শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপি নেতাদের দায়িত্ব থেকে পদত্যাগ করা উচিত: নাসিম

যাযাদি রিপোর্ট
  ১১ মার্চ ২০২০, ০০:০০
জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে মঙ্গলবার স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম -যাযাদি

বিএনপি নেতাদের দায়িত্ব থেকে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সংসদ সদস্য মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত 'মুজিব মানে বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, 'আমাদের নেত্রী যখন বন্দি ছিলেন, আমরা রাজপথে লড়াই সংগ্রাম করেছি, মার খেয়েছি, কিন্তু কারও কাছে কোনোদিন কাকুতি-মিনতি করিনি। বিএনপি তাদের নেত্রীর মুক্তির জন্য কাকুতি মিনতি করছে। কতটা দেউলিয়া হয়ে গেছে বিএনপি নেতারা। তাদের নেতাকে কারাগারে রেখে দুই বছর বিএনপি কর্মসূচিবিহীন একটি দলে পরিণত হয়েছে। আমি মনে করি, বিএনপি নেতাদের এ কারণেই পদত্যাগ করা উচিত।'

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, 'বিএনপির দায়িত্ববোধ বলে কোনো কিছু নেই, যেকোনো বিষয়ে বিএনপি নেতিবাচক ভূমিকা রাখে। এ জন্য তাদের বর্তমান পরিস্থিতি এ রকম। বিএনপির ভুলের রাজনীতির কারণেই তাদের নেতার মুক্তির জন্য সরকারের কাছে কাকুতি-মিনতি করতে হয়। কোনো দলনেতার মুক্তির জন্য কাকুতি-মিনতি করার ইতিহাস বাংলাদেশে নেই।'

তিনি বলেন, 'বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন করোনাভাইরাসের কথা নাকি লুকিয়ে রাখা হয়েছে। এটা একটা হাস্যকর এবং দায়িত্বহীন বক্তব্য?। বিএনপি যে কতটা দায়িত্বহীন একটা দল, তারা যে কতটা হীনমন্যতায় ভোগে, বিএনপি যে দেউলিয়া হয়ে গেছে, তাদের মহাসচিবের এই বক্তব্যই তার প্রমাণ।'

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা উলেস্নখ করে মোহাম্মদ নাসিম বলেন, 'যেকোনো সময় যেকোনো প্রজন্মের কেউ যদি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শোনেন, তার কাছে মনে হবে ইতিহাসের মাহেন্দ্রক্ষণে ঈশ্বরপ্রদত্ত ক্ষমতা নিয়ে বঙ্গবন্ধু সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ মুক্তিকামী মানুষের সামনে বক্তব্য দিয়েছিলেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুধু বাঙালি জাতির জন্য নয়, সমগ্র বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য একটি প্রেরণার উৎস।'

স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এবং পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<92005 and publish = 1 order by id desc limit 3' at line 1