বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাস নিয়ে রাজনীতি না করার আহ্বান মওদুদের

যাযাদি রিপোর্ট
  ১৪ মার্চ ২০২০, ০০:০০
আপডেট  : ১৪ মার্চ ২০২০, ১০:৩০
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ -যাযাদি

করোনাভাইরাস নিয়ে সরকারকে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। সরকারের উদ্দেশে তিনি বলেন, করোনা নিয়ে আপনারা রাজনীতি করবেন না। আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন, আপনাদের কাছ থেকে আমরা এতটুকু আশা করব। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'করোনাভাইরাস : বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিস্থিতি' শীর্ষক মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মওদুদ বলেন, করোনা একটি ভয়ংকর রোগ। কোথায় থেকে এসেছে? কিভাবে এসেছে? কী কারণে এসেছে? তা এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। তবে এতটুকু আমরা জানি, এ রোগ প্রথম ধরা পড়ে চীন দেশে। তার পরেই এটি বিশ্বের প্রায় ১২০টি দেশে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, বিশ্বের উচ্চপর্যায়ের ব্যক্তিরা এ রোগে আক্রান্ত হয়েছেন। কেউ বলতে পারবে না যে, আমি আক্রান্ত হবো না। এটি এমন একটি ভয়াবহ রোগ যেটি যে কোনো সময়, যে কোনো দেশে ব্যাপক আকার ধারণ করতে পারে। আমরা চাই না আলস্নাহ না করুক, করোনাভাইরাসের ব্যাপক আকার যদি ধারণ করে তাহলে আমি মনে করি না যে, সরকার এর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। এ সরকার জবাবদিহিহীন সরকার, একটি অনির্বাচিত সরকার। সেটা আমাদের মনে রাখতে হবে। সেজন্য তারা যখন কিছু বলেন বা কিছু করেন সেখানে সবসময় আমাদের সন্দেহ থাকে। সন্দেহ থাকে এ কারণে যে, প্রত্যেকটি রাষ্ট্রীয় বিষয়ে তারা দুর্নীতির আশ্রয় গ্রহণ করেন। মওদুদ বলেন, আমার মনে হয় বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলগুলো বন্ধ ঘোষণা করা উচিত। সরকারের উচিত হবে না এ ঝুঁকি নেওয়ার। যত রকম সতর্কতা অবলম্বন করা যায়, তত রকমের সতর্কতা অবলম্বন করা উচিত। আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা নতুন একটি বৈশ্বিক দুর্যোগে রয়েছি। আমাদের দেশে আমাদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করা দরকার আমরা করব। কিন্তু সমস্যা তো গভীর এবং সমস্যার ব্যাপারে বিস্তারিত আমরা কেউই জানি না। আমাদের প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, বাংলাদেশে মহামারির মতো সংকট নেই। তবে এই রোগ যদি মহামারি আকারে ছড়িয়ে পড়ে, সেই সংকট মোকাবিলা করার মতো ক্ষমতা সরকারের নেই। এজন্য আমরা চিন্তিত। তিনি আরও বলেন, করোনাভাইরাস নিয়ে সরকার এতই যখন সচেতন তাহলে হেক্সিসল পাওয়া যায় না কেন? যে কোনো সময় হাত ধোয়া যায় সেই জাতীয় লিকুইড কেমিক্যাল একটিও বাজারে নেই। সরকার এ বিষয়ে কিছু করতে পারল না। সরকার ডেঙ্গু থেকে আমাদের রক্ষা করতে পারেনি। করোনা থেকে আমাদের রক্ষা করতে পারবে না। ওরা ভোট নিয়ে মিথ্যাচার করে। ওরা মানুষের ভোট ডাকাতি করে নিয়ে যায়। মানুষের জীবনের কোনো মূল্য দেয় না। এখন করোনা নিয়ে রাজনীতি করছে। করোনা থেকে মানুষকে রক্ষা করার চেষ্টা করছে না। নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, আন্তরিকভাবে আমরা চাই করোনাভাইরাস যাতে আমাদের দেশে মহামারি আকারে বিস্তার না করে। একই সঙ্গে আমরা বলতে চাই, করোনা আক্রান্ত হয়ে মানুষ মারা গেলে যেমন আমরা কষ্ট পাবো ঠিক তেমনি বিনা চিকিৎসায় বেগম খালেদা জিয়া মারা গেলে আমরা ক্ষুব্ধ হব। আয়োজক সংগঠনের চেয়ারম্যান কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুলস্নাহ, প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসারুল হক, বিলকিস ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে