মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চাকরি স্থায়ীকরণে অতিরিক্ত শিক্ষকদের অবস্থান অব্যাহত

যাযাদি রিপোর্ট
  ১১ মার্চ ২০২০, ০০:০০

চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে বাংলাদেশ অতিরিক্ত শ্রেণিশিক্ষক (এসিটি) ঐক্য পরিষদ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটি। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে বলে সংগঠনের পক্ষে থেকে জানানো হয়।

বক্তারা বলেন, এসিটি ম্যানুয়ালের ৩৬ নম্বর ধারা, অভিজ্ঞতা, বয়স ও মানবিক দিক বিবেচনা করে ২৬ মাসের বকেয়া বেতনসহ দ্রম্নত চাকরি স্থায়ীকরণ করতে হবে। বিনাশর্তে এসইডিপি প্রোগ্রামে অন্তর্ভুক্তির জন্য সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি আমরা। সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রকল্পের (সেকায়েপ) মেয়াদ শেষে সেকায়েপভুক্ত পাঁচ হাজার ২০০ জন অতিরিক্ত শ্রেণি শিক্ষকের (এসিটি) চাকরি স্থায়ীকরণ বা পরবর্তী প্রোগ্রামে বিনাশর্তে অন্তর্ভুক্তি করার কথা থাকলেও গত ২৬ মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

মেয়াদ শেষে ২০১৮ সালে এমপিওভুক্তির জন্য এসিটিদের তালিকা প্রস্তুত করা হলেও তা বাস্তবায়ন হয়নি। মেয়াদ শেষে অতিরিক্ত শ্রেণি শিক্ষকরা ২৬ মাসের বিনাবেতনে পাঠদান করে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন।

অপরদিকে শিক্ষা মন্ত্রণালয় ভাবছে অভিজ্ঞ শিক্ষকদের বাদ দিয়ে এসইডিপি প্রোগ্রামে নতুন করে ১২ হাজার শিক্ষক নিয়োগ দিতে।

তারা জানান, গত ২৬ মাসে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বিধায় অধিকাংশ এসিটির সরকারি চাকরিতে প্রবেশের বয়স শেষ এবং প্রকল্পের মেয়াদ শেষে এসিটি কর্তৃক নিয়মিত ক্লাসের বাইরে অতিরিক্ত ক্লাস না হওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে সেকায়েপভুক্ত প্রতিষ্ঠান তথা দরিদ্র ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ওপর। চলমান কর্মসূচিতে এ পর্যন্ত পাঁচজন শিক্ষক অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

অবস্থান কর্মসূচিতে অতিরিক্ত শ্রেণিশিক্ষক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মাহিউদ্দিন, সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক, মোজাহারসহ সারাদেশ থেকে আসা অতিরিক্ত শ্রেণিশিক্ষকরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<92003 and publish = 1 order by id desc limit 3' at line 1