শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজনীতিতে নিয়ামক শক্তি জাপা, মন্তব্য জি এম কাদেরের

যাযাদি রিপোর্ট
  ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
আপডেট  : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৫
জাতীয় প্রেসক্লাবে শনিবার রাজনৈতিক স্মৃতি-আলেখ্য 'আমার দেখা এরশাদ' গ্রন্থের মোড়ক উন্মোচন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের -যাযাদি

দেশের রাজনীতিতে জাতীয় পার্টি (জাপা) সবসময়ই নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে রাজনৈতিক স্মৃতি-আলেখ্য 'আমার দেখা এরশাদ' গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাপা চেয়ারম্যান বলেন, জাপাকে সবসময়ই অবমূল্যায়ন করা হয়েছে। অনেক চড়াই-উতরাই পার করতে হয়েছে দলটিকে। তবে জাপা সবসময় হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সবসময়ই একটা নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে। জি এম কাদের বলেন, '৯০-এর পরে তার (হুসেইন মুহম্মদ এরশাদ) সম্পর্কে অনেকে সমালোচনা করেছেন, অপপ্রচার চালিয়েছেন। আবার অনেকেই জানতেন প্রকৃতপক্ষে তিনি কেমন ছিলেন। এ সময় জাপা চেয়ারম্যান প্রকাশিত গ্রন্থের বিভিন্ন অংশ নেতাকর্মীদের উদ্দেশে পাঠ করে শোনান। বাঙলা গবেষণা প্রকাশক আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 'আমার দেখা এরশাদ' গ্রন্থের লেখক ও গবেষক সাঈদ তারেক। এ সময় আরও উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক নেতা গোলাম মওলা রনি, গবেষক বাবু সুনিল শুভ রায়, আকাশ প্রকাশনের প্রকাশক আলমগীর শিকদার লোটন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে