বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত চলবে এসিটি শিক্ষকদের কর্মসূচি

যাযাদি রিপোর্ট
  ১২ মার্চ ২০২০, ০০:০০
আপডেট  : ১২ মার্চ ২০২০, ০০:২০

চাকরি স্থায়ীকরণের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে বলে জানিয়েছে অতিরিক্ত শ্রেণি শিক্ষক ঐক্য পরিষদের এসিটি। পরিষদের সভাপতি মো. রুহুল আমিন বলেন, চাকরি স্থায়ীকরণের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত সকাল-সন্ধ্যা জাতীয় প্রেসক্লাবের সামনে আমাদের অবস্থান কর্মসচি চলবে। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসচি পালনের সময় একথা জানান তারা। চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে ৯ম দিনের মতো বুধবার অবস্থান কর্মসচি পালন করছে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্টের (সেকায়েপ) আওতায় নিয়োগ পাওয়া অতিরিক্ত শ্রেণি শিক্ষক (এসিটি)'র শিক্ষকরা। অবস্থান কর্মসূচিতে অতিরিক্ত শ্রেণি শিক্ষক ঐক্যপরিষদের সভাপতি মো. রুহুল আমিন বলেন, আমাদের এই চলমান কর্মসূচিতে এখন পর্যন্ত ৭ জন শিক্ষক অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমাদের এই দাবি শিগগিরই মেনে নেয়া হোক। চাকরি স্থায়ীকরণের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসুচি চালিয়ে যাব। অতিরিক্ত শ্রেণি শিক্ষক ঐক্যপরিষদের প্রধান উপদেষ্টা মো. মাহিউদ্দিন মাহি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুপারিশ ও প্রতিবার শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের পরও গত ২৬ মাস বিনা বেতনে পাঠদান করেও চাকরি স্থায়ীকরণ হয়নি। অভিজ্ঞতা ও মাধ্যমিক পর্যায়ে বিশেষ অবদান এবং মানবিক দিক বিবেচনা করে চাকরি স্থায়ীকরণ, বিনাশর্তে দ্রম্নত এসইডিপি প্রোগ্রামে আমাদের নেয়া হোক। মুজিববর্ষকে সামনে রেখে মহান স্বাধীনতার মাসে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। অবস্থান কর্মসূচিতে সারা দেশ থেকে আসা এসিটি'র শিক্ষকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে