শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
করোনা পরিস্থিতি

এপ্রিলের শুরুতে ভয়াবহ রূপ নিতে পারে : খোকন

যাযাদি রিপোর্ট
  ২৩ মার্চ ২০২০, ০০:০০

এপ্রিলের শুরু থেকে দেশে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিদায়ী মেয়র সাঈদ খোকন।

রোববার রাজধানীর নগর ভবনে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় ডিএসসিসির জন্য গঠিত কমিটির জরুরি সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

এ সময় মেয়র বলেন, বিশ্বের বিশিষ্টজনদের সঙ্গে, সমালোচকদের সঙ্গে কথা বলে, আলোচনার মাধ্যমে পরিস্থিতির বিশ্লেষণের পর যেটা বুঝা গেছে, আগামী এপ্রিলের শুরু থেকে দেশে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। একই সঙ্গে ব্যাপকভাবে ঘটতে পারে প্রাণহানির ঘটনাও।

এই পরিস্থিতিতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে উলেস্নখ করে তিনি বলেন, 'ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার যে দৃশ্যমান পরিস্থিতি, সেটা আমাদের হয়তোবা দেখতে হতে পারে। বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, যতটুকু রয়েছে, অফিশিয়ালি হোক, আনঅফিশিয়ালি হোক, যেভাবেই আছে তার থেকে অনেক বেশি, অনেক বেশি পরিমাণে হতে পারে।'

কী হয়েছে না হয়েছে তা দেখার সময় এখন নয় মন্তব্যে তিনি বলেন, 'পরিস্থিতির এই ভয়াবহতা রোধ করার জন্য সময় আমাদের হাতে কম থাকলেও এই কম সময়কে দ্রম্নত কাজে লাগিয়ে এই ভয়াবহ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এখনই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। ভুল-ভ্রান্তি যদি হয়ে থাকে, সেদিকে ফিরে তাকাবার সময় আমাদের একেবারেই নেই।'

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে দেশ লকডাউনের দিকেও যেতে পারে বলে মন্তব্য করে তিনি বলেন, 'এখানে অনেকগুলো বিষয় আছে, আইসোলেশন, সোশ্যাল ডিসটেন্সিং, লকডাউন, পার্শিয়াল লকডাউন, ইমারজেন্সি; এই বিষয়গুলো বর্তমানে যে সমস্ত দেশ আক্রান্ত হয়েছে, যে সমস্ত দেশ এ সমস্ত মেজারগুলো গ্রহণ করেছে, তারা ইতিবাচক ফল পেয়েছে। পরিস্থিতি বিবেচনায় আমরা আরও কয়েকটা দিন পরিস্থিতিকে অবলোকন করব এবং যদি পরিস্থিতি গুরুতর আকার সত্যি সত্যিই ধারণ করে, তাহলে আমাদের হয়তোবা এই ধরনের পদক্ষেপেই যেতে হতে পারে।'

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে করোনা মোকাবিলায় ৭৫টি টিম গঠনের সিদ্ধান্তসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় সিটি করপোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<93747 and publish = 1 order by id desc limit 3' at line 1