বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা নিয়ে গুজব ছড়ালে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

যাযাদি রিপোর্ট
  ২০ মার্চ ২০২০, ০০:০০
বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে দেশের টেলিভিশন নাট্যাঙ্গন প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তৃতা করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ -যাযাদি

করোনাভাইরাস নিয়ে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে দেশের টেলিভিশন নাট্যাঙ্গন প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা ভুল তথ্য প্রচার হচ্ছে যে, ইউনাইটেড হাসপাতালের চারজন ডাক্তার আক্রান্ত হয়েছেন। এটা পুরোপুরি গুজব। জনগণকে এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশবাসীকে অনুরোধ জানাবো, কেউ এ নিয়ে গুজব ছড়াবেন না। গুজব ছড়িয়ে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করলে সরকার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

শাটডাউন করার পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, গতকাল একনেক সভায় করোনাভাইরাস নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কী করণীয় সে বিষয়ে বক্তব্য রেখেছেন মন্ত্রী-সচিবরা। আর শাটডাউনের বিষয়ে অবস্থার প্রেক্ষিতে যেকোনো ব্যবস্থা নেয়া হতে পারে। এই মূহূর্তে কোথাও শাটডাউনের সিদ্ধান্ত হয়নি। প্রয়োজন হলে সেটি যেকোনো জায়গায় হতে পারে। নির্দিষ্ট কিছু জায়গায় ব্যাপক প্রবাসী চলে এসেছেন, শত শত হাজিরও আছেন। তারা এসে ঘুরে বেড়াচ্ছেন। তাদের মধ্যে কারো যদি করোনা থাকে তাহলে তো সংক্রমণ হবে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে আজকের একনেকের বৈঠকে এগুলো নিয়ে সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, যেখানে করোনার উৎপত্তি, সেই চীনা এটিকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে। আমাদের দেশেও সরকারের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশের ১ কোটির বেশি মানুষ বিদেশে থাকে। ইতালিসহ ইউরোপের দেশগুলোতে আমাদের অনেক নাগরিক থাকে। অনেকে করোনার কারণে দেশে এসেছেন, অনেকে এসে কোয়ারেন্টাইন মানেনি। তাই সরকার ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। মুজিববর্ষের সব প্রস্তুতি থাকলেও অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আমাদের দলীয় সভা-সমাবেশ বাতিল করেছে। বৃহস্পতিবার অভিনয় শিল্পী-নির্মাতাদের সংগঠনের নেতৃবৃন্দও তাদের কর্মবিরতির বিষয়ে আলোচনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<93273 and publish = 1 order by id desc limit 3' at line 1