শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা মোকাবিলায় সরকারের সমন্বয়হীনতা রয়েছে: মান্না

যাযাদি রিপোর্ট
  ২১ মার্চ ২০২০, ০০:০০
আপডেট  : ২১ মার্চ ২০২০, ১০:২৫
জাতীয় প্রেসক্লাবে শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না -যাযাদি

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের চরম সমন্বয়হীনতা রয়েছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এ সম্পর্কিত সব সেক্টরের মানুষকে নিয়ে দ্রম্নত একটি টাস্কফোর্স গঠন করে এ সমন্বয়হীনতা দূর করতে হবে বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত 'করোনা পরিস্থিতি ও আমাদের করণীয়' শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, 'সরকার করোনাভাইরাসের বিষয়ে গা ছাড়া ভাব দেখাচ্ছে। এখন পর্যন্ত করোনা মোকাবিলায় সরকারের কোনো সিরিয়াস কর্মসূচি দেখা যাচ্ছে না। সরকারের উচিত খুব দ্রম্নত পর্যাপ্ত তথ্য নিয়ে জনগণকে এ মহামারির বিপদ সম্পর্কে সচেতন করে তোলা।' তিনি বলেন, 'সরকারের পক্ষ থেকে ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সমাবেশ বন্ধ রাখার নির্দেশ এসেছে। বাংলাদেশে মূলত সমস্যা হচ্ছে সরকারি নির্দেশের প্রয়োগ হয় না ঠিকমতো। সরকারের উচিত হবে খুব শক্তভাবে এ বিধি-নিষেধ প্রয়োগ করা। কোনো বিশ্বাস মহামারি মোকাবিলা করতে পারে না। নির্মোহভাবে সবাই মিলে কাজ করতে হবে। এ বিষয়ে সরকারকে আরও আন্তরিক হতে হবে।' ধনীদের উদ্দেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, জাতি আজ অত্যন্ত বড় বিপদের সম্মুখীন। করোনার স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলা করাটা অনেক বড় অর্থনৈতিক সামর্থ্যের ব্যাপার। কিন্তু করোনা প্রভাব শুধু এই ক্ষেত্রেই না, অর্থনীতির ক্ষেত্রে অনেক বড় সমস্যা হয়ে দেখা দেবে। জাতির এই ক্রান্তিলগ্নে দেশে সামর্থ্যবান এবং ধনী মানুষদের উচিত হবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। মান্না বলেন, করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী অর্থনীতিতে যে বিপর্যয় ঘটবে তা আমরা অতীতে দেখেছি না-কি সেটা প্রশ্ন করার সময় এসে গেছে। যেহেতু সবকিছু শাটডাউন করার পর্যায়ে চলে গেছে সেক্ষেত্রে এর পরিণতি আমরা জানি না। এশীয় উন্নয়ন ব্যাংক বলেছে করোনা যদি কিছুটা দীর্ঘস্থায়ী হয় তাহলে বাংলাদেশে প্রায় ৩০ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবো। তিনি আরও বলেন, 'কোনো এলাকা লক ডাউন করতে হলে প্রান্তিক মানুষের খাবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। সে সঙ্গে প্রত্যেক বস্তির জন্য আলাদা টিম গঠন করে বস্তিবাসীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সে সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পের জন্য একেবারে স্বতন্ত্র হাসপাতাল তৈরি করতে হবে।' সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির শহীদুলস্নাহ কায়সার, সাকিব আলী, ডা. জাহিদুর রহমান, আতিকুর রহমান, মোমিন ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে