মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
মতবিনিময় সভা

নারী-শিশু নির্যাতনকারীদের চরম দন্ড চায় ১৪ দল

আইনমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে মোহম্মদ নাসিম বলেন, 'আরও কম সময়ের মধ্যে দ্রম্নত বিচার করে নারী-শিশু নির্যাতনকারীদের চরম দন্ড দিতে হবে, এটা ১৪ দলের দাবি।'
যাযাদি রিপোর্ট
  ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভায় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ অন্য নেতারা -যাযাদি

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, 'বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে আমরা কোনো নারী নির্যাতন দেখতে চাই না, কোনো শিশু নির্যাতন দেখত চাই না, কোনো দুর্বৃত্তায়ন দেখতে চাই না।'

বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে পেশাজীবী নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, সর্বক্ষেত্রে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে বলেন, স্বাস্থ্যক্ষেত্রে বলেন, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বলেন, আজকে সবক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাহলে কেন একটি পাশবিক শক্তিকে দমন করতে পারব না? শেখ হাসিনার কঠিন নেতৃত্ব কোনো অপরাধীকে ছাড় দেওয়া হয় নাই, ছাড় দেওয়া হচ্ছে না। সে যেই হোক।

তিনি বলেন, আজকে বলতে চাই, ১৫ আগস্টের খুনিদের, ৪ নেতার হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছিল খালেদা জিয়া। বিএনপি-জামায়াতের সৃষ্ট সেই পশুদেরও শেখ হাসিনার আমলে খাতির করা হয় নাই। তাদের বিচার করা হয়েছে। সমস্ত দুর্বৃত্তায়নের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। তাহলে কেন আমরা শিশু নির্যাতনকারীদের দমন করতে পারব না?

আইনমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে ১৪ দলের মুখপাত্র বলেন, 'আমি আইনমন্ত্রীর কাছে অনুরোধ করে বলতে চাই, দ্রম্নত বিচার আইন তো আছে, তারপরেও আরও সংক্ষিপ্ত সময়ের মধ্যে, আরও কম সময়ের মধ্যে দ্রম্নত বিচার করে নারী-শিশু নির্যাতনকারীদের চরম দন্ড দিতে হবে, এটা ১৪ দলের দাবি।'

নাসিম বলেন, নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, শিশু নির্যাতনকারীরা পশুর থেকেও অধম। এদের ছাড় দেওয়া হবে না।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, 'পহেলা মার্চ স্বাধীনতার পক্ষের শক্তি, দেশের সমস্ত মানুষ, নারী-পুরুষ শিখা চিরন্তনে আসুন। আমাদের নতুন কর্মসূচি পহেলা মার্চ বিকাল ৩টায়, সেখানে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। শিখা চিরন্তনের সামনে আমরা অঙ্গীকার করব, স্বাধীন বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে একটিও নারী নির্যাতন হতে দেবো না। হলে কঠোর বিচার করা হবে। ১৭ মার্চ বঙ্গবন্ধু সেই জন্মশতবার্ষিকীর মুহূর্তে সন্ধ্যা ৬টায় মানিক মিয়া এভিনিউ থেকে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সব অন্ধকারকে দূর করব। অন্ধকার বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আলোকিত হবে।'

অতীতের মতো বিএনপি-জামায়াত চক্রান্ত করলে তাদের আবারও পরাস্ত করব বলেও যোগ করেন নাসিম। সভায় আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. শাহাদাত হোসেন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<90191 and publish = 1 order by id desc limit 3' at line 1