের তান্ডবে স্থবির বিশ্ব ক্রীড়াঙ্গন। মাঠে নেই ক্রিকেট। ক্রিকেটের চাকা সচল করতে অনুশীলনে ফিরেছে কয়েকটি দেশের ক্রিকেট বোর্ড। সামনেই আইসিসির বৈশ্বিক আসর টি২০ বিশ্বকাপ। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে বিশ্বকাপের পর্দা উঠবে কিনা- তা এখনও নিশ্চিত না। তবে বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার পক্ষে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বৃহস্পতিবার আইসিসির বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তবে মিটিংয়ে সব ধরনের এজেন্ডার সিদ্ধান্ত নেওয়ার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১০ জুনের সভায় সব ধরনের এজেন্ডা নিয়ে আলোচনা করা হবে।

বিশ্বকাপ পিছিয়ে দেওয়া নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, এখনই কেন পেছানোর সিদ্ধান্ত নিতে হবে। সময় তো আছেই আরও।

'মাত্রই মে মাস শেষ হচ্ছে। হাতে আরও বেশ কয়েক মাস সময় রয়েছে। আইসিসির উচিত অপেক্ষা করা, করোনাভাইরাসের জন্য পরিস্থিতি কী দাঁড়ায় তা দেখা। অন্তত আরও দু'মাস পর বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।'

এই পিসিবি কর্মকর্তা আরও দাবি করেন, বিশ্বকাপ পিছিয়ে যদি আইপিএল আয়োজন করা হয় সেটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আইসিসি ইভেন্ট তো আর আইপিএলের ঊর্ধ্বে না!

বর্তমানে ক্রিকেট বিশ্বে সবার একটাই প্রশ্ন, কবে হবে টি২০ বিশ্বকাপ। এর আগে জানানো হয়েছিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২৮ মে'র সভা শেষেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে বৃহস্পতিবারের মিটিংয়ে সব ধরনের এজেন্ডার সিদ্ধান্ত নেওয়ার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। টেলিকনফারেন্সের মাধ্যমে সদস্য দেশগুলোর সঙ্গে সভা করেন আইসিসি চেয়ারম্যান শশাংক মনোহর। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ১০ জুনের সভায় সব ধরনের এজেন্ডা নিয়ে আলোচনা করা হবে। টেলিকনফারেন্সে অনেক বোর্ডের প্রতিনিধিই কিছু ইসু্যর ব্যাপারে দ্রম্নত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন। এর ভেতর আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো, ক্রিকেটারদের খেলার নিয়মাবলি, টি২০ বিশ্বকাপ সম্পর্কিত নির্দেশনা উলেস্নখযোগ্য।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে