বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নদীর পানির সঙ্গে আমাদের অস্তিত্ব জড়িত: সিরাজুল ইসলাম চৌধুরী

যাযাদি রিপোর্ট
  ১৩ মার্চ ২০২০, ০০:০০
আপডেট  : ১৩ মার্চ ২০২০, ০০:০৯
জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী -যাযাদি

বাংলাদেশের নদী-নালা-খাল-বিল ও এর পানির সঙ্গে আমাদের অস্তিত্ব জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে 'নদী-পানি-জাতীয় স্বার্থ রক্ষা আন্দোলন' আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, পানির সংগ্রাম আমাদের দীর্ঘ সংগ্রাম। এ সংগ্রাম অত্যন্ত প্রয়োজনীয়। কেননা পানির সঙ্গে আমাদের অস্তিত্ব জড়িত। আমাদের দেশ মানুষের বসবাসের উপযোগী থাকবে কিনা তা নির্ভর করছে পানি সমস্যার সমাধান আমরা করতে পারব কিনা তার উপর। তিনি আরও বলেন, 'নদীগুলোর সমস্যার পাশাপাশি আমাদের সমুদ্রের সমস্যাগুলোও চিহ্নিত করতে হবে। আমরা সমুদ্রকে উপেক্ষা করতে পারি না। সমুদ্রের নিচে ও উপরে যে সম্পদ আছে আমাদের সেদিকেও লক্ষ্য রাখতে হবে। সমুদ্রের উপর আমাদের যে অধিকার রয়েছে, সেই অধিকারকেও আমাদের রক্ষা করতে হবে।' বাংলাদেশের নদীগুলোর সমস্যার কথা উলেস্নখ করে তিনি বলেন, নদীগুলোর সমস্যা শুধু আমাদের সমস্যা নয়। এ সমস্যা শুধু ভারত বাংলাদেশের সমস্যা নয়। নদীগুলো আন্তর্জাতিক নদী। ভারতের সঙ্গে আমাদের নদীগুলোর সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক জনমত আমাদের পক্ষে আনতে হবে। নদী রক্ষার আন্দোলন প্রসঙ্গে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশের নদী-নালা-খাল-বিল রক্ষার আন্দোলন তাদেরই করতে হবে, যারা দেশপ্রেমিক, পুঁজিবাদবিরোধী, সমাজতান্ত্রিক, সর্বোপরি দেশের জনগণকেই এ আন্দোলন করতে হবে। কারণ পুঁজিবাদী ও জাতীয়তাবাদীদের মধ্য থেকে দেশপ্রেম ক্রমাগত কমে যাচ্ছে। তিনি আরও বলেন, 'জাতীয়তাবাদীরা মনে করে এই দেশের কোনো ভবিষ্যৎ নেই। তাই তারা তাদের টাকা-পয়সা, ধন-সম্পদ ও সন্তানসহ সবকিছুই দেশের বাইরে পাচার করছে। যে কোনো বিপদে তারা দেশ ছেড়ে চলে যেতে পারে। সুতরাং, এদেশ জনগণের, জনগণের অধিকার জনগণকেই রক্ষা করতে হবে।' ভারতে চলমান সহিংসতার কথা উলেস্নখ করে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক সংকটের কারণে মৌলবাদী রাজনীতি শক্তির উত্থান ঘটতে পারে। ভারতের হিন্দুত্ববাদীরা বাংলাদেশের মৌলবাদী রাজনৈতিক শক্তিকে উৎসাহিত এবং প্ররোচিত করছে?। সংবাদ সম্মেলনে নদী-পনি-জাতীয় স্বার্থ রক্ষা আন্দোলনের পক্ষ থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সদস্য সচিব নঈম জাহাঙ্গীর। সংবাদ সম্মেলনে আরও কথা বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুলস্নাহ চৌধুরী, বাসদ নেতা কমরেড খালেকুজ্জামান, বজলুর রশীদ ফিরোজ, বাম গণতান্ত্রিক জোটের নেতা মোশারফ হোসেন নান্নু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ম. এনামুল হক, অধ্যাপক মাহবুবউলস্নাহ, নারী নেত্রী মোশরেফা মিশু, ডাকসু ভিপি নুর প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে